Wednesday, April 18, 2018

রামপাল বিদ্যুৎকেন্দ্র ও নতুন বরাদ্দ পাওয়া শিল্পকারখানাগুলো চালু হওয়ার আগেই যে পরিমাণ পরিবেশগত ক্ষতি হচ্ছে তা আতকে ‍উঠার মত


২০১৬ সালে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আপত্তির জেরে শেখ হাসিনা বলেছিলেন:

“আমি বঙ্গবন্ধুর কন্যা। আমি এমন কোনো কাজ আগেও করিনি, ভবিষ্যতেও করব না, যা দেশের এবং দেশের মানুষের সামান্যতম ক্ষতি করে। আপনারা আমার ওপর বিশ্বাস রাখুন। (https://bit.ly/2EUC2yI)

‘আমি বঙ্গবন্ধু কন্যা’- এটা একটা কোটা নির্ভর কথা। কোটা দিয়ে যেমন মেধাবী পাওয়া যায় না, ঠিক তেমনি বঙ্গবন্ধু কন্যা হলেই তিনি বঙ্গবন্ধুর মত দেশকে ভালোবাসবেন, এটা অযৌক্তিক কথা।

তিনি কিন্তু ঐ এলাকায় শুধু রামপাল বিদ্যুৎকেন্দ্রই বানিয়ে ক্ষান্ত হননি, নিজ নেতা-কর্মীদের সেখানে আরো ৩২০টি শিল্পকারখানার তৈরীর অনুমতি দিযেছেন (https://bit.ly/2JWybVJ)। সুন্দরবনের বুক চিরে তৈরি করা সেই বাণিজ্যিক নৌ-রুটে:

১) ২০১৪ সালের দুর্ঘটনায় ছড়িয়েছে সাড়ে তিন লাখ লিটার ফার্নেস তেল,

২) ২০১৫ সালে ডুবেছে ৫০০ টন সার

৩) ২০১৬ সালে ডুবেছে ১ হাজার ২০০ টন কয়লা

৪) ২০১৭ সালে ডুবেছে ১ হাজার টন কয়লা এবং সর্বশেষ

৫) ২০১৮ সালের ১৪ এপ্রিল রাতে সুন্দরবনের ভেতরে মংলা সমুদ্রবন্দরের পশুর চ্যানেল হাড়বাড়িয়া এলাকায় ৭৭৫ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি বিলাশ নামের একটি লাইটার জাহাজ ডুবি।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল্লাহ হারুন চৌধুরী বলেছে, ‘কয়লার ক্ষতি প্রাথমিকভাবে চোখে ধরা না পড়লেও এসব কয়লার সালফার ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন মনো-অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি সুন্দরবনের পানি, জীব ও বায়ুমণ্ডলকে দূষিত করবে৷ আর ক্ষতিকর মিথেন গ্যাস সুন্দরবনের শ্বাসমূল উদ্ভিদ ও মাছের প্রজননের ক্ষতি করবে, যা ধীরে ধীরে মাছের বংশ করবে ধ্বংস।

জেলেরাও একই কথা বলেছে। তারা বলছে, ২০১৪ সালে তেল দুর্ঘটনার পর মাছ কমে যাচ্ছে নদীতে। (https://bit.ly/2J5WYoK)

এখনও রামপাল চালু হয়নি, চালু হয়নি নতুন বরাদ্দ পাওয়া শিল্পকারখানাগুলো। শুরু হওয়ার আগেই ঐ এলাকায় চালু হওয়া বাণিজ্যিক রূটে দুর্ঘটনায় যে পরিমাণ পরিবেশগত ক্ষতি হচ্ছে তাই আতকে ‍উঠার মত। কিন্তু যখন বিদ্যুৎকেন্দ্র বা অন্য কারখানাগুলো চালু হবে, তখন কি হবে একবার ভেবে দেখেছেন ?

আমি জনগণের হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো:

“আমরা জনগণ আর আপনার উপর ভরসা করতে পারছি না। বাংলাদেশে বড় ধরনের কোন পরিবেশ বিপর্যয় হলে আপনি আর আপনার ছেলে-নাতি-পুতিরা হয়ত ইউরোপ-আমেরিকায় পাড়ি জমাবেন। সেখানে আপনাদের বাড়ি-যায়গা-সম্পত্তি কেনা আছে। কিন্তু আমাদের তো ইউরোপ-আমেরিকায় যায়গা সম্পত্তি নাই, বাংলাদেশেই আমাদের একমাত্র ভূমি। আমরা কোথায় যাবো ? দয়া করে আমাদের এই দেশকে আপনি ক্ষমতার লোভে বিদেশীদের কথা শুনে ধ্বংস করে দেবেন না। অবিলম্বে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র বা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রর মত ভয়ঙ্কর হুমকিস্বরূপ প্রকল্পগুলো বন্ধ করুন।


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment