কোটাবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আগে কোন রাজনৈতিক দল করতো কি না?
একাত্তর টিভি টকশোকারীরা সেই প্রশ্ন তুলেছে ।
এখন আমার প্রশ্ন হলো, একাত্তর টিভির মূল মালিক হলো মেঘনাগ্রুপের প্রধান মোস্তফা কামাল।
মোস্তফা কামাল তো এক সময় এলাকায় বিএনপি নেতা ছিলেন।
তিনি আওয়ামী আমলে হঠাৎ আওয়ামীলীগ সাজলেন কেন ?
আর সাজলেন তো ভালো কথা, তিনি টিভি খুলে কার চেতনা কি ছিলো তার মাপকাঠি করছেন কেন ? বিএনপি’র আমলে তিনি নিজে কেন বিএনপি চেতনায় ছিলেন এবং পরে কেন চেতনা চেঞ্জ করলেন, তা বুকে হাত দিয়ে একবার বলুক ? (এলাকাবাসী সব জানে)
আমাদের গ্রামের ভাষায় একটা কথা আছে, “নিজের গোয়ায় এত গু, অপরে কয় থু থু”।
একাত্তর টিভির মালিকের আসল রাজনৈতিক আদর্শ বের করা হোক। তার মেয়েরা তো হিজাবী। আর একাত্তর টিভি মত হচ্ছে হিজাবি মানেই জামায়াতি।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment