Sunday, April 8, 2018

খবর ও মন্তব্য :

১) খবর :
লিভার চিকিৎসায় অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশের পিজি হাসপাতালের চিকিৎসকরা। লিভার ট্রান্সপ্ল্যানটেশন করতে বাংলাদেশীদের আর ভারতে গিয়ে ব্যয়বহুল চিকিৎসা করতে হবে না। বাংলাদেশে স্বল্পমূল্যে লিভারের চিকিৎসা করাতে পারবে। (https://bit.ly/2qdkys1)
মন্তব্য : এই আবিষ্কারকদের পুরষ্কৃত করা উচিত। সাথে একটি কথা বলতে চাই- এতদিন বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিলো এই পিজি হাসপাতাল (নতুন করে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে হয়েছে ও হচ্ছে)। সব মেডিকেল কলেজগুলোকে উন্নত করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা গেলে চিকিৎসা সেক্টরে গবেষণা বাড়বে, ফলে বাংলাদেশে বসে স্বল্পমূলে উন্নত চিকিৎসা পেতে পারবে জনগণ, বাংলাদেশের জনগণকে আর বিদেশ যেতে হবে না।
২) খবর:
জঙ্গিদের ওপর দায় পড়বে, ভেবেই এ্যাড রথিশ ভৌমিককে হত্যা : স্ত্রী দীপা ভৌমিক
(https://bit.ly/2qfnzbd)
মন্তব্য : আপনারাই বুঝুন। এই কথাটা আপনাদের অনেক দিন ধরে বলেছি, কেউ হয়ত বিশ্বাস করেছেন, কেউ করেননি। হিন্দুরা নিজেরাই নিজেদের মূর্তি ভাঙ্গে, মানুষ মারে, আর দোষ দেয় মুসলমানের।
৩) খবর :
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ। (https://bit.ly/2GG532K)
মন্তব্য : মনে করে দেখুন তো, আজ থেকে ১০ মাস আগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহকে নিয়ে কোন স্ট্যাটাস দিয়েছিলাম কি না ? বলেছিলাম: নাজমুল আহসান কলিমউল্লাহ সাধারণ কোন ব্যক্তি নয়, সে বাংলাদেশে ইসরাইলের অন্যতম এজেন্ট। সে ইসরাইলি পত্রিকায় ইসরাইলের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করতে লেখালেখি করে। (https://bit.ly/2GIdoTz)
সেই ইসরাইলি লোকের বিশ্ববিদ্যালয়ে কথিত জঙ্গীবাদের উদ্ভভ হবে এটাই তো স্বাভাবিক। কারণ ইসরাইল নিজেই তো সব জঙ্গীবাদের জনক।
(৪) খবর :
সরকারের টাকায় মসজিদ বানাতে হবে এটা সংবিধানে নাই। সারা দেশে মডেল মসজিদ বানানোর সরকারি উদ্যোগ কেন নেয়া হয়েছে : হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অনুষ্ঠানে শাহরিয়ার কবির। (https://bit.ly/2qco3is)
মন্তব্য : প্রথম যে কথাটা বলতে হয়, সরকারি টাকায় মডেল মসজিদ হইতেছে না, হইতেছে সৌদি আরবের টাকায়।
-দ্বিতীয় কথাটা হইলো: সরকারের টাকা বলে কিছু আছে সেটা জানা ছিলো না। কারণ সরকার টাকা বানায়ও না, টাকা পাড়েও না। সরকার জনগণের থেকে ট্যাক্স নামক টাকা সংগ্রহ করে এবং সেই টাকা সংগ্রহণের উদ্দেশ্য একমাত্র জনগণের উন্নয়ন। অর্থাৎ ঐটাকা মোটেও সরকারি টাকা নয়, জনগণের টাকা। এখন কথা হলো, ৯৫% মুসলমান যে ট্যাক্স দেয় সে ট্যাক্সের টাকায় কি মুসলমানের অধিকার নাই ?
-তৃতীয়ত, শাহরিয়ারর কবিররা সারাদিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, কিন্তু হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের অনুষ্ঠানে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বলা কি সাম্প্রদায়িকতা নয় ?
-চতুর্থত, মুসলমানের ঘরে জন্ম নেয়া সত্ত্বেও শাহরিয়ার কবিরদের এত হিন্দু দরদ আর মুসলিম বিদ্বেষ কেন ?
ও মনে পড়েছে। সম্প্রতি রংপুরে হিন্দু এড. রথীশের কথা মনে পড়ে গেলো। রথীশের বউ দীপা নাকি নিয়মিত জাসদ নেতা কামরুল মাস্টারের বিছানায় যেতো। হিন্দুরা তাদের মেয়ে-বউকে কিছু নাস্তিকের বিছানায় পাঠায়, যার কারণে তারা মুসলমানদের বিরুদ্ধে বলে, হিন্দুদের পক্ষে বলে। আমি নিশ্চিত বুড়ো শাহরিয়ার কবিরের বিছানায় নিয়মিত কোন হিন্দু নারীর যাতায়াত। নয়ত হঠাৎ করে তার হিন্দু দরদ এত উথলে ওঠার কোন কারণ দেখি না।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment