কয়েকদিন আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শেরপুরের গরিবদের মাঝে বস্ত্র বিতরণকালে কাপড় নিতে আসা বোরকায় মুখ ঢাকা এক নারীকে দেখে বলেছে, “‘আপনারা খুব পর্দানশিন, আমরাও বেহায়া বেশরম না। আপনি মুখ ঢাকতে হলে বাড়িতে গিয়ে ঢাকবেন। পাবলিক প্লেসে এলে মুখ খোলা রাখতে হবে। শেখ হাসিনা যে ড্রেস পরেন, উনি তো মুখ ঢাকেন না। উনার কি পর্দা হয় না? (http://archive.is/oYiHd)
এ বক্তব্য অনুসারে, মতিয়া চৌধুরী পর্দার পথিকৃৎ হিসেবে মানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার দৃষ্টিতে শেষ হাসিনা যতটুকু ‘পর্দা’ করেন সেটাই যথেষ্ট।
কথায় বলে, যেমন গুরু, তেমন তার শিষ্য।
কয়েকদিন আগে্ একটা ভিডিও চোখে পড়লো। শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে দেখা করতে গিয়ে গালে গাল লাগিয়ে চুমু খাচ্ছে। (https://youtu.be/50CB47oinxs)
এই হলো গুরুর পর্দা।
এই হলো গুরুর পর্দা।
এবার আসি শিষ্যের কথায়। মতিয়া চৌধুরীর মত প্রত্যেক রাজনৈতিক দলে কিছু নারী থাকে, যাদের বিভিন্ন রাজনৈতিক মিছিলে সামনে দেয়া হয় প্রতিপক্ষের পুরুষের সাথে ঠেলাঠেলি আর মারামারি করার জন্য। এতে সুবিধা, ঐ নারীটি পুরুষকে মারতে পারে, টানাটানি করতে পারে। কিন্তু প্রতিপক্ষের পুরুষটি ভুলেও ঐ নারী কর্মীকে কিছু করতে পারে না, করলেই নারী নির্যাতন, নারী হেনস্তা ইত্যাদি হয়ে যায়। কোন রাজনৈতিক মিছিলের সময় সময় সৌভাগ্যক্রমে যদি মতিয়ার মত শরমযুক্ত নারীদের গায়ে হাত লেগেই যায় কিংবা তাদের কাপড় ছিড়ে যায় তবে সেটার ছবি তুলে মিডিয়ায় ব্যাপক সাড়া পাওয়া সম্ভব। বলাবাহুল্য মতিয়া চৌধুরীর ব্লাউজ ছিড়ে অন্তর্বাস দৃশ্যমান করে রাস্তায় শুয়ে থাকা একটি ছবি তার দলীয় নেতাকর্মীরাই গৌরবের সহিত প্রচার করে থাকে।
গুরু শেখ হাসিনা যেমন পরপুরুষকে জড়িয়ে ধরে গালে গাল লাগিয়ে চুমু খেতে পারে, ঠিক তেমনি তার শিষ্য মতিয়া চৌধুরী ছেড়া ব্লাউজে অন্তর্বাস দৃশ্যমান করে হাজারো মানুষের সামনে শুয়ে থাকতে পারে। এটা তাদের জন্য সমস্যা নয়, বেহায়া, বেশরমও নয়, এটা আমাদের মানতেই হবে। কিন্তু মুসলিম নারীরা তো আর শেখ হাসিনা-মতিয়া চৌধুরীকে অনুসরণ করে পর্দা করে না। তারা পর্দা করে তাদের ধর্মীয় মত-পথ মেনে।
মতিয়া চৌধুরীদের বলবো, নিজেদের শরমযুক্ত পর্দা (!) সামনে এনে মুসলিম নারীদের পর্দার পথিকৃত হওয়ার চেষ্টা দয়া করে করবেন না।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment