আর আজকে খবর আসলো চুয়াডাঙ্গায় কৃমিনাশক ওষধ খেয়ে গনহারের শিশুরা অসুস্থ (https://bit.ly/2H3ku5Z) গাজীপুরেও শিশুরা অসুস্থ হয়েছে বলে ফেসবুকে খবর এসেছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর (https://bit.ly/2pZAGNH)।
আমার মনে হয়, ঠিক কত শিশু এই ওষধ খেয়ে অসুস্থ হয়েছে তা নিশ্চিত করা সম্ভব নয়, কারণ সব খবর তো আর মিডিয়ায় আসে না।
এবার গত বছর কৃমিনাশক ওষধ খেয়ে অসুস্থ হওয়া একটি শিশুর বাবার স্ট্যাটাস পড়ুন-
" গত বছর আমার ছেলে স্কুল থেকে কৃমিনাশক ওষধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে ছিল। তার এই অসুস্থতা কাটিয়ে ওঠতে অনেক সময় এবং দখল গিয়েছে। ছেলে আমার কিছুক্ষণ পেটে আবার কিছুক্ষণ মাথায় হাত দিয়ে কি যে কান্নাকাটি করেছিল তা বলে বোঝানোর মত না। সরকারী হাসপাতালে নেয়ার পর ডাক্তার ওই কৃমি ওষধের দালালের মত আচরন করেছে। তারা বলেছিল এটা কোন সমস্যাই না। তারপর রাতের ১২:৩০ মিনিটে ছেলের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তারপর অন্য যায়গায় তার চিকিৎসা করাতে হয়। (http://archive.is/HIqW2)
মূলত: এই সব ওষুধ বিভিন্ন বিদেশী এনজিও’র মাধ্যমে ফ্রি আসে। সরকারীভাবে এসব ওষুধ কতটুকু পরীক্ষা-নিরীক্ষা করা হয় ? এবং পরীক্ষার ফল কি জনগণ জানতে পারে ? যদি জানতে নাই পারে, তবে নিজের কলিজার টুকরা সন্তানকে কোন যুক্তিকে তা খাওয়ানো হবে ? পাশাপাশি, এসব ওষুধ বাচ্চাদের খাওয়ানো হয় ক্ষুদে ডাক্তার কার্যক্রমের নামে। প্রত্যেক ওষুধের গায়ে লেখা থাকে, “শিশুদের নাগাল থেকে দূরের রাখুন।” তাহলে কিভাবে একটা বাচ্চাকে অন্য বাচ্চা দিয়ে ওষুধ খাওয়ানো যেতে পারে ? একটা বাচ্চা ওষুধ খাওয়ার পর অসুস্থ হলে, কথিত ক্ষুদে ডাক্তার কি করবে ? সে কি অসুস্থতার বিষয়টি বুঝবে ?
আরেকটি কথা হলো, যে অমুসলিম দেশগুলো সৈণ্য ও যুদ্ধাস্ত্র পাঠিয়ে মুসলিম দেশে শিশুদের হত্যা করছে, তাদের এত মায়া হঠাৎ কেন উদ্রেগ হলো যে, মুসলিম শিশুদের জীবন বাচাতে ফ্রি ওষুধ দেবে ?
আরেকটি কথা হলো, যে অমুসলিম দেশগুলো সৈণ্য ও যুদ্ধাস্ত্র পাঠিয়ে মুসলিম দেশে শিশুদের হত্যা করছে, তাদের এত মায়া হঠাৎ কেন উদ্রেগ হলো যে, মুসলিম শিশুদের জীবন বাচাতে ফ্রি ওষুধ দেবে ?
পাশাপাশি আমার প্রশ্ন, এই সব ফ্রি ওষুধ খেয়ে কোন শিশু অসুস্থ হলে, সরকারের দায়ভার কি ?
[বি:দ্র: যে সব স্কুলে আপনাদের সন্তানদের এসব ওষুধ খাওয়ানো হয়েছে, সেখানে শিক্ষকদের শক্ত করে ধরুন। এলাকাবাসী মিলে এক হয়ে তাদের কঠিন জবাবদিহি করুন। বলুন- আপনাদের কাছে আমাদের সন্তানকে ‘আমানত’ হিসেবে পাঠিয়েছি, আপনারা নিজের চাকুরী বাচাতে সরকারের দেয়া বিষ আমাদের সন্তানদের মুখে তুলে দিতে পারেন না।]
সবাইকে সর্তক করে দেয়া দুইদিন আগে আামার স্ট্যাটাস - https://bit.ly/2pZ71VI
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment