Monday, December 10, 2018

আমরা কি অদৃশ্য সাম্প্রদায়িকতা দিয়ে পরিচালিত হয়ে ভুল কিছু করছি ?


গত কয়েকদিন আগে দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষার্থী আত্মহত্যা করে। (https://bit.ly/2BQzYth)
আজকেও মিডিয়ায় ৩টি আত্মহত্যার খবর দৃশ্যমান।
চবি ছাত্র জাহাঙ্গীর রাজুর আত্মহত্যা (https://bit.ly/2PpWgFB),
পটুয়াখালীতে শোভা (১১) ও রোজিনা (১২) নামে দুই কিশোরীর আত্মহত্যা (https://bit.ly/2G2RkXZ)
দৈনিক বাংলাদেশে গড়ে ২৯ জন আত্মহত্যা করে । (https://bit.ly/2E5YOqy)
এতগুলো আত্মহত্যার খবর বাদ দিয়ে শুধু অরিত্রিকে নিয়ে কেন মেতেছে প্রথম আলোসহ কিছু মিডিয়া ?
আমরা জানি, প্রথম আলোসহ কিছু মিডিয়া সর্বদা সাম্প্রদায়িক আচরণ করে,
শ্যামল কান্তি কানে ধরলে শিক্ষক অপমান হয়েছে বলে কান্নাকাটি করে,
কিন্তু তারাই হাসনা হেনা ম্যাডামদের হাতে লকার পড়িয়ে জেল-হাজতে পাঠায়
প্রয়োজনে একধাপ এগিয়ে মিথ্যা নিউজ করে, “ম্যাডামের পা ধরে কান্নাকাটি করার পরও ম্যাডামের মন গলেনি”। তখন কিন্তু অপমান হয় না।
আমরা সাধারণ মানুষ সব সময় সাধারণভাবেই চিন্তা করি, হিন্দু-মুসলিম বিভেদ করি না।
কিন্তু কিছু মিডিয়া হিন্দু হলেই দরদ ঝড়ে, মুসলিম হলেই আড়াল করে।
এই তো কিছুদিন আগে, চট্টগ্রামে একটি স্কুলে মেয়ে ও মাকে শিক্ষক পোষাক নিয়ে ব্যঙ্গ করে পতিতা বলে সম্বোধন করলো (https://bit.ly/2PoYtBj)। এতে কি ঐ মেয়ে-মা কি অপমান হয় নি ? তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক লেখালেখি হলো, কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় কোন নিউজ হলো না ?
কেন ঐ মেয়ে-মা’য়ের নামের শেষে দাস, রায় বা অধকারী নেই বলে ??
সত্যিই বলতে, প্রথম আলোসহ কিছু হলুদ মিডিয়া আমাদের অদশ্য সাম্প্রদায়িকতা দিয়ে আকড়ে ধরেছে, তারা তাদের দৃষ্টিকে একরোখা করেছে, আর আমরা সাধারণ মানুষও সেই এক রোখা দৃষ্টি দ্বারা পরিচালিত হচ্ছি, যার কারণে মূল সমস্যার কোন সমাধান হচ্ছে না, উল্টো আরো বিপরীত হচ্ছে।
যেমন- ধরুন, অরিত্রির আত্মহত্যার ঘটনার পর ৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, হাসনা হেনা ম্যাডাম নামক এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসনা হেনা ম্যাডাম গ্রেফতার হওয়ার পর ভিকারুননিসার ছাত্রীরা বলেছে, ঐ ম্যাডাম খুব ভালো, তার কোন দোষ নেই, তিনি নির্দোষ। তাকে অযথাই গ্রেফতার করা হয়েছে। (https://youtu.be/bqNecUwsA4Uhttps://bit.ly/2QfvuFo)
একটু চিন্তা করে দেখুন তো।
অরিত্রির অনেক ‘মান-সম্মান’। তার মান-সম্মানহানীর কারণে সে আত্মহত্যায় প্ররোচিত হয়েছে।
কিন্তু হাসনা হেনা ম্যাডাম, যিনি সারা জীবন ছাত্রীদের নিজের মেয়ের মত শিক্ষা দান করে গেলেন, আজকে তাকে ছাত্রী হত্যার দায় নিয়ে জেলে যেতে হলো, মিডিয়ায় প্রচারিত হলো ‘সে খুনি’, হাসনা হেনা ম্যাডামেরও তো ছেলে-মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, তারা সমাজের বুকে চিহ্নিত হলো খুনির আত্মীয় হিসেবে। এতে সমাজে তাদের অবস্থাটা কেমন হয়েছে? কতটুকু মানসম্মানহানী হয়েছে ? এখন সেই অপমানের কারণে হাসনা হেনা ম্যাডাম বা তার সন্তানের কেউ যদি আত্মহত্যা করে তবে সেটার দায় কে নেবে ? আমরা যারা ফেসবুক অরিত্রি অরিত্রি করে ঝড় তুলছি, তারাই কি তখন সেই আত্মহত্যার প্ররোচনাদানকারী হবে না ??
একটি বিষয় আসলে অস্বীকার করার কোন উপায় নেই, হিন্দুদের মধ্যে স্বাভাবিকের তুলনায় আত্মহত্যা প্রবণতা বেশি। ভারতে প্রতি ঘণ্টায় একজন স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করে (https://bit.ly/2Rwit6P), প্রতি ৩৩ মিনিটে ১ জন কৃষক আত্মহত্যা করে। ১ বছরে করে ১৬ হাজার কৃষক। (https://bit.ly/2QDCCdX) ২০১০ সালে ভারতের আত্মহত্যা করেছিলো ১ লক্ষ ৮৭ হাজার লোক। (https://bit.ly/2roQ7Qx)
বাংলাদেশেও হিন্দুদের মধ্যে একই বিষয় লক্ষ্য করা যায়। যেমন, গত কয়েকদিন আগে নীলফামারিতে ঘুনুরাম রায় নামক এক ব্যক্তির আত্মহত্যার খবর মিডিয়ায় আসে। ঘুনুরাম রায় স্থানীয় আওয়ামীলীগ নেতা অধ্যাপক গোলাম মোস্তফার সমর্থক ছিলো। গোলাম মোস্তাফাকে মনোনয়ন না দেয়ায় ঘুনুরাম রায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। (https://bit.ly/2EacGAj)
এখানে আপনি কি ধরবেন ?
ঘুনুরাম আত্মীকভাবে দুর্বল ? নাকি আওয়ামীলীগ গোলাম মোস্তফাকে মনোনয়ন না দিয়ে তার সমথর্ককে আত্মহত্যায় প্ররোচিত করেছে ??
তবে কিছু চর্চা করা আসলে ঠিক না, এতে হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে যে বা যারা আত্মহত্যা করে, তাদের পক্ষে বেশি সাফাই গাওয়া বা তাদেরকে হিরো বানানো আমি পছন্দ করি না। কারণ এতে অন্যকেও তার মত হিরো হতে প্ররোচিত করা হয়। অরিত্রি আত্মহত্যা করে অন্যায় করেছে, এটাও প্রচারণা হওয়া দরকার। আজকালকার ছেলেমেয়েরা মিডিয়ায় ভাইরাল হতে বেশি পছন্দ করে। তারা অরিত্রির প্রচার দেখে যদি ভাবে, “আমি আত্মহত্যা করলে এভাবে মিডিয়ায় আলোচিত হবো, তাই আমিও আত্মহত্যা করি”, তবে সেটাও অবাক হওয়ার কিছু থাকবে না।
যাক লেখার শেষে, নিরাপরাধ হাসনা হেনা ম্যাডামের গ্রেফতার নিয়ে একটি কথা বলবো।
হাসনা হেনা ম্যাডাম যদি নিরাপরাধ হয়, তবে তার নাম আসামীর লিস্টে ঢুকলো কিভাবে, এটা একটা প্রশ্ন।
অরিত্রির বাবা কাস্টমস ব্যবসায়ী দিলীপ অধিকারী মিডিয়ার সামনে বলেছে, তার স্বজনদের মধ্যে কেউ আছে, যে আইনত ব্যবস্থা নেবে, মামলা করবে (https://bit.ly/2BVqRra)।
আমার ধারণা, সেই ব্যক্তিটি হলো অরিত্রির ফুপাতো ভাই সৌমিত্র সরদার। সে পেশায় উকিল এবং উগ্রসাম্প্রদায়িক হিন্দু সংগঠন মাইনোরিটি রাইটস ফোরাম’র সাথে জড়িত।
(1-https://www.facebook.com/saumitra.sarder,
2-https://bit.ly/2REW0ET)
যেহেতু, অরিত্রির ফুপাতো ভাই সৌমিত্র সরদার মনমানসিকতায় সাম্প্রদায়িক, তাই আসামীর নাম দেয়ার ক্ষেত্রে ‘অযথা মুসলমান ফাঁসানো’ চিন্তাধারা বাদ যেতে পারে না। সেই চিন্তাধারা থেকেই হয়ত ফেঁসে গেছেন নিরাপরাধ হাসনা হেনা ম্যাডাম। তাই আমি শুরুতেই একটা কথা বলেছিলাম, আমরা সাধারণ মানুষ যেন অদৃশ্য সাম্প্রদায়িকতা দিয়ে পরিচালিত না হই, সেটা খেয়াল রাখা জরুরী।
(ছবি: স্বজনদের সাথে ছবিতে অরিত্রি)










===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment