Sunday, July 1, 2018

যতদিন দেশ চালনা ক্ষমতা অশিক্ষিত-মূর্খ লোকের হাতে থাকবে, ততদিন দেশ উন্নতি করতে পারবে না।



একদিন একটা মসজিদের পাশ গিয়ে যাইতেছিলাম,
মসজিদের ভেতর উকি মেরে দেখি, মসজিদের ভেতর অনেক চেয়ার রাখা
আমি আগেও মসজিদের ভেতর দেখেছি, কিন্তু মসজিদের ভেতর কখন চেয়ার দেখি নাই
কিন্তু এখন এতগুলো চেয়ার দিয়ে মসজিদে কি করে ?

আমার পাশে থাকা এক মুসলিম বন্ধু বলে উঠলো, “মসজিদের ভেতর চেয়ারে দিয়ে মানুষ নামাজ পড়ে।”
আমি বললাম- “নামাজ পড়তে চেয়ারের দরকার হয়, আগে তো জানতাম না।”
তখন ঐ মুসলিম বন্ধু বললো. “অনেকে অসুস্থ থাকে, পায়ে সমস্যা, কোমরে সমস্যা। তারা চেয়ারে বসে নামাজ পড়ে।

আমি তখন ঐ বন্ধুকে প্রশ্ন বললাম, আচ্ছা, “যে লোকগুলো চেয়ারে বসে নামাজ পড়ে, তারা কি মসজিদে হুইল চেয়ার দিয়ে আসে ? নাকি হেটে হেটে আসে ?”
উত্তরে ঐ বন্ধু বললো- “তারা তো হেটে হেটে আসে।”
আমি তখন বললাম, “যে লোকটা এতদূর হেটে হেটে আসতে পারলো, তখন সমস্যা হলো না। কিন্তু মসজিদে ঢুকেই সমস্যা শুরু হলো, এটা কেমন কথা ?”
এত শত শত বছর তো চেয়ারের প্রয়োজন হয়নি, মুসল্লীও বেশি ছিলো।
কিন্তু এখন মুসল্লীও কমা শুরু করছে, আবার চেয়ারও বাড়ছে। তারমানে সমস্যাটা অন্যখানে।

কয়েকদিন আগে রোজার সময় অর্থমন্ত্রী বাজেট ঘোষণার সময় পানি খাওয়ার ঘটনা দেখলাম। অর্থমন্ত্রী ১ ঘন্টা যাবত বক্তৃতা দেয়ার সময় পানি খায়। তার দাবি, সে বৃদ্ধ হয়ে গেছে আর বক্তৃতাও লম্বা, তাই রোজা রাখতে পারছেন না। (https://bit.ly/2yMDwNH )
খুব ভালো কথা, একজন মানুষ অসুস্থ হতেই পারেন, পানিও খেতে পারেন। কিন্তু যিনি বয়সের ভারে অসুস্থ, তিনি কিভাবে পুরো জাতির ১ বছরের অর্থনীতির রূপরেখা তৈরীর দায়িত্ব নিতে পারেন ? তিনি কিভাবে পুরো জাতির অর্থমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন ? অনেক ছোট বাচ্চাকেও রোজা রাখতে দেখেছি। অর্থমন্ত্রীর যদি রোজা রাখার মত সামান্য শারীরিক সক্ষমতা না থাকে, তবে অথর্মন্ত্রীর মত এত বড় দায়িত্ব নেয়ার অধিকার তার অবশ্যই নেই। সে অর্থমন্ত্রী হওয়ার জন্যও অক্ষম। বিভিন্ন পদে চাকুরীতে নিয়োগ দেয়ার আগে মেডিকেল টেস্ট করায় শারীরিক সক্ষমতা যাচাই করে, অর্থমন্ত্রী পদে নিয়োগের ক্ষেত্রে শারীরিক যোগ্যতার সার্টিফিকেট কোথায় ?

ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম। কবিতার নাম ছিলো ‘মজার দেশ’।
কবিতার শুরুটা ছিলো এরকম-
“এক যে ছিলো মজার দেশ, সব রকমে ভালো , রাত্তিরেতে বেজায় রোদ ,দিনে চাঁদের আলো ”।
বাংলাদেশের অবস্থা হয়েছে সেই মজার দেশের মত। এই দেশে একজন সরকারী কর্মকর্তা বা কর্মচারিকে সব যোগ্যতা থাকার পরও ৫৯ বছর বয়সে বাধ্যতামূলক অবসর নিতে হয়, কিন্তু ৮৫ বছর বয়সেও শারীরিক ও মানসিক শক্তিছাড়াই মন্ত্রীত্ব করা যায়।

আমার অবাক লাগে যখন দেখি, এমপি পদে খেলোয়ার, গায়িকা, অভিনেতা, অভিনেত্রী রাখা হয়। এমপি অর্থ পার্লামেন্ট মেম্বার, যারা একটা দেশের জন্য আইন প্রনয়ন করবে। একজন গায়ক ভালো গাইতে পারে, অভিনেতা অভিনয় করতে পারে, কিন্তু আইন প্রণয়ন করবে কিভাবে সেটা আমার মাথায় আসে না।

আবার বাংলাদেশের সংবিধান অনুসারে, মন্ত্রীসভার ৯০% হতে হবে এমপিদের থেকে।
তাহলে এসব কোয়ালিটিহীন আবুল-ছাবুল এমপিদের থেকে সিংহভাগ মন্ত্রী হবে, যারা আমাদের দেশকে চালাবে। তাহলে দেশ আলোর পথ দেখবে কিভাবে ?
আমরা সারা দিন পড়ছি, শিক্ষা আলোর পথ দেখায়, কিন্তু দেশ যারা চালাচ্ছে তাদের শিক্ষা কোথায় ?
বিবেচনা করলে আমরা তো পুরো জাতি নিয়ে অন্ধকারে দিন কাটাচ্ছি।

এ দেশে:
ইংরেজী সাহিত্যে লেখাপড়া করে ১০ বছর অর্থমন্ত্রী থাকা যায়,
সার্টিফিকেটহীন মন্ত্রী হয়ে ১০ বছর শিক্ষামন্ত্রী হওয়া যায়, (https://bit.ly/2yQ7NLu)
মৃত্তিকা বিজ্ঞানে পড়ে বাণিজ্যমন্ত্রী হওয়া যায়।
পুরো একটা দেশ চালাতে যে টপ-এক্সপার্ট হওয়া দরকার সেটা যোগ্যতা তাদের কোথায় ?

কথায় বলে, মূর্খ বন্ধুর থেকে জ্ঞানী শত্রু নাকি ভালো।
এই কথার তত্ত্বকথা অনেক গভীরে। মূর্খকে হাজার ভালো বুঝালেও সে বুঝবে না, কারণ তার তো জ্ঞানই নেই। কিন্তু যার জ্ঞান আছে সে অবশ্যই ভালো-মন্দ বুঝতে সক্ষম।
আমরা দেশের ভালো চাই, ভালো হওয়ার জন্য অনেক উপদেশও দেই।
কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশ যারা চালায় তারাই মূর্খ । একজন মূর্খকে তার ভালো আপনি বুঝাবেন কিভাবে ? তাকে ভালো উপদেশ দিলেও তো সে তা খারাপ মনে করবে। মূর্খ নিজেই নিজের ভালো বুঝে না।

যতদিন দেশ চালনা ক্ষমতা অশিক্ষিত-মূর্খ লোকের হাতে থাকবে,
ততদিন দেশ উন্নতি করতে পারবে না।
তাই দেশ যে দলের হাতেই থাক, অন্তত মন্ত্রী পরিষদে সংশ্লিষ্ট এক্সপার্টদের আনা উচিত।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment