Tuesday, April 17, 2018

বৈশাখী মেলায় অশ্লীল নৃত্য আর জুয়া : মেলার প্যান্ডেলে আগুন দিয়েছে পুলিশ-প্রশাসন


বৈশাখী মেলায় গ্রাম-গঞ্চে শুরু হয়েছে নগ্ন নৃত্য, জুয়া খেলা আর অশ্লীল যাত্রাপালা। কথিত দেশী সংস্কৃতির অজুহাত দিয়ে অবাধে একটি গোষ্ঠী এসব করে উঠতি বয়সে ছেলেপেলের থেকে টাকা কামাচ্ছে, বিনিময়ে ধ্বংস করছে সমাজের নৈতিকতা।
গত কয়েকদিন ধরে গাজীপুরের শ্রীপুরে বৈশাখী মেলায় অশ্লীলতা আর জুয়ার আসর চালাচ্ছিলো একটি গোষ্ঠী। এটা দেখে স্থানীয় জনগণ প্রতিবাদমূখর হয়ে উঠলে শ্রীপুর পুলিশ আর প্রশাসন মেলা বন্ধ করে মেলার প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয়।
(সূত্র: https://bit.ly/2IYSP61)


এদিকে, লক্ষীপুর জেলার সদরেও বৈশাখের নামে নগ্ন নৃত্য আর জুয়ার আসর শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছে:
“মেলায় জাদু, পুতুল খেলার নামে টিকিট বিক্রি করে দর্শকদেরকে উপভোগ করানো হচ্ছে অশ্লীল নৃত্য। এ নৃত্য প্রদর্শন করছে যুবতি মেয়েরা। হিন্দি সিনেমার নায়িকাদেরকে হার মানিয়ে খোলামেলা দৃশ্যে নৃত্য প্রদর্শণ করা হচ্ছে এ মঞ্চে। তরুণ, যুবক ও মধ্য বয়সীরা এ নৃত্য উপভোগ করতে গিয়েও অনেক সময় হট্টগোল করছে।..... প্রতক্ষ্যদর্শী বলেছে রাজনীতিক নেতারা ও চেয়ারম্যানের অনুমতি ছাড়া এ ধরনের মেলার আয়োজন সম্ভব নয় । (https://bit.ly/2IVYklS)
শুধু গাজীপুর বা লক্ষীপুর নয় –গত বছরের অনেকের ফেসবুক আইডি থেকে পাওয়া তথ্য মতে:
বরগুনা (https://bit.ly/2qCHild), ময়মনসিংহ (https://bit.ly/2HDjjKW), এবং নাটোরেও (https://bit.ly/2qCyaxg) বৈশাখী মেলায় অশ্লীল নৃত্য আর জুয়ার আসর বসছে।
এদিকে, লক্ষীপুরের রামগঞ্জে এ ধরনের একটি বৈশাখী মেলা বন্ধ করায় মসজিদের ইমাম হাফেজ জয়নাল আবেদীনের বিরুদ্ধে রিপোর্ট করেছে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪ ডট কম (https://goo.gl/729gPV)। পোর্টালটির দাবি করে, ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে কান্নাকাটি করে নাকি মসজিদের ইমাম সাহেব মেলাটি বন্ধ করেছে। জাগো নিউজের সাংবাদিক মেলা বন্ধ করায় ইমাম সাহেবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় আওয়ামী নেতাদের সাথে যোগাযোগ করে। (https://bit.ly/2IYUloJ)


অথচ লক্ষীপুরের রামগঞ্জে বৈশাখী মেলাকে ঘিরে যে অশ্লীল নৃত্য আর জুয়ার আসর বসে সেটা গত বছরের অনেকের ফেসবুক আইডি থেকে পাওয়া যায়:
আমার মনে হয়, অনলাইনে সবার উচিত হবে জাগোনিউজ২৪ এই প্রতিবেদনের (https://goo.gl/729gPV) বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা। এবং প্রত্যেক এলাকায় অশ্লীলতা বিস্তার করা এসব বৈশাখী মেলা বন্ধ করে দেয়া এবং গাজীপুর প্রশাসনের অনুকরণে প্যান্ডেলগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

1 comment: