আমি একটা কথা সব সময় আপনাদের বলি,
আমি আজকে আপনাদের যা বলছি, তা আজকে হয়ত আপনারা নাও বুঝতে পারেন। কিন্তু একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন।
আমি আজকে আপনাদের যা বলছি, তা আজকে হয়ত আপনারা নাও বুঝতে পারেন। কিন্তু একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন।
আমি শুরু থেকেই খেলাধূলার বিরুদ্ধে । আমি আগেও বলেছি, এমন একটা সময় আসতে পারে, যখন কোন শত্রু রাষ্ট্র বাংলাদেশের উপর আক্রমণ করবে, আর সেই দিন বাংলাদেশের ক্রিকেট খেলা পড়বে। বাংলাদেশের সব মানুষ বলবে- হামলা করলে করুক, আগে খেলা, পরে সবকিছু।
খেলার বিরুদ্ধে বলায় আমাকে কম মানুষের কটুকথা শুনতে হয়নি। কিন্তু আজকে সরকার কোটা আন্দোলনকারীদের উপর এত প্রেসার দেয়ার সুযোগ পেয়েছে বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে। কারণ তরুণ সমাজ আজ ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে ব্যস্ত, তাদের মাথায় মেসি আর নেইমার ঘুড়ছে। অন্যকিছু চিন্তা করার সুযোগ কোথায় ?
আজকে রোহিঙ্গারা বাংলাদেশে অসহায়ের মত পালিয়ে এসেছে। কেন তারা কি কোন প্রতিরোধ করতে পারতো না ? এখনও কি তারা কিছু পারে না ??
রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে খবর নিয়ে দেখুন, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ৬০টার মত ফুটবল ক্লাব বা টিম আছে। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জার্সি, বুট, পড়ে সারাদিন ফুটবল খেলায় মত্ত। এক টিম আরেক টিমকে ফুটবল খেলায় হারানোর চেষ্টা করতেছে। রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল খেলাই তাদের কাজ।
এই রোহিঙ্গারা বাংলাদেশে আসার আগেও নিশ্চয়ই মায়ানমারে ফুটবল খেলতো। ওদের উপর যখন যুলুম নির্যাতন চলতো, তখন তাদের নিশ্চয়ই ঐ দিকে খেয়াল দেয়ার সুযোগ ছিলো না। কারণ খেলাটা তাদের কাছে আগে। এখন তাদের মা-বোনকে ধর্ষণ করে, বাবাকে গুলি করে হত্যা করে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশের পাঠিয়ে দেয়া হয়েছে তারপরও নিলর্জ্জগুলো বাংলাদেশে এসে ফুটবল খেলতেছে। ছি:। খেলা এমন একটা নেশা যা পুরো জাতির চিন্তা-ভাবনা-মান-সম্মান সব নষ্ট করে দেয়।
রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে খবর নিয়ে দেখুন, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে ৬০টার মত ফুটবল ক্লাব বা টিম আছে। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জার্সি, বুট, পড়ে সারাদিন ফুটবল খেলায় মত্ত। এক টিম আরেক টিমকে ফুটবল খেলায় হারানোর চেষ্টা করতেছে। রোহিঙ্গা ক্যাম্পে ফুটবল খেলাই তাদের কাজ।
এই রোহিঙ্গারা বাংলাদেশে আসার আগেও নিশ্চয়ই মায়ানমারে ফুটবল খেলতো। ওদের উপর যখন যুলুম নির্যাতন চলতো, তখন তাদের নিশ্চয়ই ঐ দিকে খেয়াল দেয়ার সুযোগ ছিলো না। কারণ খেলাটা তাদের কাছে আগে। এখন তাদের মা-বোনকে ধর্ষণ করে, বাবাকে গুলি করে হত্যা করে গলা ধাক্কা দিয়ে বাংলাদেশের পাঠিয়ে দেয়া হয়েছে তারপরও নিলর্জ্জগুলো বাংলাদেশে এসে ফুটবল খেলতেছে। ছি:। খেলা এমন একটা নেশা যা পুরো জাতির চিন্তা-ভাবনা-মান-সম্মান সব নষ্ট করে দেয়।
তবে ভালো লক্ষণ, ইতিমধ্যে অনেকেই খেলার কুফল সম্পর্কে বুঝতে পেরেছেন। তবে আরো সচেতনতা সৃষ্টির দরকার আছে। অন্যান্য আন্দোলনের সাথে ‘খেলা’ নামক বিভ্রাটকেও বর্জন করতে ডাক দিতে হবে। ক্রিকেট-ফুটবলসহ সব ধরনের খেলা নিষিদ্ধ করতে হবে। আমি জানি, অনেকের খারাপ লাগতে পারে, তবুও বলবো- বাংলাদেশের নিকট ভবিষ্যতে খুব খারাপ সময় অপেক্ষা করতেছে। তাই খেলা ফেলে এখনও সময় আছে সচেতন হোন। রোহিঙ্গাদের মত নিঃস্ব হওয়ার আগে খেলা ফেলে বাস্তবে ফিরে আসুন। নয়ত পুরো জাতির ধ্বংস ছাড়া আর কিছু দেখতে পারবেন না।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment