বঙ্গবন্ধু উপজাতি নেতা মানবেন্দ্র লারমাকে বলেছিলেন- তোমরা বাঙালী হয়ে যাও।
উত্তরে সে অস্বীকৃত জানায়।
সরকারি হিসেবে যারা ১৯৯৭ সাল পর্যন্ত দেশদ্রোহী ছিলো ,
যাদের পাহারা দিতে এখনও বাংলাদেশের বিরাট সেনাবাহিনীকে অপচয় করতে হয় ,
তারা কিভাবে ৫% কোটা পায় ?
হিসেব করলে তো দাড়াচ্ছে, মুক্তিযোদ্ধা কোঠা ৩০% আর দেশদ্রোহী কোঠা ৫%।
উপজাতি দেশদ্রোহীদের কোটা দেয়া আর তাদের কথিত স্বাধীন জুম্মল্যান্ড প্রজেক্ট বাস্তবায়ন এগিয়ে নিয়ে যাওয়া একই কথা। এরা নিজ এলাকায় মেডিকেল কলেজ স্থাপনের বিরোধীতা করে, কিন্তু কোটা সুবিধা পেতে চায়, এটা মেনে নেয়া যায় না।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment