Sunday, April 15, 2018

নগরপিতা নয়, নগরের জোকার সুইপার


অনেককে দেখি মেয়রকে নগরপিতা বলে ডাকে। কিন্তু আমার কাছে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনকে নগরের জোকার সুইপার বলে ডাকতে ইচ্ছা করে। বেচারা প্রতিবার এমন সব কাণ্ডকারখানা করে, না হেসে পারা যায় না। এ সুইপারের উদ্দেশ্য ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা না, ঢাকাবাসীর সাথে তামাসা করা।

ঢাকা পৃথিবীর অন্যতম জনবহুল নগরী। এই নগরের মেয়র পদে তাকে দেয়া নিজের যোগ্যতায় নয়, বাবার পরিচয়ে। হাজীসেলিমের হাত-পা বেন্ধে খোকনকে জোর করে আনছে শেখ হাসিনা। তাকে আনার কারণ শেখ হাসিনাই ভালো বলতে পারবেন, কিন্তু মেয়রের পদ পাইয়া সাঈদ খোকন এমন সব কাজ শুরু করছে যা দুঃখভারাক্রান্ত ঢাকাবাসী অন্তত কিছুটা হলেও বিনোদনের খোরাক দিতে পেরেছে।

২০১৬ সালে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাঈদ খোকন কর্মসূচি ঘোষণা করলো- “ক্লিন ঢাকা উইথ বলিউড কুইন ক্যারিনা কাপুর”। পরবর্তীতে অবশ্য ব্যাপক সমালোচনার মুখে সেই অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। (https://bit.ly/2EKdMix)

আমার কথা হলো, ভ্যালেন্টাইন ডে’তে একজন বিদেশী নায়িকা এনে কনসার্ট করিয়ে ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্নতার বুদ্ধি যে কতটা সিলি সেটা বোঝার ক্ষমতা সাঈদ খোকনের আছে বলে মনে হয় না। আর সেই লোককে নাকি বানানো হয়েছে রাজধানী মেয়র ?

এরপর ২০১৬ সালে পহেলা বৈশাখে চোখে গগলস লাগিয়ে পাগলের মত গান ‘তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই’। (https://bit.ly/2IYNbkz) এ ধরনের বৈশিষ্ট্য তো একজন দায়িত্বশীল মেয়রের হতে পারে না, পাড়ার উদভ্রান্ত মোজমাস্তি করার পোলাপাইনের বৈশিষ্ট্য তার মধ্যে বিদ্যমান।

কয়েকদিন আগে চিকুনগুনিয়া ছড়িয়ে পড়লে, ঘোষণা দিলেন, নর্দমায় এক্যুারিয়ামের গাপ্পি মাছ ছেড়ে চিকুনগুনিয়া দমন করা হবে। অথচ নর্দমার বিষাক্ত পানিতে এ্যাকুরিয়ামের আদুরে মাছ বাচবে কি না, সেটা নিয়ে তার কোন িচন্তা নাই। (https://bit.ly/2vfQz8D)

এরপর মশা বাড়তে থাকলে এক ধাপ এগিয়ে হঠাৎ ঘোষণা দিলেন, “কারো বাসায় এডিস মশার প্রজনন ক্ষেত্র পাওয়া গেলে জেল দেয়া হবে।” (https://bit.ly/2HABv7Y)

এসব কথা কি আদৌ মাথা থেকে আসে, নাকি গাজার টানে আসে সেটাই আমার মাথায় আসে না।

একবার বললেন- “শেখ হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র হলে ঢাকাকে অচল করে দেয়া হবে। “ (https://bit.ly/2qw8O50)

যেটাই হোক, একজন মেয়র কি তার শহরকে অচল করে দেয়ার হুমকি দিতে পারে ?

এবার ১৩ই এপ্রিল সিদ্ধান্ত নিলেন, ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তিনি বিশ্বরেকর্ড করবেন। এজন্য মুসলিম অধ্যুষিত ঢাকার জন্য তিনি বুদ্ধুর মত বেছে নিয়েছেন হিন্দুদের পূজার দিন চৈত্র সংক্রান্তিকে। খুব ভালো কথা। আমি তো ভেবেছিলাম পুরো ঢাকা শহর জুড়ে বুঝি এই পরিষ্কার-পরিচ্ছন্নতা চলবে। কিন্তু ম্যাপে পরিষ্কার-পরিচ্ছন্নতা এলাকা থেকে আমি টাস্কি খেলাম। ৩০-৪০ মিটার যায়গাকে তিনি প্রতিকী পরিষ্কার করেই তিনি গিনেস বুকে নাম লিখাবেন। অর্থাৎ পরিস্কারটা প্রতিকী কিন্তু উদ্দেশ্যটা গিসেন বুকে নাম লেখানো। মেয়রের পক্ষ থেকে ঢাকাবাসীর জন্য এর থেকে আর বড় তামাসা কি হতে পারে ? (https://bit.ly/2qxURmS) তার এ ঘোষণা শুনে একজন এক ফেসবুক পেইজে লিখেছে, ভাই পরিষ্কার করায় গিনেস বুকে নাম লেখাতে হবে না, আগে আপনার সিটি কর্পোরেশনের পেছনের ময়লাটা পরিষ্কার করুন।

আমি আগেই বলেছি, সমস্যা জর্জরিত ঢাকাবাসীকে সুখ-শান্তি না দিতে পারুক অন্তত বিনোদন দিতে কখনই কার্পণ্য করেনি নগরের জোকার সুইপার সাইদ খোকন। আসলে আওয়ামীলীগের আমলে সব জোকারদের কেন বেছে বেছে মন্ত্রী-মেয়র-এমপি এমনকি রাষ্ট্রপতি বানানো হয় তা আমি বুঝি না।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment