আমার কথা হলো, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চাকুরী দিয়ে আগাতে হবে কেন ? তাকে অন্য কোনভাবে সাহায্য করুন।
আপনি যখন নিজের কোম্পানিতে চাকুরী দেন, তখন কি মেধাবী রেখে অনুপযুক্ত লোককে চাকুরী দেন ?
তখন তো ভাবেন, সবচেয়ে যোগ্যতাবান লোকটা আসুক, তাহলে আমার লাভ হবে।
এর জন্য দশবার ইন্টারভিউ নেন, মেধা, যোগ্যতা যাচাই করেন।
তখন কেন অনুপযুক্ত বা প্রতিবন্ধী লোককে চাকুরী দেন না?
আপনি নিজের জন্য যেটা পছন্দ করছেন না, সেটা কেন দেশের জন্য পছন্দ করেন ?
তারমানে দেশ ডুবুক, তাতে আমার কি ? আমার কোম্পানি তো ভালো আছে, তাহলেই হবে।
তখন তো ভাবেন, সবচেয়ে যোগ্যতাবান লোকটা আসুক, তাহলে আমার লাভ হবে।
এর জন্য দশবার ইন্টারভিউ নেন, মেধা, যোগ্যতা যাচাই করেন।
তখন কেন অনুপযুক্ত বা প্রতিবন্ধী লোককে চাকুরী দেন না?
আপনি নিজের জন্য যেটা পছন্দ করছেন না, সেটা কেন দেশের জন্য পছন্দ করেন ?
তারমানে দেশ ডুবুক, তাতে আমার কি ? আমার কোম্পানি তো ভালো আছে, তাহলেই হবে।
আসলে, এ ধরনের চিন্তাধারা আমাদেরকে খেয়ে ফেলছে। আমি আগেও বলেছি, মুসলমানদের পতনের মূল কারণ মুসলমানরা জাতিগত স্বার্থগুলো বাদ দিয়ে ব্যক্তি স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছে। এ কারণে হয়ত কিছু লোক সম্পদের মালিক হয়েছে, জাতিগতভাবে মুসলমানরা পরাধীন হয়ে গেছে, তাদেরকে এখন বিভিন্ন দেশ থেকে মাইর দিয়ে বের করে দেয়া হয়।
আমার কথা হলো, পার্বত্য এলাকায়, উপজাতিরা ভিন্ন রাষ্ট্র তৈরীর চেষ্টা করছে এটা তো ওপেন সিক্রেট।
বাংলাদেশের সেনাপ্রধান যখন ঐ এলাকায় সেনাসদস্যের উদ্দেশ্যে কোন বক্তব্য দেয়, তখন স্পষ্ট করে বলে, “উপজাতিরা পূর্ব তীমুর বা দক্ষিণ সুদানের মত দেশকে বিছিন্ন করতে চাইছে, আমাদেরকে সেটা রক্ষা করতে হবে।” বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর টনকে টন ওজনের ফাইল আছে, উপজাতিদের রাষ্ট্রদ্রোহী কার্যক্রম নিয়ে। কিন্তু তারপরও কেন তাদের কোটা দিয়ে সুযোগ দেয়া হবে ? বিশেষ ব্যবস্থা দিয়ে সুযোগ দেয়া হবে ? এটা তো জাতির সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করা। কোন স্ট্যাফ যদি আপনার কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন তাকে কি প্রমশন দিয়ে উপরের পদে নিয়োগ দেন ?
বাংলাদেশের সেনাপ্রধান যখন ঐ এলাকায় সেনাসদস্যের উদ্দেশ্যে কোন বক্তব্য দেয়, তখন স্পষ্ট করে বলে, “উপজাতিরা পূর্ব তীমুর বা দক্ষিণ সুদানের মত দেশকে বিছিন্ন করতে চাইছে, আমাদেরকে সেটা রক্ষা করতে হবে।” বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর টনকে টন ওজনের ফাইল আছে, উপজাতিদের রাষ্ট্রদ্রোহী কার্যক্রম নিয়ে। কিন্তু তারপরও কেন তাদের কোটা দিয়ে সুযোগ দেয়া হবে ? বিশেষ ব্যবস্থা দিয়ে সুযোগ দেয়া হবে ? এটা তো জাতির সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করা। কোন স্ট্যাফ যদি আপনার কোম্পানির বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তখন তাকে কি প্রমশন দিয়ে উপরের পদে নিয়োগ দেন ?
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি ক্লাইভ বলেছিলো, “পলাশীর প্রান্তরে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাব বাহিনীর মধ্যে যুদ্ধ চলছে, তখন দুইপ্রান্তে অসংখ্য বাঙালী জনগণ ভীড় করেছিলো যুদ্ধ দেখার জন্য। আমরা ভেবেছিলাম, ভীড় করা জনগণ যদি একটা করে ইটের ঢেলা ছুড়তো তবে আমরা পিষ্ট হয়ে যেতাম। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, উপস্থিত বাঙালীরা শুধু হা করে তামাসা দেখলো, কিন্তু নবাবের পক্ষে বা আমাদের বিরুদ্ধে কোন অবস্থান নিলো না।”
পাঠক ! ঐ সময় বাঙালীদের নির্লিপ্ত থাকা আমাদের ২০০ বছরের পরাধীনতার শিকলে আবদ্ধ করেছে। এখনও মন-মগজে আমাদের ব্রিটিশ গোলামি রয়ে গেছে।
আজকেও কিন্তু একই অবস্থা। বিদেশী ইন্ধনে বিভিন্ন দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণ একেবারে নির্লিপ্ত। পলাশী প্রান্তরের মত তারাও সব কিছু দেখছে-শুনছে, কিন্তু দেশের জন্য কিছুই যেন বলার নেই। তিন পার্বত্য এলাকা দেশ থেকে ভাগ হয়ে গেলে যাক, তাতে আমার ক্ষতি কি ? আমার ক্যারিয়ার/লাইফ তো ঠিক আছে, তাহলেই হবে। অথচ বেকুব গুলো বুঝতেছে না, ফেনী নদী থেকে চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলার মধ্যে রয়েছে বিপুল সম্পদ, রয়েছে সমুদ্র সম্পদ। অবশ্যই এ সব সম্পদ সঠিক ব্যবহার করলে বাংলাদেশ একসময় পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারবে। আর সেই সম্পদের লোভে সম্রাজ্যবাদীদের এত প্ল্যান ও কার্যক্রম। কিন্তু চুলকানি কি আর এত সহজে গন্ডারের ভেতরে পৌছায় ?
আজকেও কিন্তু একই অবস্থা। বিদেশী ইন্ধনে বিভিন্ন দেশবিরোধী ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণ একেবারে নির্লিপ্ত। পলাশী প্রান্তরের মত তারাও সব কিছু দেখছে-শুনছে, কিন্তু দেশের জন্য কিছুই যেন বলার নেই। তিন পার্বত্য এলাকা দেশ থেকে ভাগ হয়ে গেলে যাক, তাতে আমার ক্ষতি কি ? আমার ক্যারিয়ার/লাইফ তো ঠিক আছে, তাহলেই হবে। অথচ বেকুব গুলো বুঝতেছে না, ফেনী নদী থেকে চট্টগ্রামসহ তিন পার্বত্য জেলার মধ্যে রয়েছে বিপুল সম্পদ, রয়েছে সমুদ্র সম্পদ। অবশ্যই এ সব সম্পদ সঠিক ব্যবহার করলে বাংলাদেশ একসময় পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারবে। আর সেই সম্পদের লোভে সম্রাজ্যবাদীদের এত প্ল্যান ও কার্যক্রম। কিন্তু চুলকানি কি আর এত সহজে গন্ডারের ভেতরে পৌছায় ?
ফেনী পর্যন্ত দখল করার প্ল্যান নিয়ে আরো কয়েকটি লেখা:
১) https://bit.ly/2qWAFuz
২) https://bit.ly/2hHW2ek
৩) https://bit.ly/2hEdmRq
১) https://bit.ly/2qWAFuz
২) https://bit.ly/2hHW2ek
৩) https://bit.ly/2hEdmRq
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------

0 comments:
Post a Comment