একটা দেশের ক্রিকেটার বা এন্টারটেইনার যখন ২৭৬ কোটি টাকার মালিক হয়, তখন ঐ দেশ সম্পর্কে অনেকগুলো ধারণা নির্দেশ করতে পারে।
যদি আপনি দেখেন, কোন দেশের এন্টারটেইনারের হাতে এরকম শত শত কোটি টাকা, তবে বুঝতে পারবেন ঐ দেশকে ‘কর্পোরেটোক্রেসি’ গ্রাস করে নিচ্ছে বা নিয়েছে। গানিতিক সূত্র হচ্ছে এন্টারটেইনারের আঙ্গুল ফুলে যত কলা গাছ হবে, ঐ দেশের জনগন তত দরিদ্র হবে।
মিডিয়াতে প্রায় দেখবেন, ক্রিস গেইল অনেক ধনী, অনেক ল্যাক্সারিয়াস জীবন যাপন করে। এ দ্বারা বুঝবেন তার দেশ ওয়েস্ট ইন্ডিজের জনগণ হতদরিদ্র। যদি দেখেন দেখেন মেসির অনেক টাকা, রোনালদো বা নেইমার কোটি কোটি টাকার মালিক, তবে ধরে নেবেন ব্রাজিল-আর্জেন্টিনার অধিকাংশ মানুষ হতদরিদ্র, খেতে পায় না, বস্তিতে থাকে।
মূলতঃ এন্টারটেইনারদের ব্যবহার করে সাধারণ মানুষকে এন্টারটেইনমেন্টে ব্যস্ত রাখা হয়, আর সে সুযোগে জনগণের টাকা লুটপাট চলে। এন্টারটেইনারদের দ্রুত পকেট ভারি হওয়া, ঐ দেশের জনগণের সম্পদ দ্রুত লুটে নেয়ার সাফল্য নির্দেশ করে। আরো সহজভাষায় বললে, জনগণের লুটে নেয়া সম্পদের ভাগ দেওয়া হয় এসব এন্টারটেইনারদের।
এন্টারটেইনাররা শুধু খেলাধূলা করে কর্পোরেটদের স্বার্থ উদ্ধার করে তা নয়, তারা কর্পোরেটদের পন্যও বিক্রি করে দেয়। ধরুন মেসি একটা কোম্পানির বুট পড়লো, তার দেখা দেখি কোটি কোটি মানুষ ঐ কোম্পানির ১০০ টাকায় বানানো বুট ১০ হাজার টাকা দিয়ে কিনতে রাজি।
শুধূ সাধারণ মানুষকে ব্যস্ত রাখা নয়, এসব এন্টারটেইনাররা জাতির মেধা ও মেধাবি নষ্ট করে দেয়। ধরুন, একজন মেধাবী হয়ত পড়ালেখা করে অনেক বড় কিছু হতে পারতো। কিন্তু এসব এন্টারটেইনাররা খুব কম সময়ে শত কোটি টাকার মালিক হয়ে মেধাবিদের বিভ্রান্ত করে। হাজার হাজার মেধাবীকে বুঝায়, “লেখাপড়া করে কি হবে, খেলাধূলা করো, শত কোটি টাকার মালিক হতে পারবে”। ব্যস পোলাপাইন লেখাপড়া ছেড়ে ক্রিকেট প্র্যাকটিস শুরু করে। ১ হাজার ছাত্র লেখাপড়া ঠিক মত করলে ৯৯০ জন উচ্চ শিক্ষিত হতে পারতো, কিন্তু ঐ ১ হাজার ছেলে যখন সাকিব আল হাসান হতে চায়, তখন ১ জন সামান্য কিছু হলেও হতে পারে, কিন্তু ৯৯৯ জনের পড়ালেখা নষ্ট হয়। বিভিন্ন ক্রিকেট ক্লাবে গিয়ে এ ধরনের অসংখ্য ছেলের দেখা আপনারা পাবেন, যারা মেধাবী হওয়া সত্ত্বেও সাকিব হওয়ার লোভে লাইফটা নষ্ট করেছে। এটা সম্রাজ্যবাদীও তথা কর্পোটেদের স্বার্থ উদ্ধার। একটা জাতির মেধা নষ্ট হওয়া মানে কর্পোরেট তথা সম্রাজ্যবাদী ও দুর্নীতিবাজদের ক্ষমতা দীর্ঘায়িত হলো।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment