Monday, April 2, 2018

চারুকলার মঙ্গল শোভাযাত্রার শ্লোগানে বিকৃত যৌনাচারের আহবান


আসছে পহেলা বৈশাখে চারুকলার থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে তার শ্লোগান হিসেবে দেয়া হয়েছে “মানুষ ভজলে সোনার মানুষ হবি” বাক্যটি। এ বাক্যটি দেহতত্ত্বে বিশ্বাস লালন বাউলের একটি গানের প্রথম লাইন, যার মূল অর্থ অত্যান্তু কুৎসিত ও বিকৃত যৌনাচারের আহবান।
পুরো গানটি হচ্ছে:
মানুষ ভজলে সোনার মানুষ হবি ।
মানুষ ছাড়া খ্যাপা রে তুই মূল হারাবি ।।
এই মানুষে মানুষ গাঁথা
গাছে যেমন আলেক-লতা
জেনে শুনে মুড়াও মাথা
ও মন যাতে তরবি ।।
দ্বিদলের মৃণালে
সোনার মানুষ উজলে
মানুষগুরু নিষ্ঠা হলে
তবে জানতে পাবি ।।
এই মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যাকার
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাবি ।।
মূলত: বাউলদের প্রতিটি শব্দের আলাদা পরিভাষা থাকে, যা সাধারণ মানুষের সাথে মিলে না। এজন্য বাউল শব্দের অর্থগুলো ডিকশেনারী থেকে জানতে হয়। এ সম্পর্কে ড. আবদুল করিম মিঞা রচিত ‘বাউল-লালন পরিভাষা’বইটি কিনতে পারেন। (https://bit.ly/2GqhfbH) আসুন এ বইটির নিরিখে গানটির মূল অর্থ বের করি।
(১) গানের দ্বিতীয় লাইন রয়েছে ‘মূল’ শব্দ। ড. আবদুল করিম মিঞা রচিত ‘বাউল-লালন পরিভাষা’ বইতে রয়েছে- “মূল অর্থ ‘শুক্র’। বাউলরা যৌনতার সময় শুক্রকে ধরে রাখার সাধনা করে, এবং সেটিই আসলে বাউল সাধনা।
(২) এ গানে ‘খ্যাপা’ শব্দের অর্থ ‘বাউল-লালন পরিভাষা’বইতে বলা আছে:
“হিন্দু বাউলকে ‘খ্যাপা’ বলা হয়। যারা ভগবানকে পাওয়ার জন্য দেশ-বিদেশে ঘুরে বেড়ায় তারাই খ্যাপা’। একতারা, পরিধেয় বস্ত্র আর সাধনসঙ্গিনীই এদের একমাত্র সঙ্গী। ভিক্ষালব্ধ অন্নই গ্রাসাচ্ছাদনের উপায়।”
(৩) “দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজলে।”এই ‘দ্বিদলে মৃণালে’পদটিই এখানে ‘সোনার মানুষ’ শব্দটির অর্থ নির্দেশ করছে। এ প্রসঙ্গে ‘বাউল-লালন পরিভাষা’বইতে রয়েছে- “দুই ভ্রু ও নাকের গোড়ার মধ্যে অবস্থিত জায়গার নাম ‘দ্বিদল’। পতন্নোমুখ শুক্রকে কুম্ভক সাধনার মাধ্যমে সুষুম্না নাড়ির মধ্য দিয়ে ‘উর্ধগামী’ করা হয়। এই উর্ধগামী শুক্রকে দ্বিদলে নিয়ে সাধক অসাধারণ পুলক অনুভব করে, এই পুলক অনুভবকেই বাউলরা ‘সোনার মানুষ’ বা ‘অধর মানুষ’ বলেছে।
(বইয়ের স্ক্রীনশট: http://bit.ly/2GtnlYY) - তথ্যগুলো সংগৃহিত ।
অর্থাৎ চারুকলার এবারের শ্লোগান “মানুষ ভজলে সোনার মানুষ হবি” এর আসল অর্থ দাড়াচ্ছে “সঙ্গীনির সাথে বিকৃত যৌনাচারের মাধ্যমে শুক্র ধরে রাখা শিখতে হবে।”
বাউলদের এসব্ গানের মধ্যে যে বিকৃত যৌনতার আহবান আছে এটা যদি কেউ অস্বীকার করতে চান, তবে দয়া করে দুটো মুভি দেখে নেবেন।
ক) কসমিক্স সেক্স : https://youtu.be/a64dhbW7aA0
খ) ডিভাইন সেক্স : https://youtu.be/BA4-9wRHCqU
এছাড়া বাউলদের মুখে শুনুন তাদের সাধণার মূল তত্ত্ব কি : https://youtu.be/v8dZ9jmSb34
ভিডিওগুলো দেখলেই বুঝবেন বাউলের প্রতিটি কথার আড়ালে কিভাবে বিকৃত যৌনচার আহবান করা হচ্ছে, আর সেটাই এবার মঙ্গল শোভাযাত্রার শ্লোগান।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment