কোটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চূড়ান্ত স্পষ্ট নয়। ক্ষোভের সংমিশ্রণ লক্ষ্যনীয়। তাই এটাকে চূড়ান্ত মনে করা ঠিক হবে না। আন্দোলন অব্যাহত রেখে শেখ হাসিনার বক্তব্য লিখিত আইনে রুপান্তর করার দাবি তোলা উচিত।
কোটা পদ্ধতি সম্পূর্ণ তুলে দেয়া উচিত। ১০% রাখা ভুল হবে। ইতিমধ্যে মার্কিনপন্থী মিডিয়াগুলো (প্রথম আলো, বিবিসি বাংলাট্রিবিউন) উপজাতি কোটার পক্ষে চিল্লাচিল্লি শুরু করে দিছে। উপজাতি আর নারী কোটার পক্ষে বলছে ছাত্ররা বিতর্কিত হয়ে যাবে, তারা কোটা বিরোধী আন্দোলন ভণ্ডুল হয়ে যাবে। ( এ সম্পর্কে আমার আগের পোস্ট: https://bit.ly/2v3Wygx,https://bit.ly/2v4RSXP)
তবে একটি গোষ্ঠী ছড়াচ্ছে “সংবিধানের ২৮ ও ২৯ অনুচ্ছেদ নাকি কোটা পদ্ধতি বাতিল সিদ্ধান্তের পরিপন্থী” । এটা ভুল কথা। অনেকটা গুজবের মত। আমি আমার পরিচিত কয়েকজন আইনজীবির সাথে কথা বলেছি। আপনারাও কথা বলতে পারেন। এই অনুচ্ছেদ দেখিয়ে কিছুই করা যাবে না।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment