Thursday, April 5, 2018

বর্তমানে পুরুষকে নানভাবে (অশ্লীল মুভি, পর্নোগ্রাফী) যৌন উন্মাদ বানিয়ে দেয়া হচ্ছে, এর ফলে ধর্ষিত হচ্ছে ৫ বছরের শিশু কিংবা হিজাব পরিহিতা নারী



“ধর্ষণের জন্য যদি পোষাকই দায়ী হতো, ৫ বছরের শিশু আর হিজাব পরিহিতা নারী কেন ধর্ষিত হলো?”
এর উত্তর আমি আগেই দিয়েছি, বলেছি- বর্তমানে পুরুষকে নানভাবে (অশ্লীল মুভি, পর্নোগ্রাফী) যৌন উন্মাদ বানিয়ে দেয়া হচ্ছে, আর সেই যৌন উন্মাদনার কারণেই সে সবকিছুকে সেক্স অবজেক্ট ভাবা শুরু করেছে, এবং যেখানে-সেখানে তার উন্মাদনা প্রশমনের চেষ্টা চালাচ্ছে। এবং সে কারণেই ধর্ষিত হচ্ছে ৫ বছরের শিশু কিংবা হিজাব পরিহিতা নারী।
ভারতীয় এই মুভির নাম ‘মাত্রুভূমি’। মুভিতে একটি দৃশ্যে দেখতে পাচ্ছেন, গ্রামের পুরুষরা সবাই টাকা দিয়ে এক রুমের ভেতর পর্নোগ্রাফী দেখছে। পর্নোগ্রাফি দেখার এক পর্যায়ে একটি ছেলের মাথায় আগুন উঠে যায়। কি করবে, বুঝে উঠতে পারছে না। সে যৌনউন্মাদ হয়ে রুম থেকে বেরিয়ে একটি গোয়াল ঘরের দিকে ছুটে যায়। চতুর্দিকে তাকিয়ে আটকে দেয় গোয়াল ঘরের দরজা। উন্মাদনা প্রশমন করতে একটি গরুকে ধর্ষণ করতে থাকে, নির্যাতিত গরুটি ব্যাথায় হাম্বা হাম্বা ডাক দিতে থাকে।
হিন্দু ধর্মে গরু নিঃসন্দেহে একটি পবিত্র জিনিস। কিন্তু পর্নোগ্রাফী দর্শণের পর অতিরিক্ত উত্তেজিত হয়ে গরুকেও ছাড়তে চাইছে না তারা। এ বিষয়টিকেই বলা হচ্ছে যৌন উন্মাদনা। এবং এই যৌন উন্মাদনার কারণেই বর্তমানে সমাজে নারী নির্যাতন, শিশু নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।
পুরো মুভিটি দেখতে: https://youtu.be/tH-VAhrABFU

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment