Wednesday, May 9, 2018

কে কত বড় ভিনদেশী পতাকা ওড়াতে পারে তা নিয়ে প্রতিযোগীতায় মত্ত হয়ে গেছে বাংলাদেশের যুব সমাজ !


খেলা শব্দটা বিশেষ্য বা Noun
খেলা’র বিশেষন বা adjective হয় ‘খেলো’।
অভিধান খুলে দেখবেন, খেলো শব্দের অর্থ: নিকৃষ্ট; হীন; নীচ; অপদস্থ ইত্যাদি
কিন্তু দুঃখের বিষয়, আজকে অধিকাংশ মানুষ সেই ‘খেলো’ বিষয় নিয়েই ব্যস্ত।

ছবিতে দেখুন, একজন আর্জেন্টিনা’র পতাকা বুকে ছড়িয়ে ছবি তুলেছে । ঘোষণা দিচ্ছে এই পতাকা খুব শিঘ্রই সে আকাশে উড়াবে। শুধু তাই নয়, সে একটা শ্লোগানও রেডি করেছে, “হৃদয়ে বাংলাদেশ, ময়দানে আর্জেন্টিনা”।

আহহা ! কি অপূর্ব শ্লোগান।
বাংলাদেশের যুবক সমাজ কত সুন্দর ‘খেলো’ কাজে মত্ত হয়ে গেছে।
ময়দানের যুদ্ধের স্বাদ সে আর্জেন্টিনাকে দিয়ে মিটাচ্ছে,
বলে লাথ্থি দেয়ার মত খেলো কাজকে সে যুদ্ধের সাথে তুলনা করছে।
কে কত বড় ভিনদেশী পতাকা ওড়াতে পারে তা নিয়েই প্রতিযোগীতা করছে।
এমন যুবক সমাজই তো চায় সম্রাজ্যবাদীরা।

কবি হেলাল হাফিজ,
“এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”- কবিতাটা দয়া করে নুতন করে লিখুন,
“এখন যৌবন যার খেলো’তে মত্ত হওয়ার তার শ্রেষ্ঠ সময়”।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment