‘এনালিস্ট’ হতে হলে প্রথম যেটা দরকার, সেটা হলো বিশ্বক্ষমতা কিভাবে পরিচালিত হয়, তা সম্পর্কে ধারণা রাখা। কোন একটি রোগ কোন জীবাণুর কারণে হচ্ছে সেটা জানা যেমন জরুরী, ঠিক তেমনি কোন একটি ঘটনা কার দ্বারা হচ্ছে সেটা বোঝায়ও তেমনি জরুরী। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আমরা বুঝতে পারি কাজটা খারাপ, কিন্তু পেছন থেকে কাজটা কে করছে, তার গোড়া সম্পর্কে জানি না। আর যতদিন আমরা মূল গোড়া অনুসন্ধান না করতে পারবো, ততদিন ঐ কুচক্রীরা আড়াল থেকে কাজ করেই যাবে। তাই একটা ঘটনা ঘটলে কারা কাজটি করছি সে সম্পর্কে বাস্তব জ্ঞান থাকা জরুরী। অনেকে আন্দাজে কথা বলে, বিভিন্ন সিস্টেম দ্বারা প্রভাবিত হয়ে বক্তব্য দেয়। একজন এনালিস্ট কখনই সেটা করতে পারে না। একজন এনালিস্টের কাছে আবেগের কোন মূল্য নেই, রেফারেন্স তার সবচেয়ে বড় শক্তি।
অনেকে সামান্য কিছু জেনেই হয়ত কোন ঘটনা সম্পর্কে মন্তব্য করা শুরু করে। একটা বিষয় আপনাকে বুঝতে হবে, ইঞ্জিনিয়ার হতে গেলে ৪ বছরের বিএসসি কোর্স করতে হয়, ডাক্তার হতে গেলে ৫ বছরের এমবিবিএস কোর্স করতে হয়, কত রাতদিন পড়ালেখা করে তারা গ্রাজুয়েট হয়। অথচ একজন রিয়েল এনালিস্ট আন্তর্জাতিক বড় বড় রাজনৈতিক দল বা গোয়েন্দা সংস্থাগুলোর কেন্দ্রীয় সেলে নলেজ পাওয়ার হিসেবে বসে থাকে। তাহলে এ বিষয়ে তাকে কত নলেজ-স্কিল, কত বছর ধরে অর্জন করতে হয় এবং পরবর্তীতে তার ভ্যালু কতটা হয়, সেটা চিন্তার বিষয়।
এনালিস্ট হতে গেলে ধৈর্য ধারণ করা জরুরী, স্ট্যাডি করা জরুরী। অধৈর্য হয়ে এনালিস্ট হওয়া যায় না। জ্ঞান অর্জনের পর জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে আপনার সঠিক দিক নির্দেশনাই জানান দেবে আপনি একজন রিয়েল এনালিস্ট।
আমি আগেও বলেছি, এখনও বলছি, মুসলমানদের সঠিক নলেজের অভাব প্রচুর। মুসলমানরা নিজে অবস্থান থেকে চিন্তা করতে পারে না। এটা একটা বিরাট সমস্যা। ইহুদী-খ্রিস্টান বা আমেরিকা-রাশিয়ান এনালিস্টরা একটা চিন্তার সফটওয়্যার তৈরী করে দেয়, আর মুসলমানরা সেই সফটওয়্যার দিয়ে চিন্তা করে।আমি চাই মুসলমানদের মধ্যে একটা রিয়েল এনালিস্ট টিম থাকবে, যারা নিরপেক্ষভাবে চিন্তা করে, তার ফলাফলটা নিরেটভাবে শুধু দেশ ও জাতির কল্যাণে ব্যয় করবে।
ক্লাসের বিস্তারিত বিষয় রেডি করতে সময় লাগছে। আমি প্রস্তুতি নিচ্ছি, আপনারাও নিন।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment