Thursday, December 6, 2018

ত্রাণ তহবিলের টাকা খরচ হয় চলচ্চিত্র শিল্পীদের জন্য, গরীবের শীতের কষ্ট লাঘবে টাকা আসবে কোথা থেকে?


মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল । না এটা প্রধানমন্ত্রীর বাবার বাসা থেকে নিয়ে আসা টাকা না। সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী, শিক্ষক ব্যবসায়ীসহ অনেকেই দেশের দায়িত্বরত প্রধান হিসেবে প্রধানমন্ত্রীকে নির্ভরযোগ্য মনে করেন, তাই গরীব, অসহায়, দুস্থদের কাছে অর্থ পৌছানোর জন্য তুলে দেন তার নিজের পকেটের অর্থ। উদহারণ-
১) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জবি শিক্ষকদের একদিনের বেতন (https://bit.ly/2G2azAP)
২) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২০ প্রতিষ্ঠানের অনুদান (https://bit.ly/2PlonpJ)
৩) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুদান (https://bit.ly/2PpUjcA)
৪) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে৬ প্রতিষ্ঠান, ৩১ ব্যাংকের অনুদান (https://bit.ly/2zIQdar)

যেহেতু টাকাটা প্রধানমন্ত্রীর নিজের টাকা না, সেহেতু সেই টাকা তিনি নিজ ইচ্ছামত করতে পারেন না। অবশ্যই সেই টাকা সঠিক যায়গায় প্রদান হচ্ছে কি না, তার একটা জবাবদিহিতা ও হিসেব থাকা উচিত। দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সব মানুষকে সেই তহবিল থেকে অর্থ দেন, যাদের অধিকাংশ চলচ্চিত্র, নাটক, নাচ, গান, খেলার সাথে যুক্ত। যেমন:
ক) কাটপিস অভিনেতা আফজাল শরীফকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২০ লক্ষ টাকা অনুদান (https://bit.ly/2Qij3sB)
খ) অভিনেতা প্রবীর মিত্র ২৫ লক্ষ, অভিনেত্রী রেহানা জলি ২৫ লক্ষ, অভিনেত্রী নূতন ২০ লক্ষ, কুদ্দুস বয়াতিকে ২০ লক্ষ টাকা অনুদান (https://bit.ly/2PkSvkQ)
গ) চলচ্চিত্র খলনায়ক কাম ধর্ষক ড্যানি রাজকে ২০ লক্ষ টাকা অনুদান (https://bit.ly/2RAMIJT)
ঘ) মদখোর চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনকে ৪২ লক্ষ টাকা অনুদান (https://bit.ly/2QdEESB)
ঙ) অভিনেত্রী কল্পনা ও কাজী হায়াৎকে ১০ লক্ষ করে অনুদান (https://bit.ly/2GdrpNx)
চ) চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানকে ২০ লক্ষ টাকা অনুদান (https://bit.ly/2BUlpoF)
ছ) চলচ্চিত্র অভিনেত্রী শুভ্রার চিকিৎসার জন্য দশ লাখ টাকা অনুদান (https://bit.ly/2rkWCnt)
জ) গায়িকা মিতা হককে ৩০ লক্ষ টাকা অনুদান (https://bit.ly/2UcyL6N)
ঝ) অভিনেতা ফরিদ আলীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর ২০ লক্ষ টাকা অনুদান (https://bit.ly/2ruKzUV)
ঞ) অভিনেত্রী আনোয়ারার স্বামীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৩০ লক্ষ টাকা অনুদান (https://bit.ly/2ruKHnn)
ট) অভিনেত্রী দিতিকে ১০ লক্ষ, এবং অভিনেত্রী রানী সরকারকে ২০ লক্ষ টাকা অনুদান (https://bit.ly/2E3yixT)

ধরে নিলাম, সেই সব কথিত অভিনেতা-অভিনেত্রী অসুস্থ, তাদের উন্নত চিকিৎসা দরকার। কিন্তু কথা হলো, একটা দেশের মধ্যে এভাবে অসামঞ্জস্য করা যায় কি না? সাধারণ মানুষ পাবে না, কিন্তু চলচ্চিত্র করলে পাবে ? এটা কি অবিচার নয় ?
বাংলাদেশে এমন মানুষ আছে, যারা অর্থের অভাবে ভালো চিকিৎসা করতে পারছে না, সামান্য ওষুধের জন্য অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু তাদেরকে উহ্য করে শুধু নায়ক-নায়িকা-গায়ক-খেলোয়াড়রা কেন টাকা পাবে ? বাংলাদেশটা কি নায়ক-নায়িকা আর খেলোয়াড়দের জন্য তৈরী??

তহবিলের নাম ‘ত্রাণ তহবিল’, বর্তমানে দেশজুড়ে শীতের প্রকোপ শুরু হয়েছে। বাংলাদেশে অনেক মানুষ আছে, যাদের দু-বেলা খাবার জোগাড় করতে কষ্ট হয়ে যায়, তারা টাকা বাচিয়ে গরম কাপড় কিনবে কিভাবে ? রাস্তায় বের হলে দেখা যায়, শীত থেকে বাচতে রাস্তায় পড়ে থাকা মানুষ পলিথিন দিয়ে শরীর মুড়িয়ে, মায়ের আচলের তলায় সন্তানকে জড়িয়ে নেয়। ব্যক্তি উদ্যোগে বিভিন্ন এলাকায় শীতের কাপড় বিলি করতে যাওয়ার পর মানুষের কাড়াকাড়ি বলে দেয়, শীতের কাপড় মানুষের কত প্রয়োজন । অথচ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান সেখানে কত পার্সেন্ট গেছে ? কত বাচ্চার ঠাণ্ডা লেগে নিউমোনিয়া হচ্ছে, গরীবের বাচ্চাদের নিউমোনিয়া হলে ব্যয়বহুল ইঞ্জেকশনের খরচ কি সেই ত্রাণ তহবিল থেকে আসতে পারে না ? গত কয়েকদিন আগে শরীয়তপুরে নদী ভাঙ্গন হলো, যারা ঘরবাড়ি হারিয়েছে, সরকার কি তাদের মোটামুটি মাথা গোজার ঠাই করে দিয়েছে ? বন্যা বা জলোচ্ছ্বাসে বাড়িঘর হারা অনেকেই কষ্ট করছে, অনেকের ফসল নষ্ট হয়েছে, অনেকের গবাদী পশু মারা গেছে, তাদের জন্য কি করেছে সরকার ? বাংলাদেশে অভাবী এমন লোক আছে, যারা মান-ইজ্জতের ভয়ে মানুষের কাছে হাত পাততে পারে না। তাদের কি ত্রাণ তহবিলের টাকা পাওয়ার কোন সুযোগ নেই ?? শুধু নাটক-সিনেমা আর নাচ-গান করলে উন্নত চিকিৎসার জন্য ২০-৩০ লক্ষ টাকা পাবে, আর বাকিরা হাওয়ায় ভেসে বেড়াবে, তা হতে পারে না।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment