Sunday, April 15, 2018

আজকে মাদ্রাসারা শিক্ষকরা শুধু চাকুরীর দোহাই দিয়ে ধর্মের জায়গায় অধর্মকে সার্পোট করতেছে !


মাদ্রাসা শিক্ষকরা জাতীয়করণের জন্য আন্দোলন করে,
বেতন বাড়ানোর জন্য আন্দোলন করে,
প্রেসক্লাবে শুয়ে-বসে আন্দোলন করে,
স্যালাইন লাগায় অনশন করে,
সবাই একজোট হয়ে আন্দোলন করে,
দিনের পর দিন আন্দোলন করে।

আজকে মাদ্রাসাগুলোতে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে প্রতিবাদ করতে বলায়, একজন বললো-
“কি করবো দাদা ? আমরা নিরুপায়। আন্দোলন করলে জঙ্গী ট্যাগ দিবে, চাকুরী নিয়ে টানাটানি করবে।”
মানলাম আপনার কথা, কিন্তু –
সবাই এক হয়ে কি আন্দোলন করতে পারতেন না ?
ধর্মের দোহাই দিয়ে কি আন্দোলন করতে পারতেন না ?
সংবিধান ৪১/২ ধারা দিয়ে কি আন্দোলন করতে পারতেন না ?
সংঘবদ্ধ হয়ে আন্দোলন করলে কেউ কিছু করতে পারতো না,
বরং সাধারণ মানুষ আপনাদের সাপোর্ট করতো।
কিন্তু আপনারা সেটা করছেন না।


আজকে শুধু চাকুরীর দোহাই দিয়ে আপনারা ধর্মের যায়গায় অধর্মকে সার্পোট করতেছেন।
এটা দিয়ে জাতির কি ক্ষতি যে আপনারা করলেন, সেটা বুঝতে পারছেন না।
এতদিন সাধারণ মানুষ বিশ্বাস করতো, অন্তত মসজিদ-মাদ্রাসায় হলেও ধর্মটা টিকে আছে।
কিন্তু আজকে সেই বিশ্বাস উঠে গেছে। আজকে রবীন্দ্রের দেবী বন্দনা আর অমঙ্গল পূজা আপনারা শুরু করেছেন, কালকে যদি আপনাদের মাদ্রাসায় দূর্গা-কালী মূর্তি দিয়ে যদি বলে- “সকাল বিকাল একবার করে মূর্তিকে প্রণাম করবি। নইলে তোদের চাকরী নট।” আমার তো মনে হয় চাকুরীর মায়ায় আপনারা দূর্গা-কালী মূর্তিকেও প্রনাম করতেও দ্বিধা করবেন না।
যে মাদ্রাসায় দেবী বন্দনা আর পূজা হয়, দয়া করে সেগুলোকে আজকে থেকে আর মাদ্রাসা বলবেন না।

সেগুলোকে এখন থেকে মন্দির বলে ডাকবেন। এটাই আমার দাবি।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment