Sunday, April 15, 2018

সিরিয়াবাসী নববর্ষ পালন করছে। এটা তাদের জাতীয় উৎসব, তাদের ভাষায় ‘নিউরোজ’।


এটা তারা খুব ধুমধাম করে। যদিও তাদের ধর্মীয় কালচারের সাথে সাংঘর্ষিক, তবুও জাতীয় উৎসব দেখে তারা খুব গুরুত্ব দিয়ে পালন করে। নেচে গেয়ে ছেলে-মেয়ে এক সাথে আনন্দ করে তারা সেটা পালন করে। এ ভিডিওটা সম্ভবত জাপানে। জাপানে প্রবাসী সিরিয়ানরা তাদের জাতীয় কালচার ঠিকঠাক মত পালন করছে।
সিরিয়ায় যুদ্ধ শুরু হয় ২০১১ সালে। তাই এখন সেখানে তেমন অনুষ্ঠান পালনের ভিডিও দেখা যায় না। তবে যুদ্ধের আগে ২০০৯ সালে তাদের নববর্ষ পালনের ভিডিও পাওয়া যায় : https://youtu.be/neTzeFnR6ZAhttps://youtu.be/T-NmqiR9qqc
আমার মনে হয়, বাংলাদেশীদের সিরিয়াবাসীদের থেকে শেখার অনেক কিছু আছে। আহ ! নববর্ষ পালনে কি শান্তি, কি সুখ, আন্দন্দ আর ধরে না। আজকে নববর্ষের দিনে বাংলাদেশীদেরও উচিত সিরিয়াবাসীর মত ধর্মীয় কালাকানুন ছুড়ে ফেলে জাতীয় উৎসব পালন করা। তাহলেই বাংলাদেশীরা আগামীতে সিরিয়ার মত সুখ-শান্তিতে বসবাস করতে পারবে।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment