উপাধিদাতা আওয়ামী চাটুকার গোলাম সারওয়ারের পত্রিকা দৈনিক সমকাল।
তাদের দাবি- মঙ্গল শোভাযাত্রার মূর্তি-ফূর্তি নাকি ভাংচুর হয়েছে।
জানি না গোলাম সারওয়ারের উদ্দেশ্য কি ?
কিন্তু আন্দোলনরত ছাত্রদের দুইভাগে ভাগ করে তাদের শক্তি হ্রাস করাও উদ্দেশ্য থাকতে পারে।
তবে আমার কথা হলো মঙ্গল শোভাযাত্রার বয়স তো কম হলো না, ৩৩ বছর ধরে বহু খরচ করে মঙ্গল শোভাযাত্রা করা হয়েছে। কিন্তু কি মঙ্গল এনেছে এই মঙ্গল শোভাযাত্রা ? দেশে ৫ কোটি বেকারকে চাকুরী দিতে পেরেছে ? এখন যখন মেধাবীদের সুযোগ দিতে কোটা বিরোধী আন্দোলন বাড়ছে, তখন তাদের মঙ্গল শোভাযাত্রার কুড়কুড়ানি উঠছে !
একবার বলুন তো, মঙ্গল শোভাযাত্রা না করলে কি ক্ষতি হবে ?
কি লাভ, বড় বড় মূর্তি বানিয়ে অপচয় করার।এই টাকাগুলো গরীবদের মাছে বণ্টন করে দিলেও তো তাদের অভাব ঘুচে, দু’মুঠো খাবার পায়।
আমার মনে হয়, সাধারণ মানুষ এসব চেতনা ব্যবসার কাছে জিম্মি হয়ে যাচ্ছে। স্বাধীনতার চেতনা, সংস্কৃতির চেতনা, পহেলা বৈশাখের চেতনা, মঙ্গলপূজার চেতনা, ক্রিকেটীয় চেতনা, থার্কিফাস্টের চেতনা এরকম হাজারো চেতনা দিয়ে জনগণকে ভুলিয়ে রাখা হয়েছে, যেন জনগণকে তার অধিকার আদায়ে প্রতিবাদী হতে না পারে। আর এই সুযোগে জনগণের ন্যায্য অধিকার মেরে খাচ্ছে ক্ষমতাশালীরা। আসলে এগুলো চেতনা নয়, চেতনানাশক। হাসপাতালে চেতনানাশক দিয়ে যেমন রোগীর ব্যাথ্যা ভুলিয়ে রাখা হয়, ঠিক তেমনি এসব চেতনা-ফেতনা দিয়ে সাধারণ জনগণকে ভুলিয়ে রেখেছে উপরওয়ালারা। সময় এসেছে, এইসব চেতনা-ফেতনা ছুড়ে ফেলে ঐক্যবদ্ধ হওয়ার।
খবরের সূত্র: https://bit.ly/2GS9EyM
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment