ভারতের বহুল প্রচারিত ম্যাগাজিন ইন্ডিয়া টু’ডের প্রচ্ছদ
ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে বলা হচ্ছে: The Army is Broke
ভারতীয় সেনাবাহিনী ফকির হয়ে যাক সেটা সমস্যা নয়
(Broke, adjective = moneyless, poor),
সমস্যা হলো সেই ফকিরন্নি সেনাবাহিনীর সাথে সামরিক চূক্তি করতে যাচ্ছে বাংলাদেশ !
আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন ?
বঙ্গবন্ধু যদি এখন বেঁচে থাকতেন, তবে সিরাজ শিকদারকে ফাঁসি দেয়ার আগে নির্ঘাৎ তার কন্যা শেখ হাসিনাকে আগে ফাঁসি দিতেন। কারণ সিরাজ শিকদারের থেকে ঢের ক্ষতি করছে শেখ হাসিনা। তার পলিসিগুলো পুরোপুরি পিতা বঙ্গবন্ধু বিরোধী।
বঙ্গবন্ধু যেখানে বাংলাদেশে ভারতীয় সৈন্যের অস্তিত্ব পছন্দ করেননি,
সেখানে শেখ হাসিনা ভারতীয় সেনাকে বাংলাদেশীর উপর চাপিয়ে দেয়।
আমার এক ঘনিষ্ট বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা। তার সাথে কথা বলে জেনেছি, বাংলাদেশ সেনবাহিনীতে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট প্রবল। সম্ভবত এই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকেই খুব ভয় পায় ভারত। সেনাবাহিনীর এ সেন্টিমেন্টটাকে তারা প্রায় ‘জঙ্গী’ ট্যাগ দিয়ে খবর ছাপে। আপনাদের মনে থাকার কথা, “এসএসএফের সেনাসদস্যরা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে” এমন খবর ছাপতেও ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক কার্পণ্য করেনি।
তবে শুধু খবর ছেপেই তো পার পাওয়া যাবে না। তাই বাংলাদেশ সেনাবাহিনীর সেই সেন্টিমেন্ট দূর করতে তারা মরিয়া। এ জন্যই তারা বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর ইনফিলট্রেট করতে চায়। এবং সামরিক চূক্তির মাধ্যমে সেটা করা সহজ। বিভিন্ন চূক্তির কারণে মেলামেশা হবে, বিভিন্ন প্রলভনে ভেতরে তৈরী করবে তাদের এজেন্ট।
মনে রাখতে হবে,
বিজেপি সরকার আসার পর ভারত পুরোপুরি আমেরিকার ক্ষপ্পরে চলে গেছে।
আমেরিকা দিয়েছে ‘পিভট টু এশিয়া’ পলিসি, আর সেটা বাস্তবায়নে ভারত দিয়েছে ‘লুক ইস্ট পলিসি’।
দুই পলিসিতেই বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ।
এ অবস্থায় বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর যদি ‘এন্টি ভারত সেন্টিমেন্ট’ প্রবল হয় তবে ভারত-আমেরিকার কোন পলিসি ঠিক মত বাস্তবায়ন হবে না। তাই যে কোন উপায়ে সেই সেন্টিমেন্ট ভাঙ্গাতেই সামরিক সহযোগীতা চূক্তি।
ম্যাগাজিনের লিঙ্ক সম্ভবত ডিলিট করে দিছে, ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল টু্ইটারে এ ছবি সম্পর্কে বিবৃতি অাসছে। এ লিঙে্কে খবরের ভেতরে পাবেন https://bit.ly/2KFQKgr
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------


0 comments:
Post a Comment