কোটা নিয়ে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক আন্দোলন করলো
মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে মাদ্রাসা ছাত্ররা কি একদিন প্রতিবাদ করতে পারবে না ?
শিক্ষামন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশের সকল মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রার আয়োজন করতে বলা হয়েছে। (https://bit.ly/2ISrAu6)
আমরা এতদিন দেখলাম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী কিভাবে শক্ত হয়ে কোটা পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন করলো। এবং আন্দোলনে দৃঢ় থেকে প্রধানমন্ত্রীর থেকে আশ্বাসও পেলো। অথচ তাদের এই আন্দোলন করতে অনেক হুমকি ধামকি সহ্য করতে হয়েছে, তাদের উপর গুলি চালানো হয়েছে, তাদের গ্রেফতার করা হয়েছে, মামলা দেয়া হয়েছে, এমনকি তাদের রাজাকার, স্বাধীনতাবিরোধী ট্যাগ দেয়া হয়েছে। কিন্তু তারা আন্দোলন থেকে কিছুতেই পিছু হটে নি।
মাদ্রাসা মুসলিম ধর্মীয় শিক্ষার স্থান। মুসলিম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সরকার কিভাবে হিন্দুদের ধর্মীয় অনুসঙ্গ বৈশাখী পূজা ও মঙ্গল শোভাযাত্রা করতে বলে ? এটা তো মাদ্রাসা ছাত্রদের আদর্শের বিরুদ্ধে। শুধু তাই নয়, বাংলাদেশের সংবিধানের ৪১ (২) অনুচ্ছেদ-এ আছে ‘কোনও শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানকারী কোনও ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাকে কোনও ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশ নিতে বা যোগদান করতে হবে না’ (https://bit.ly/2v6XsJq)
তারমানে মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা বা বৈশাখী পূজা পালন করা বাংলাদেশের সর্বোচ্চ আইন তথা সংবিধানবিরোধী। সুতরাং মাদ্রাসা ছাত্ররা যদি একযোগে পহেলা বৈশাখ বা মঙ্গল শোভাযাত্রা বয়কট করে তবে তারা কখনই আইন বিরুদ্ধ হবে না, বরং সরকার প্রেসার ক্রিয়েট করলে তা সংবিধানবিরোধী হবে।
সত্যিই বলতে এ ধরনের বয়কট বা বিরুদ্ধে আন্দোলনের জন্য দরকার সৎ সাহস। যেটা কোটা বিরোধীদের ছিলো। মাদ্রাসায় মঙ্গল শোভাযাত্রা বয়কট করার জন্য মাদ্রাসা ছাত্রদেরও সেই সৎ সাহস থাকা চাই। ভয়ে চুপসে গেলে হবে না। প্রয়োজনে প্রতিটি মাদ্রাসা গেটে পহেলা বৈশাখের দিন তালা ঝুলাতে হবে।
সবাই একযোগে পহেলা বৈশাখ বয়টক করতে বলুন। রাষ্ট্র কখন জোর করে এক ধর্মের মানুষকে অন্য ধর্মের সংস্কৃতি চাপিয়ে দিতে পারে না। এটা ব্যক্তি স্বাধীনতা তথা সংবিধান বিরোধী। আপনারা প্রত্যেকে প্রত্যেকের মাদ্রাসায় ছাত্রদের মাঝে এ তথ্য পৌছে দিন। ফেসবুকে যোগাযোগ করুন। সবাইকে সবার ফেসবুক এক্যাউন্ট থেকে বলুন- “আমি পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা বয়টক করলাম” এ স্ট্যাটাস দিতে। সবাই সবার পরিচিতদের মধ্যে খবরটি ছড়িয়ে দিন।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment