Sunday, April 15, 2018

বগুড়ায় বিবিয়ানার শাড়িতে ‘আল্লাহু’ লেখা কোন স্বাভাবিক বিষয় হতে পারে না


দেশী দশ’র এক অনুষ্ঠানে বিবিয়ানার মালিক ও ডিজাইনার লিপি খন্দকারের সাথে মার্কিন রাষ্ট্রদূতের ঘনিষ্টতা ছিলো চোখে পড়ার মত। আপনারা জানেন, গতকালকে থেকে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বগুড়ায় পহেলা বৈশাখের এক শাড়ির ভেতর ‘আল্লাহু’ লেখা পাওয়া গেছে। শাড়িটি দেশী দশ শোরুমের বিবিয়ানার শাড়ি। (https://bit.ly/2JCn6sw)


এটা চিরন্তন সত্য, বিশ্বব্যাপী আমেরিকা নিজেই সন্ত্রাসী তৈরী করে, আবার নিজেই সেটা দমন করার নামে মুসলমানদের ক্ষতি করে। বগুড়ায় বিবিয়ানার শাড়িতে ‘আল্লাহু’ লেখা কোন স্বাভাবিক বিষয় হতে পারে না। যারা এটা করেছে তারা বিশেষ উদ্দেশ্য নিয়েই কাজটা করেছে। কারণ তারা জানে, বর্তমান সময়ে মুসলমানরা পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রাকে ধর্মবিরোধী মনে করে আর আল্লাহু শব্দটাকে যদি মঙ্গল শোভাযাত্রার শাড়ির মধ্যে দেয়া যায়, তবে মুসলমানদের মধ্যে একটা তীব্র ক্ষোভের সৃষ্টি হবে, যা থেকে বিশেষ কোন ফায়দা লুটতে পারবে আমেরিকা।


নির্বাচনের আগে আমেরিকা বাংলাদেশে কোন অরাজকতা সৃষ্টি করতে চাইবে এটার সম্ভাবনা শতভাগ। লিপি খন্দকারের মাধ্যমে শাড়ির মধ্যে আল্লাহু লিখে সেই ধরনের কোন প্রজেক্ট আমেরিকা বাস্তবায়ন করতে চেয়েছিলো কি না, তা বাংলাদেশের গোয়েন্দাদের খতিয়ে দেয়া উচিত।





===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment