লতিফ সিদ্দিকী হজ্জের বিরুদ্ধে বলায় মুসলমানদের মধ্যে আলেম সমাজ ঝাপায় পড়েছিলো। রাস্তায় নেমে আন্দোলন করেছিলো। যার ফলে পতন ঘটেছিলো লতিফ সিদ্দিকীর।
কিন্তু কয়েকদিন আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মুসলমান নারীদের বোরকা নিয়ে চরম কটূক্তি করলো (http://archive.is/oYiHd), আর মদের পক্ষে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিলর্জ্জ দালালি করলো। (https://goo.gl/GShqFZ)
কিন্তু তারপরও মুসলমানদের মধ্যে তেমন কোন প্রতিক্রিয়া দেখা গেলো না, কোন ইসলামী দল এর বিরুদ্ধে মাঠে নেমে প্রতিবাদ বিক্ষোভ করলো না।
এর কারণ কি ?
কারণ-
লতিফ সিদ্দিকীর সময় নির্বাচন ছিলো না, কিন্তু এখন সামনে নির্বাচন, তাই !
তারমানে সবাই নির্বাচন নিয়ে চিন্তিত।
সবাই কি আওয়ামীলীগের সাথে কোয়ালিশন করতে চায় ?
এ কারণেই মুখে কুলুপ এটে রাখা ?
ইসলামী দলগুলোর যদি এত করুণ অবস্থা হয়, তবে বাংলাদেশের মুসলমানরা কার দিকে তাকিয়ে থাকবে ?
আমি ইসলামী দলগুলোর প্রতি আহবান জানাবো,
নির্বাচন আর ক্ষমতার কথা বাদ দিয়ে ধর্মের প্রতি বেশি গুরুত্ব দিন। তাহলে আপনারা ধর্মীয় নেতা হিসেবে গ্রহণযোগ্যতা পাবেন।
নির্বাচন আর ক্ষমতার কথা বাদ দিয়ে ধর্মের প্রতি বেশি গুরুত্ব দিন। তাহলে আপনারা ধর্মীয় নেতা হিসেবে গ্রহণযোগ্যতা পাবেন।
মতিয়া চৌধুরী আর ইঞ্জিনিয়ার মোশারফের মন্ত্রীত্ব বাতিল আর ফাঁসির দাবিতে রাস্তায় নামুন।
বোরকা আর মদের মত স্পষ্ট বিষয় নিয়ে যদি কথা না বলতে পারেন, প্রতিবাদ করতে না পারেন, তবে ভবিষ্যতে কিছু নিয়েই কথা বলতে পারবেন না।
সাথে এটাও মনে রাখবেন, এসব বিষয় নিয়ে যদি প্রতিবাদ না করেন, তবে ভবিষ্যত সচেতন মুসলিম প্রজন্মের কাছে আপনারা গ্রহণযোগ্যতা হারাবেন। আপনাদেরকে কেউ ইসলামী নেতা ভাববে না, বিভিন্ন রাজনৈতিক দলের দালাল হিসেবেই ট্রিট করবে।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment