রাশেদ আর নুরু সাধারণ ছাত্রদের প্রতিনিধি
নুরুর উপর আক্রমণ আর রাশেদকে গ্রেফতার করে আওয়ামী সরকার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করলো তারা সাধারণ জনগণের বিরুদ্ধে। সাধারণ জনগণকে পিষ্ট করে হলেও তাদের ক্ষমতা দরকার।
নুরুর উপর আক্রমণ আর রাশেদকে গ্রেফতার করে আওয়ামী সরকার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করলো তারা সাধারণ জনগণের বিরুদ্ধে। সাধারণ জনগণকে পিষ্ট করে হলেও তাদের ক্ষমতা দরকার।
ফ্রান্সে একটা আইন আছে, “নেপোলিয়ান বোনাপার্ট নামে কোন শুকরেরও নাম রাখা নিষেধ” (http://www.sharebazarnews.com/archives/15872)।
আমি যদি নাও পারি, তবু ভবিষ্যত প্রজন্মকে বলে যাচ্ছি, বাংলাদেশেও বর্তমান সরকার প্রধানের নাম নিয়েও যেন এমন একটা আইন পাশ করা হয়।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment