কয়েকদিন আগে মাত্র খবর পড়লাম, ভারতে কমছে গ্যাসের দাম। অথচ বাংলাদেশে গ্যাসের দাম বাড়ানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে। কারণ হিসেবে জানা যাচ্ছে- বাংলাদেশ সরকার আর গ্যাসের মূল্যে ভর্তুকি দিতে চাইছে না। ভতুর্কি তুলে খুব শিঘ্রই গ্যাসের দাম বাড়াবে সরকার। (http://bit.ly/2tlbkyv,http://bit.ly/2FWh98g)
উল্লেখ্য-
গত ২০১৪ সালে আন্তর্জাতিক পত্রিকা দ্য ডিপ্লোম্যাট বাংলাদেশের গ্যাস সম্পদ নিয়ে একটি রিপোর্ট করে, যার শিরোনাম: “বাংলাদেশ হচ্ছে এশিয়ার নতুন এনার্জি সুপার পাওয়ার”
খবরের ভেতরে: বাংলাদেশের সমুদ্র উপকূলে মজুদ আছে প্রায় ২০০ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস, যা দিয়ে বাংলাদেশ সৌদি আরবের মত নতুন এনার্জি সুপার পাওয়ারে পরিণত হবে। (http://bit.ly/2oJfEmM)।
বাংলাদেশ বা বঙ্গপোসাগারের নিচে যে বিরাট গ্যাসের মজুদ আছে, তার প্রমাণ প্রায়শয়ই পাওয়া যায়, মাঝে মাঝেই বাংলাদেশে বিভিন্ন এলাকায় মাটির ছিদ্র দিয়ে গ্যাস বের হওয়া শুরু করে। কিন্তু সরকারের লোকজনকে খবর দিলেই সেই ছিদ্র বা গর্ত বন্ধ করে বলে, এখানে কেউ হাত দেবেন না।
কিন্তু কেন ?
আপনাদের মনে থাকার কথা, আজ থেকে ২ বছর আগে আমি লিখেছিলাম, কক্সবাজারের নিকটবর্তী উপকূলীয় এলাকায় বিরাট গ্যাসের মজুদ আছে। রোহিঙ্গা সংকট থেকে যাবতীয় সঙ্কট সৃষ্টির অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ সেই গ্যাস সম্পদের দিকে বিদেশীদের চোখ (আন্তর্জাতিক পত্রিকা ডিপ্লোম্যাটে সেই গ্যাস মজুদের কথা বলা হয়েছে)।
আপনাদের আরো মনে থাকার কথা, কিছুদিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলো, ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র জয়লাভ ও আওয়ামীলীগের হারার মূল কারণ খালেদা জিয়া আমেরিকার কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়েছিলো। (http://bit.ly/2oOOWJa)
শেখ হাসিনার কথা সত্য-মিথ্যা জানি না, যদি সত্য ধরে নেই তবে গ্যাস ইস্যুটা যে ক্ষমতালাভে জন্য বিরাট গুরুত্বপূর্ণ সেটা স্বীকার করেছেন শেখ হাসিনা। এবং শেখ হাসিনার কথা যদি সত্য হয়, তবে পর পর ৩ বার ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনা বিদেশীদের কাছে কতকিছু বিক্রি করেছেন এবং করছেন সেটারও হিসেব করা জরুরী।
আপনারা কয়েকদিন ধরে শুনছেন, গ্যাসের দাম বাড়িয়েই গ্যাস আমদানি করবে সরকার। কিন্তু কোথা থেকে আমদানি করবে জানেন ? সেই কক্সবাজার থেকেই । মানে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি কক্সবাজারের মহেশখালিতে ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে। সেই টার্মিনাল থেকেই গ্যাস আমদানি করবে বাংলাদেশ। (http://bit.ly/2FWh98g)
কিন্তু কথা হলো, এই ভাসমান টার্মিনালে গ্যাস আসবে কোথা থেকে ? কোন দেশ থেকে আসবে ?
গত বছর মার্চ মাসে জাবি শিক্ষক আনু মুহাম্মদের এক ব্রিফিং এ বলেছেন-
“ গ্যাস-বিদ্যুৎ নিয়ে সরকারের মহাপরিকল্পনা ভুলে ভরা। সরকারের মহাপরিকল্পনায় পরিষ্কারভাবে দেখানো হয়েছে, বিদেশি কোম্পানি বঙ্গোপসাগরের গ্যাস উত্তোলন করে রফতানি করতে পারবে।....বিদেশীদের কাছ থেকে এলএমজি আসবে।” (http://bit.ly/2oVnhWf)
আপাতত কাতার থেকে গ্যাস আসার কথা বললেও খুব শিঘ্রই হয়ত দেখা যাবে বাংলাদেশের গ্যাস উত্তোলনের দায়িত্ব নিয়ে কোন বিদেশী কোম্পানি বাংলাদেশের কাছেই গ্যাস বিক্রি করছে। তারমানে দেশের গ্যাস সম্পদ বিদেশের জিম্মায় দিয়ে আবার সেটা দেশের মানুষের কাছে উচ্চমূল্যে বিক্রি করবে সরকার। এবং সে কারণেই কক্সবাজারে যুক্তরাষ্ট্র তৈরী করেছে গ্যাস টার্মিনাল।
আমি জানি, সাকিব-মাশরাফি ক্রিকেটে কত রান করলো সেটা বাংলাদেশের মানুষের কাছে যতটুকু গুরুত্ব রাখে, গ্যাসের মূল্যবৃদ্ধির খবর ততটুকু গুরুত্বরাখে না। কারণ মানুষ এগুলো বুঝতেই চায় না। কিন্তু মানুষের এই অবুঝতার সুযোগ নিয়ে সরকার দেশের গ্যাস সম্পদ বিদেশীদের কাছে বিক্রি করে দিচ্ছে, আবার জনগণকে সেই উচ্চমূল্যের গ্যাস কিনতে বাধ্য করছে। ‘গ্যাসের মূল্য বৃদ্ধি’ মানে কিন্তু ‘শুধু গ্যাসের মূল্য বৃদ্ধি’ নয়, এই গ্যাসের মূল্যবৃদ্ধি প্রভাব পড়বে খাদ্যদ্রব্য, যাতায়াতসহ জীবনের প্রতিটি সেক্টরে।
ঘরের মালিক যদি ঘরের সম্পদ সস্পর্কে সচেতন না হয়, তবে চোর তো সুযোগ নেবেই। ঠিক তেমনি বাংলাদেশের জনগণ যদি দেশের সম্পদ সম্পর্কে সচেতন না হয়, তবে বিদেশী শত্রু ও তাদের এদেশীয় দালালরা তা লুটের চেষ্টা করবে। আমার মনে হয়, বাংলাদেশের প্রতিটি মানুষকে এই গ্যাসের মূল্য বৃদ্ধি বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত এবং একইসাথে দাবি জানানো উচিত, গ্যাসের মূল্য বৃদ্ধি নয়, বরং গ্যাসের মূল্য হ্রাস করতে হবে। সাথে সাথে সমস্ত বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে সরকারীভাবে কমমূল্যে গ্যাস সংযোগ দিতে হবে। দেশের সম্পদের মালিক জনগণ, জনগণই এই সম্পদের আগে ভাগিদার, ক্ষমতাসীন সরকার বা বিদেশী লুটেরারা নয়।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment