Showing posts with label চিকিৎসা-রোগ-ভাইরাস. Show all posts
Showing posts with label চিকিৎসা-রোগ-ভাইরাস. Show all posts

Wednesday, March 6, 2019

বাংলাদেশে "নিপাহ" ভাইরাস


সাম্প্রতিক দুটি খবর:
নিপাহ ভাইরাসে ঠাকুরগাওয়ে ৫ জনের মৃত্যু (https://bit.ly/2BYeslN)
রাজধানীতে নিপাহ ভাইরাস রুগী (https://bit.ly/2TlAHfJ)
আমি এ দুটি খবর নিয়ে কিছু বলবো।

প্রথম খবরে দেখা যাচ্ছে, ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাতে ৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে একজনের রক্ত পরীক্ষা করে তাকে নিপাহ ভাইরাস আক্রান্ত হয়েছে বলে দাবী করছে গবেষকরা।
অপরদিকে রাজধানীতে যে নিপাহ ভাইরাস রুগী ভর্তি হয়েছে, খবরের ভেতর পড়ে দেখবেন, সে এতদিন রাজশাহীর সারদায় ছিলো, সেখানেই জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীতে এসেছে চিকিৎসা নিতে।
ম্যাপের মধ্যে যদি ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী ও রাজশাহীর সারদা এলাকা দুটি দেখেন, তবে নিশ্চিত হবেন, দুটো এলাকাই কিন্তু বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবস্থিত। বিশেষ করে ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার অর্ধেক তো ভারতের সীমানার মধ্যে রয়েছে। সীমান্ত এলাকায় হওয়ায় এ দুটি এলাকার জন্গন ভারতীয় ও তাদের পণ্যের সাথে ওতপ্রতভাবে মিক্সিং করতো, এটা নির্ধি্বধায় বলা যায়।

আমার এই কথা বলার উদ্দেশ্য, আজ থেকে ১০ মাস আগে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, যার শিরোনাম ছিলো:
“ভারতে নিপাহ ভাইরাস মহামারি : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা
ভারতীয় সবজী ও ফলমূল নিষিদ্ধ করলো বাহরাইন ও আরব আমিরাত
বাংলাদেশে ভারতীয় পণ্য নিষিদ্ধ হবে কবে ?”
লিঙ্ক: https://bit.ly/2UkcAej

ভারতে যেহেতু গত বছর থেকে নিপাহ ভাইরাসের মহামারি চলতেছে, এবং অনেক দেশ ভারতীয় ও তাদের পন্যের ব্যাপারে সতর্কতা জারি করেছিলো।  বাংলাদেশেরও উচিত ছিলো এ ব্যাপারে সতর্ক হওয়া, বিশেষ করে ভারতীয় সকল পণ্যের ব্যাপারে একটা বিধিনিষেধ দেয়া। কিন্তু সেটা তো দেয়া হইনি, বরং ভারতীয়দের সাথে নানান উপায়ে মিক্সিং হয়েছে। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারী বেনাপোল সীমান্তে দুই দেশের মানুষের মধ্যে রক্ত পর্যন্ত বিনিময় হয়েছে (https://bit.ly/2C5cd06)।

এ ব্যাপারে আসলে বিস্তারিত আলোচনা করার কিছু নাই,
শুরু বলবো-
ভারত থেকে প্রতিদিন প্রচুর পণ্য বাংলাদেশে আসতেছে,
অসংখ্য ভারতীয় বাংলাদেশের সীমানায় প্রবেশ করতেছে,
আবার অনেক বাংলাদেশী ঈদসহ বিভিন্ন কেনাকাটা ভারত গিয়ে করতেছে।
এগুলো যদি না ঠেকানো যায়, তবে ভারতের নিপাহ ভাইরাস মহামারি বাংলাদেশেও মহামারি আকারে ছড়িয়ে পড়বে, এটা নিশ্চিত বলা যায়। অন্তত বালিয়াডাঙ্গী ও সারদার দুটি ঘটনা তারই আগাম সতর্কতা।

----------------------------------------------------------
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

Wednesday, May 30, 2018

নিপাহ ভাইরাসের কারণে অনেক রাষ্ট্রই ভারতীয় সবজী ও ফলমূল নিষিদ্ধ করেছে। অথচ বাংলাদেশে দেদারসে ঢুকছে ভারতীয় ফলমূল, পেয়াজ, রসুনসহ অনেক পণ্য


আল জাজিরা’র প্রতিবেদন, ভারতে নিপাহ ভাইরাস ছড়িয়ে পড়েছে। প্রতিবেদনে দেখুন, ভারতীয়রাই বলছে, তারা ভারতের ফলমূল খাচ্ছে না, ফলে ভারতে ফলমূলের দাম ইতিমধ্যে অর্ধেক দামে নেমে এসেছে। এরই মধ্যে আরব আমিরাত, বাহরাইনসহ অনেক রাষ্ট্র ভারতীয় সবজী ও ফলমূল নিষিদ্ধ করেছে। অথচ বাংলাদেশে দেদারসে ঢুকছে ভারতীয় ফলমূল, পেয়াজ, রসুনসহ অনেক পণ্য। এইসব রোগবাহী পন্য যে খুব শিঘ্রই বাংলাদেশে ঢুকবে তাতে কোন সন্দেহ নাই। অথচ বাংলাদেশী মিডিয়া এখনও ভারতীয় পণ্যের হুমকি নিয়ে কোন নিউজ করছে না। প্রশাসনও এই ব্যাপারে একদম চুপ, ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি হুমকির মধ্যে থাকলেও কোন সতর্কতাই জারি হয়নি।
এদিকে জনগণ ব্যস্ত রয়েছে বিশ্বকাপ ফুটবল মানে কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা নিয়ে, তাই তাদেরকে এখন ডিস্ট্রার্ব করা যাচ্ছে না।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

ভারতে নিপাহ ভাইরাস মহামারি : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার আশঙ্কা


ভারতীয় সবজী ও ফলমূল নিষিদ্ধ করলো বাহরাইন ও আরব আমিরাত
বাংলাদেশে ভারতীয় পণ্য নিষিদ্ধ হবে কবে ?
আপনাদের মনে থাকার কথা, আমি মাত্র ৫ দিন আগে আপনাদের সতর্ক করেছিলাম। বলেছিলাম ভারত থেকে যে কোন মহামারি রোগ বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে (https://bit.ly/2kyE1kv)।
হয়ত আমার কথা কেউ বিশ্বাস করেছিলেন, আবার কেউ বিশ্বাস করেননি। কিন্তু আমার সেই সতর্কতা শতভাগ প্রমাণ করে মাত্র ৫ দিনের মধ্যে বিশ্বজুড়ে ভারতীয় পন্য বর্জনের ডাক উঠেছে।

গত কয়েকদিনের খবরগুলো পড়ুন-
১) ভারতে নিপাহ ভাইরাস (https://bit.ly/2H29jJf)

২) নিপাহ ভাইরাস: কেরালায় একই পরিবারের ৪ জনের মৃত্যু (https://bit.ly/2sptueS
)
৩) ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ, ১৩ জনের মৃত্যু (https://bit.ly/2IYRCQV

৪) নিপাহ ভাইরাসের প্রতিষেধক না থাকায় আক্রান্ত হলে মৃত্যুঝুঁকি ৭০ ভাগ (https://bit.ly/2L6fFJX
)
৫)মহামারী আকারে ছড়াতে পারে ভারতের নিপাহ ভাইরাস: ডব্লিউএইচও (https://bit.ly/2H3Jqsp
)
৬) ভারতে নিপাহ ভাইরাস, দক্ষিণের পাশাপাশি উত্তরেও আতঙ্ক (https://bit.ly/2L2RWKT)

৭) কেরালা থেকে কর্ণাটকের দিকে নিপাহ ভাইরাস (https://bit.ly/2sgUFsW
)
৮) থাবা বসাচ্ছে নিপাহ ভাইরাস, পশ্চিমবঙ্গে সতর্কতা (https://bit.ly/2sn1b0J
)
৯) নিপাহ ভাইরাস : ভারত থেকে ফল ও সবজী আমদানি নিষিদ্ধ করলো আরব আমিরাত (https://bit.ly/2shl7CU
)
১০) নিপাহ ভাইরাসের কারণে ভারতীয় ফল ও সবজী নিষিদ্ধ করলো বাহরাইন (https://bit.ly/2JcqKvQ
)
১১) নিপাহ মহামারি : ব্রেন ড্যামেজ রোগে মৃত্যুর সংখ্যা বাড়ছে (https://bit.ly/2JlU17g
)
১২) ভারতীয় বিজ্ঞানীদের দোষারোপ : নিপাহ ভাইরাসে মৃত্যুর জন্য বাংলাদেশী ভাইরাস দায়ী (https://bit.ly/2svAPKb
)
আপনার লক্ষ্য করবেন, গতকয়েকদিন যাবত বাংলাদেশের প্রশাসন ও মিডিয়া দেশী বিভিন্ন পণ্যে ফর্মালিন বা ভেজাল ইত্যাদি নিয়ে বেশি লম্ফঝম্ফ করছে। বিষয়টি এক দৃষ্টিতে ভালো মনে হলেও ভিন্ন দৃষ্টিতে চিন্তা করলে সন্দেহ সৃষ্টি হয়। কারণ এমনও হতে পারে, প্রশাসন ও মিডিয়া ভারতীয় অর্থপুষ্ট হয়ে বাংলাদেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুড়াতে চাইছে। বিশ্বব্যাপী যেখানে ভারতীয় নিপাহ ভাইরাস নিয়ে উৎকণ্ঠা তৈরী হয়েছে, অনেক দেশ ভারতীয় পন্য নিষিদ্ধ করছে। অপরদিকে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে ভারতীয় পন্য (ভারতীয় পেয়াজ, রসুন, আদা, চিনি, ডাল, মাছ, যে কোন ধরনের ভারতীয় ফলমূল, সুতা, পোষাক ইত্যাদি)। কিন্তু বাংলাদেশের মিডিয়া বা প্রশাসন নিপাহ ভাইরাস নিয়ে কোন সতর্কতা নেই এবং সেটা নিয়ে নিউজও করে না। উপরন্তু শুল্কমুক্ত সুবিধা দিয়ে ভারতীয় পন্য আরো আরো দ্রুত বিস্তার করা হচ্ছে।
বিষয়টি নিয়ে জনগণের উচিত জোরালো দাবি তোলা, যেন সরকার দ্রুত ভারতের সকল পণ্য আমদানি নিষিদ্ধ করে দেয়। নয়ত বাংলাদেশে নিপাহ ভাইরাস মহামারি তৈরী হলে চরম বিপদজনক পরিস্থিতি তৈরী হবে।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------