বাংলাদেশ আওয়ামী সরকার গোল্ডেন রাইসসহ বিভিন্ন জিএমও ফুড বাংলাদেশে প্রবেশ করাতে যাচ্ছে। যারা জিএমও বিরোধী তাদেরকে এক বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী অজ্ঞান, বিজ্ঞানবিরোধী, ডাইনী ইত্যাদি শব্দ দ্বারা গালিগালাজ করেছে। (https://bit.ly/2JPexL4)
অথচ দেখুন ফিলিপাইনে গত ৪ঠা এপ্রিল ফিলিপাইনেও জিএমও গোল্ডেন রাইস নিয়ে পক্ষে বিপক্ষে মিটিং হয়। মুজিবুল মুনীর নামক একজন ফিলিপাইনের সেই মিটিং থেকে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন:
“ফিলিপাইনে গোল্ডেন রাইস যারা অনুমতি দিয়েছেন, সেসব সরকারি কর্মকর্তা একদিকে৷ টেবিলের অন্যদিকে যারা মনে করেন এই ধান অনুমোদন দেয়া ঠিক হচ্ছে না৷ বিতর্ক চলছে, শেষ পর্যন্ত সরকারি দফতরগুলো বললো, জনগণের স্বার্থে আমরা এটা আবার পরীক্ষা করে দেখবো! বিবদমান পক্ষগুলোর মধ্যে এধরণের উন্মুক্ত সংলাপ খুব কার্যকর হতে পারে৷” (https://bit.ly/2vqQaAq)
কত সুন্দর দুই দলের মধ্যে সমাঝোতা। আর বাংলাদেশের আওয়ামী সরকার আলোচনা করা তো দূরের কথা, তাদের কোন ডিসিশসের বিরুদ্ধে গেলেই সে গালাগালি শুরু করে। রাজাকার, স্বাধীনতাবিরোধী, একাত্তরের প্রেতাত্তা, জামাত শিবির, জঙ্গী, ডাইনী ইত্যাদি বলে ট্যাগ দেয়, হেনস্তা করার চেষ্টা করে। কতটা অসহিষ্ণু হলে এমনটা করা সম্ভব !
সরকারের সিদ্ধান্তের সাথে দ্বিমত কেউ হইতেই পারে। কারণ সরকার অবশ্যই ১০০% শুদ্ধ নয়, তার ভুল হতেই পারে। কিন্তু সেই ভুল ধরিয়ে দিলে গালাগালি করবে কেন ? ট্যাগ দিবে কেন ? জনগণের কি মত প্রকাশের কোন অধিকার নাই ? দেশের সবকিছু জনগণের । তাই জনগণের সাথে আলোচনা করে, ভালো-মন্দা বিচার করেই কাজ করতে হবে। দেশটা কারো বাবার দেশ না, আওয়ামীলীগ দেশটা কিনে নেয় নাই যে তারা যা খুশি তাই করবে।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment