Monday, December 10, 2018

গত ৭ ডিসেম্বরে একটা ইসলামী দলের বক্তব্য দেখে আমার খুব রাগ হলো।

এক বক্তব্যে তারা বলেছে, আরেক ইসলামী দলের বিরুদ্ধে (সম্প্রতি তাদের সাথে বিরোধ হয়েছে), যদি আওয়ামী সরকার ব্যবস্থা না নেয়, তবে তাদের সাথে আর কোন কথা নয়।
যেহেতু নির্বাচন কাছে, তাই আওয়ামীলীগের সাথে তাদের সম্পর্ক স্বাভাবিক রাখতে আওয়ামীলীগ যেন কাজটি দ্রুত করে সেই ইঙ্গিত দেয়া।
বিষয়টি নিয়ে আমি অবাক হচ্ছি, কারণ নির্বাচনী শেষ সময়ে এখন কি নিজেদের মধ্যে গুগাগুতি করার সময় ?
নির্বাচন যত কাছে আসছে, প্রত্যেকটি গোষ্ঠী তার স্ব স্ব স্বার্থ রাজনৈতিক দলগুলোর সামনে উপস্থাপন করছে। যেমন:
১) যারা কোটা আন্দোলনকারী, তারা তারুণ্যের ইশতেহার ভাবনা নামক একটি দাবী তৈরী করেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দিয়েছে। (https://bit.ly/2zN0sue) অনেক রাজনৈতিক দল এ দাবীগুলো পূরণ হবে বলে ইতিমধ্যে প্রতিশ্রুতিও দিয়েছে (https://bit.ly/2AMbdMV)।
২) হিন্দুরা বেশ কিছুদিন যাবত, বিভিন্ন নির্বাচনী দাবী তৈরী করেছে। এবং বলছে কে তাদের দাবি দাওয়া পূরণ করবে, হিন্দুরা তাদের ভোট দেবে। প্রকাশ্য দরকষাকষি। অনেক দল তাদের ইশতেহারে হিন্দুদের সেই দাবীগুলোও সম্বলিত করেছে। (দুইটি হিন্দু দলের আলাদা দাবী, https://bit.ly/2B18U97https://bit.ly/2AZIPHm)
৩) নাস্তিক জাফর ইকবাল সেও একটা দাবি তৈরী করে প্রকাশ করেছে (https://bit.ly/2BYGkqA), উদ্দেশ্য বিভিন্ন রাজনৈতিক দল যেন তার সেই ‘সেক্যুলার হওয়ার’ দাবিগুলো তাদের নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করে এবং পরবর্তীতে সেই দাবীগুলো নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলে অন্তত আদায় করা যাবে।
অর্থাৎ নির্বাচন কাছে আসলে রাজনৈতিক দলগুলো সফট হয়ে যায়, যারা প্রত্যেক গোষ্ঠীর দাবী দাওয়া নিয়ে কথা বলে এবং নির্বাচনে জিতলে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। আমি কোন ইসলামী দলকে দোষারোপ করছি না, কিন্তু বলছি, বিভিন্ন ইসলামী সংগঠনগুলোর পক্ষ থেকে এখন উচিত ছিলো, এ সময় বিভিন্ন রাজনৈতিকদলগুলোর কাছে মুসলমানদের পক্ষ থেকে বিভিন্ন দাবী দাওয়া পাঠানো, যা দিয়ে দেশ ও জাতির উপকার হয়। অথচ মুসলমানদের পক্ষ থেকে ইশতেহার না দিয়ে মুসলমানরা উল্টো নিজেদের মধ্যে গুতাগুতিকে ইশতেহার বানিয়ে দিয়েছে। আমি সমস্ত ইসলামী দলগুলোর প্রতি হাতজোড় করে অনুরোধ করবো, দয়া করে এ ধরনের মানসিকতা থেকে সরে আসুন। আমরা মুখে বলি কোন সরকার ইসলামের জন্য কোন কাজ করে না, কিন্তু বাস্তবে আমরা কি আমাদের দাবীগুলো সঠিক করে তাদের কাছে পৌছাতে পেরেছি ? কথায় আছে, “না কানলে মাও দুধ দেয় না।” মুসলমানরা যদি তাদের দাবি-দাওয়াগুলো উপযুক্ত সময় পৌছাতে না তবে ক্ষমতাসীনদের দোষ দিয়ে লাভ কি ?
যাই হোক, আমি অনলাইনে একটা উদ্যোগ নিয়েছি। দেশ ও জাতির কল্যানে আমরা যারা অনলাইনে সচেতনমহল আছি, তারাও একটা ইশতেহার ভাবনা প্রণয়ন করবো। আমি আপনাদের কাছে আহবান করছি, দেশ ও জাতির কল্যাণ্যে ক্ষমতায় আসলে নতুন সরকারের কি করা উচিত, সেই ভাবনা নিয়ে আপনাদের মতামত জানান। সেই মতামতগুলো যাচাই-বাছাই করে একসাথে প্রকাশ করবো। এরপর আমরা সেই দাবীগুলো গণহারে সবাই প্রচার করবো, ভাইরাল করবো, যেন রাজনৈতিকগুলোর দৃষ্টিগোচর হয় এবং তারা তাদের নির্বাচনী ইশতেহারে সেগুলো অন্তর্ভূক্ত করে। আপাতত আপনারা কমেন্টে আপনাদের নির্বাচনী দাবী দাওয়াগুলো প্রকাশ করুন। সময় ২৪ ঘণ্টা।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment