গত কয়েকবছর ধরে পহেলা বৈশাখের বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানটা ছিনতাই করতে চাইতেছে আওয়ামী লীগ। এজন্য রেজওয়ানা বন্যাকে দিয়ে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পৃথক অনুষ্ঠান করাইতেছে। এ বছর সেই অনুষ্ঠান যেন আরো বড় হয়, সে জন্য আগে থেকেই রেহানা ও পুতুল গিয়ে খোঁজ-খবর নিচ্ছে। (https://bit.ly/2q5uKTl)
মার্কিনপন্থীদের সাথে আওয়ামীলীগের লড়াইটা বেশ আগে থেকেই। তবে নির্বাচন যত কাছে আসবে, দ্বন্দ্বটা তত স্পষ্ট হবে। সেক্ষেত্রে উভয় পক্ষই উভয় পক্ষের থেকে সুযোগ নিতে চাইবে। আসছে পহেলা বৈশাখে আওয়ামীলীগ-মার্কিনপন্থীদের দ্বন্দ্বে তাই নতুন কিছু ঘটে কি না, সেটা এখন দেখার বিষয়।
আপনাদের মনে থাকার কথা, কিছুদিন আগে একুশের টিভির সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেবু স্ট্যাটাসে বলেছিলেন, গণজাগরণ মঞ্চের রাজীব হায়দার শোভন ওরফে থাবা বাবা মৃত্যুর একদিন আগেই একজন র্যাব কর্মকর্তা তাকে জানিয়েছিলেন, “আগামীকাল গণজাগরণ মঞ্চের একটা উইকেট পড়বে।” (https://bit.ly/2GAdqNs)
আবার কিছুদিন আগে মার্কিন কূটনীতিকের বাংলাদেশ সফরের মুহুর্তে মার্কিনপন্থী শিক্ষক জাফর ইকবালের উপর হামলা নিয়ে অনেকেই বলেছেন, সরকারই পরিস্থিতি ঘুড়িয়ে দিতে হামলার ঘটনা ঘটিয়েছে।
সেদিক থেকে ক্যালকুলেশন করলে,
আগামী পহেলা বৈশাখেও যে, রমনার বটমূল বা বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সাজানো বোমা হামলা হবে না, সেটা তো বলা যায় না। কারণ যে কোন গ্রুপ (আওয়ামীলীগ এবং মার্কিনপন্থী) ফলস ফ্ল্যাগ করে তার দিকে থেকে সুযোগ নিতে চাইবে। আর বলির পাঠা হবে সাধারণ জনগণ। আর ঘটনা শেষে অমুক-তমুক জঙ্গী সংগঠনের নাম দিলেই তো হলো, কে খোঁজ নিতে যাবে ? সেই অজুহাতে পহেলা বৈশাখ বিরোধী মুমিনদেরও সাইজ করা যাবে আবার নিজের গ্রুপের অবস্থান শক্ত করা যাবে।
সত্যিই দুনিয়াটা এখন চিটারের রাজ্য হয়ে গেছে। একটু চেতনাবাজি করবে, সেটার মধ্যেও চিটারি।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment