আওয়ামীলীগের আশঙ্কা কোটা বিরোধী আন্দোলনের পেছনে রয়েছে সম্রাজ্যবাদী ‘সিআইএ’।
সিআইএ কোটা আন্দোলন দিয়ে আওয়ামীলীগকে ফাঁদ পেতেছে,
এবার আওয়ামীলীগও ফাঁদ পাতলো সব কোটা তুলে দেয়ার কথা বলে।
কারণ আওয়ামীলীগ জানে, সিআইএ সব বিষয়ে সবঝোতা করলেও নারী কোটা ও উপজাতি কোটা নিয়ে সমঝোতা করবে না।
তাই প্রধানমন্ত্রীর প্রেস সচিব আশরাফুল খোকন ফেসবুকে স্ট্যাটাসই দিয়ে ফেলেছেন-
“অপেক্ষায় আছি এই মেধাবীরাই কখন এসে বলে আমাদের কোটা ফিরিয়ে দাও ....”
কারণ তিনি জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সব কোটা বাতিল করার ঘোষনা দেবেন, তখন ঐ সিআইএপন্থীরা আন্দোলনরত ছাত্রদের মুখ দিয়ে বলাবে আমাদের ১০% কোটা চাই (সেটা সম্ভবত নারী কোটা ও উপজাতি কোটা হতে পারে)। তারমানে সেই কোটারে দাবি নিয়েই ছাত্রদের পাঠানো হবে।
আমি আমার ফেসবুক পোস্টে অনেক আগে থেকেই বলছি- আমেরিকা ও আওয়ামী সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছে। আজকের পরিস্থিতিতে সেই দ্বন্দ্বইটা স্পষ্ট হলো।
আমি ছাত্রদের বলবো- দুই দলের মাঝখান দিয়ে আপনারা বেড়িয়ে যান। কারো ফাঁদে পা দেবেন না। কোটা তুলে দেয়ার শেখ হাসিনার বক্তব্যকে স্বাগত জানান এবং দাবি জানান-
১) আন্দোলন যেহেতু স্বীকৃতি দেয়া হয়েছে, তাই আন্দোলনরতদের দোষ ত্রুটিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আন্দোলনরতদের গ্রেফতার বা হেনস্থা করা যাবে না।
২) যতদ্রুত সম্ভব গেজেট প্রকাশ করতে হবে, সর্ব প্রকার কোটা পদ্ধতি বাতিল হলো।
৩) সংবিধানের কোন কোন ধারাতে যদি সমস্যা বলে মনে হয়, তবে সেই ধারাগুলো সংশোধন করার দাবি জানান।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment