এরদোগানের অনেক কথা আমার ভালো লাগে। কারণ এরদোগান এমন সব কথা বলে, যেগুলো ইহুদীবাদের মূলভিত্তিকে নড়বড়ে করে দেয়। বিশেষ করে সুদ হচ্ছে ইহুদীবাদী অর্থনীতির মূল ভিত্তি। মুসলমানরা যদি কখন চিন্তা করে, তারা ইহুদীদের খপ্পর থেকে বের হবে, তবে সর্বপ্রথম তাকে সুদ’কে বর্জন করতে হবে। মুসলমানরা যদি সুদ থেকে বের না হতে পারে, তবে কখনই ইহুদীদের খপ্পর থেকে বের হতে পারবে না।
বিষয়গুলো কিন্তু খুব সোজা। ইহুদীরা চায় পূজিপতি হতে। ওদের কথা হলো, সম্পদ শুধু ওদের কাছে থাকবে, আর বাকিরা হবে ফকির। এজন্যই সুদ।
সুদের মাধ্যমে দরিদ্র থেকে সম্পদ ধনীর (পূজিপতি) দিকে আসে
আর ইসলামী সিস্টেমে (জাকাতের মাধ্যমে) সম্পদ ধনী (পূজিপতি) থেকে দরিদ্রের দিকে আসে। অর্থাৎ সমাজে ভারসাম্য তৈরী হয়।
সুদের মাধ্যমে দরিদ্র থেকে সম্পদ ধনীর (পূজিপতি) দিকে আসে
আর ইসলামী সিস্টেমে (জাকাতের মাধ্যমে) সম্পদ ধনী (পূজিপতি) থেকে দরিদ্রের দিকে আসে। অর্থাৎ সমাজে ভারসাম্য তৈরী হয়।
সুদ হচ্ছে এক ধরনের লোভ, যার মাধ্যমে বিনিয়োগে নিরুৎসাহিত করে পূজিপতির কাছে সবাইকে অর্থ জমা রাখতে উৎসাহ দেয়া হয়। আর সেই অর্থ দিয়ে পূজিপতি একচেটিয়া ব্যবসা করে। তখন সমাজে একমাত্র উৎপাদক হয় পূজিপতিরা, ফলে সমাজে মনোপোলি বিজনেস বা কর্পোরেটোক্রেসির মত ইহুদীবাদী অর্থনীতির উদ্ভব ঘটে।
অপরদিকে ইসলাম সব সময় বিনিয়োগকে উৎসাহিত করে। ঋণ দিলে যেহেতু সুদ নেই, তাই মানুষ বিনিয়োগে বেশি আগ্রহী হবে। ফলে উৎপাদকের সংখ্যা বেড়ে যায়, আর উৎপাদক বেড়ে গেলে দ্রব্যমূল্যসহ সকল জীবন ব্যয় কমে যায়, মানুষ স্বাচ্ছন্দে থাকতে পারে।
আমি আগেও স্ট্যাটাসে বলেছি,
মুসলমানরা এখন ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু জাতিগত স্বার্থকে গুরুত্ব দেয় না।
সুদ হচ্ছে ঠিক সেকরম একটি জিনিস।
এটা দিয়ে ব্যক্তিগতভাবে হয়ত দৃশ্যত লাভবান হওয়া যায়,
কিন্তু জাতিগতভাবে পতন ঘটে।
অপরদিকে জাকাতের মাধ্যমে ব্যক্তিগতভাবে কিছুটা ব্যয় দেখা যায়, কিন্তু জাতিগত লাভবান হওয়া যায়। ফলে পুরো জাতির উত্থান ঘটে।
মুসলমানরা এখন ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দেয়, কিন্তু জাতিগত স্বার্থকে গুরুত্ব দেয় না।
সুদ হচ্ছে ঠিক সেকরম একটি জিনিস।
এটা দিয়ে ব্যক্তিগতভাবে হয়ত দৃশ্যত লাভবান হওয়া যায়,
কিন্তু জাতিগতভাবে পতন ঘটে।
অপরদিকে জাকাতের মাধ্যমে ব্যক্তিগতভাবে কিছুটা ব্যয় দেখা যায়, কিন্তু জাতিগত লাভবান হওয়া যায়। ফলে পুরো জাতির উত্থান ঘটে।
তাই শুধু এরদোগান নয়, পুরো মুসলিমবিশ্বেরই সুদের বিরুদ্ধে একতাবদ্ধ হওয়া উচিত।
ইহুদীবাদী সিস্টেমকে ছুড়ে ফেলতে হলে, আগে সুদকে ছুড়ে ফেলার বিকল্প নেই।
ইহুদীবাদী সিস্টেমকে ছুড়ে ফেলতে হলে, আগে সুদকে ছুড়ে ফেলার বিকল্প নেই।
এরদোগানের বক্তব্যের রেফারেন্স : https://bit.ly/2L6TG6D
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment