কাউকে কাউকে দাবি করতে দেখলাম:
“আকবর হিজরী সন থেকে বাংলা সন চালু করায়, বাংলা সনের সাথে নাকি ইসলামী ঐতিহ্যের গভীর সম্পর্ক রয়েছে।”
যারা এ ধরনের উদ্ভট দাবি করছে, তারা আসলে এ সম্পর্কে স্ট্যাডি করে নাই। এ সম্পর্কে ইতহিাস বলছে:
'আকবর বাদশাহর রাজত্বকালে হিন্দু সম্প্রদায় বাদশাহের কাছে জ্ঞাপন করে, আমাদের ধর্মকর্ম সম্পর্কীয় অনুষ্ঠানে হিজরী সন ব্যবহার করতে ইচ্ছা করি না। আপনি আমাদের জন্য পৃথক সন নির্দিষ্ট করে দিন। আকবর হিন্দু প্রজার মনোরঞ্জনার্থে হিজরি সন থেকে এলাহি সন নামে একটি সনের প্রচলন করেন। যা আমাদের বঙ্গদেশের সন বলে চলে আসছে।[' সুত্রঃ বারভূঁইয়া, লেখক – আনন্দরায়।]
এখান থেকে দুটি বিষয় বের হয়ে আসে।
প্রথমত, কথিত বাংলা সনের উদ্ভব হিন্দু কর্তৃক হিজরী সনের বিরোধীতার মনমানসিকতা নিয়ে।
দ্বিতীয়ত, তঃক্ষণাত সনটি নাম ছিলো এলাহী সন, যা বাদশাহ আকবর কর্তৃক চালুকৃত ধর্ম দ্বীন-এ-এলাহী থেকে আগত।
এখন আপনারাই বিচার করুন, কথিত বাংলা সনের আগমন ইসলামী ঐতিহ্যের সাথে সম্পর্কিত নাকি ইসলাম বিরোধীতার সাথে সম্পর্কিত ?
আরেকজন লেখককে বলতে দেখলাম:
“আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদের গ্রহণ করতে হবে। আরবরের সংস্কৃতি আমাদের সংস্কৃতি না। “
স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, আপনি নিজস্ব সংস্কৃতি বলতে কত বছর আগের সংস্কৃতির কথা বলছেন ?
২০০, ৩০০, ৫০০ বছর আগের সংস্কৃতি কি আপনার সংস্কৃতি না ? ও বুঝেছি, ৮০০ বছর পূর্বে এ অঞ্চলে মুসলমানরা আসার আগের সংস্কৃতির কথা বলছেন ? মানে হিন্দু সংস্কৃতি ?
তাহলে তো আরবের সংস্কৃতিরও প্যাগান সংস্কৃতি । কারণ আরবে মুসলমানরা আসার আগে সেখানে মূর্তিপূজকরা ছিলো। তারা সূর্যের পূজা করতো। গ্রহ-নক্ষত্রের পূজা করতো। আপনি আজকে মঙ্গল পূজার সময় সূর্যের মূর্তি নিয়ে দৌড়ান, গানের মধ্যে বিশাখা দেবীর কাছে প্রার্থনা করেন, এগুলোতো আরবের প্রাচীন সংস্কৃতির অংশ বিশেষ ।
আসলে যারা এ ধরনের কথা বলে, তাদের কথার মধ্যেই দ্বিচারিতা থাকে। তারা এ অঞ্চলের সংস্কৃতি বলতে ৮০০ বছর আগে মুসলমানরা আসার আগের সংস্কৃতি বোঝায়। কিন্তু মুসলমান-খ্রিস্টান ও ইহুদীদের ধর্মবিশ্বাস অনুসারে সর্ব প্রথম মানব আদম এ অঞ্চলে আসেছিলেন। তাহলে তাদের হিসেবে সর্বপ্রথম মানবের সংস্কৃতি আগে গ্রহণ করা উচিত। আর সেই সংষ্কৃতি তো মূর্তি পূজা বিরোধী।
তাই যারা এ ধরনের কথা বলে, তাদের সময় নির্দ্দিষ্ট করে কথা বলা উচিত, কোন অঞ্চলে কোন সময়ের সংস্কৃতির তারা পক্ষে এবং কোন সময়ের বিপক্ষে।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment