Thursday, May 10, 2018

বাংলাদেশের মানুষের খাবার পানিকে ইহুদীবাদী কর্পোরেটদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র


গত ৩০শে এপ্রিল, ২০১৮ সালের বিডিনিউজের খবর। পুরোটা খবর পড়বেন। 
খবরের অর্ধেক পড়ে মনে হবে, দেশের মানুষকে বিশুদ্ধ পানি খাওয়ানেই মনে হয় বিডিনিউজ২৪ এর উদ্দেশ্য। কিন্তু পুরো খবরটা শেষ হলে বুঝবেন, আসলে এটা ইউনিলিভারের ‘পিউরইট’ ফিল্টারের বিজ্ঞাপন, তবে নিউজটা করা হয়েছে কৌশলে। (https://bit.ly/2wuEqgH)

আমি আপনাদের অনেক আগেই বলেছি, বাংলাদেশের যারা ‘বিশুদ্ধ পানি’, ‘বিশুদ্ধ পানি’ করে রব তুলছে, এদের আসল উদ্দেশ্য জনগণকে বিশুদ্ধ পানি খাওয়ানো নয়, বরং বাংলাদেশের মানুষের খাবার পানিকে ইহুদীবাদী কর্পোরেটদের হাতে তুলে দেয়া। এজন্য তারা লোকাল সিস্টেমগুলোর (যেমন: জারে ভরে পানি বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার) বিরুদ্ধে বলবে এবং নিজেদের সিস্টেমের সুনাম করবে। এরপর তারা যা খাওয়াবে সেটাই আমাদের খেতে হবে, কিন্তু মাঝখান দিয়ে প্রত্যেক জনগণকে নিজ দেশের পানি খেতে ইহুদীবাদী কর্পোরেটদের একটা বখরা দিতে হবে, যে পলিসি নাম - কর্পোরেটোক্রেসি ।
আমি কিন্তু এও বলেছিলাম, এই সব পলিসিগুলো জাতিসংঘ তথা ইহুদীসংঘের ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ নামক ১৭টি মাস্টারপ্ল্যানের মধ্যে পড়ে, সেই চূক্তিতে ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করে এসেছে, যার মধ্যে ৬ নম্বর হচ্ছে খাবার পানি। (https://bit.ly/2GT4xiP)

ইহুদীবাদী কোম্পানি ইউনিলিভার চায়, বাংলাদেশের মানুষের পানির নিয়ন্ত্রণটা নিজ হাতে নিতে। এজন্য তারা ইহুদীসংঘ বা জাতিসংঘের ইউএনডিপির সাথে চূক্তিও সেড়ে ফেলেছে। বিডিনিউজের খবরের ভেতরে :
“টেকসই উন্নয়নের এই লক্ষ্য ‘সবার জন্য নিরাপদ পানি’ নিশ্চিতের উদ্যোগে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইউনিলিভার বাংলাদেশ। এসডিজি অর্জনে ইউএনডিপির সঙ্গে ইউনিলিভারের চুক্তি হওয়ার কথা জানিয়ে প্রতিষ্ঠানটি বিপণন প্রধান তানজিন ফেরদৌস বলেন, “আমরা চিন্তা করছি, ইউএনডিপিসহ বাংলাদেশে যারা আছে, পৃথিবীর যারা বাংলাদেশে কাজ করতে চান, এজেন্সি, ডোনার, প্রাইভেট সেক্টর সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। সেটা আমরা এখন তৈরি করছি।” তানজিন ফেরদৌস বলেন, “আমরা চাই সারা বাংলাদেশের সবাই যেন সাধ্যের মধ্যে নিরাপদ পানি পান করতে পারে। আমরা সরকারের কাছেও যাব, কীভাবে সরকার এই লক্ষ্য অর্জন করতে পারে সে বিষয়ে পাশে থাকার জন্য।” (https://bit.ly/2wuEqgH)

ইউনিলিভার পানি পরিশোধনে যে প্রযুক্তি এনেছে তা ‘পিউর-ইট’ নামক একটি ফিল্টারের মাধ্যম দিয়ে ইতিমধ্যে তারা বাজারে ছেড়েছে। এটাকেই তারা অনেক উন্নত বলে প্রচার করছে এবং সব সিস্টেম বন্ধ করে এটা দিয়ে নিয়ন্ত্রণ নিতে চাইছে। আমি ব্যক্তিগতভাবে অনেক আগে ওদের এই পিউর-ইট ফিল্টার একটা কিনেছিলাম। কেনার পর আমার মনে হয়েছে, পুরা টাকাটাই ফেলা। পুরাই ফালতু ও লো-কোয়ালিটি। একবার জনগণকে গেলাতে পারলে ফালতু মালটা ঠিক করার নাম দিয়ে বার বার টাকা নেয় তারা। এটা ব্যবহারের পর বাসায় পেটের অসুখ অনেকে বেড়ে গিয়েছিলো।

এটার মধ্যে সমস্যা শুধু যে আমার তা নয়। বরং গ্রাহকদের সাথে পিউট-ইট নামক ফিল্টার দিয়ে যে প্রতারণা করা হচ্ছে সেটা নিয়ে শেয়ারবিজ নামক একটি পত্রিকা দুটি রিপোর্ট করে-

১) গ্রাহককে ঠকাচ্ছে ইউনিলিভার : পিউরইটের মান নিয়ে প্রশ্ন -https://bit.ly/2rzimMV
২) ইউনিলিভারের পিউরইটে তেলাপোকা -https://bit.ly/2jMjWqv

আমি আগেই আপনাদের বলেছি, সম্রাজ্যবাদী তথা ইহুদীবাদীদের একটি বিশেষ স্বভাব হচ্ছে, তারা জনগণের কোন একটি সমস্যা নিয়ে খুব লাফালাফি করবে অথবা নিজেরাই খুচিয়ে কোন সমস্যাকে হাইলাইট করবে, কিন্তু এর পেছনে তাদের উদ্দেশ্য ঐ সমস্যার সমাধান করা নয় বরং নিজেদের মতবাদ/পন্য বিক্রয় করা। যেমন তারা ধর্ষণ নিলে লাফায়, কিন্তু তাদের আসল উদ্দেশ্য ধর্ষণ বন্ধ নয়, বরং নারীরা যেমন খুশি তেমন পোষাক পড়বে সেটা চালু করা।

ইতিমধ্যে কৃষিকে জিএমও’র মাধ্যমে বিদেশী কর্পোরেটদের হাতে তুলে দেয়ার জন্য চুক্তি করেছে কৃষিমন্ত্রনালয়। এখন যেন নতুন খাবার পানিকেও যেন ইহুদীবাদী কর্পোরেটদের হাতে তুলে না দেয়, সেজন্য জনগণকে আগে থেকেই সচেতন ও সোচ্চার হতে হবে।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment