Wednesday, April 11, 2018

কোটা সংস্কারের আন্দোলনটা মূলত ডান ও বাম ছাত্রদের মিলিত আন্দোলন।

ইতিমধ্যে ফেসবুকে মঙ্গল শোভাযাত্রাকে উপলক্ষ করে উভয়পন্থী ছাত্ররাই দুইভাগ হয়ে গেছে।
একদল চাইছে আন্দোলনটাকে টেনে মঙ্গল শোভাযাত্রার সাথে মিলিয়ে দিতে,
আরেকদল চাইছে, ছাত্র নির্যাতনের প্রতিবাদ স্বরূপ মঙ্গল শোভাযাত্রাকে পরিহার করতে।
এটা অস্বীকার করার কোন উপায় নেই, এ আন্দোলন এত বিরাট আকার ধারণ করার মূল কারণ ডানপন্থী ছাত্রদের আধিক্য। কিন্তু বামরা যদি এ আন্দোলনের মাধ্যমে তাদের নিজস্ব চেতনা জাহির করতে চায়, তবে পুরো আন্দোলনটা কিন্তু নিরপেক্ষতা হারিয়ে বিতর্কিত হয়ে যাবে।
একইসাথে এই আন্দোলনটায় সাধারণ পাবলিকের সাপোর্ট আছে, কিন্তু সাধারণ পাবলিক ধর্মীয় কারণে মঙ্গল শোভাযাত্রাকে মোটেও পছন্দ করে না। তাই ‍গুটি কয়েক সংস্কৃতিবাদীর কথা শুনে মঙ্গল শোভাযাত্রার সাথে কোটা সংস্কার আন্দোলন মেলানো মানে একটা বিরাট অর্জনকে বোকার মত মাটি চাপা দেয়া।
তাই আমার মনে হয়, সবাই যদি মনে করে কোটা সংস্কারের আন্দোলন চলুক, তবে মঙ্গল শোভাযাত্রাকে কৌশলে এড়িয়ে যাওয়াই ভালো। এবং সেটাই বুদ্ধিমানের কাজ।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment