মাত্র ১ দিন আগের খবর,
চীনে ফ্লাইট শুরু করবে ইউএস বাংলা এয়ারলাইন্স (http://bit.ly/2FKzpE4)
এর আগে সরাসরি বাংলাদেশ থেকে চীনে যাওয়া যেতো না তা নয়, কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্স হচ্ছে প্র্রথম বাংলাদেশী কোন এয়ারল্যাইন্সের প্রথম চীনের ফ্লাইট পরিচালনা। এর মাধ্যমে যে সুবিধাটা হবে, সেটা হলো বাংলাদেশ ও চীনের মধ্যকার যাতায়াত ভাড়া কমে যাবে। আর যাতায়ত ভাড়া যত কম হবে, বাংলাদেশের জনগন ততবেশি চীনে যাতায়ত করবে, ফলে বাংলাদেশ-চীন সম্পর্ক আরো দৃঢ় হবে। আর সূত্র মতে, বাংলাদেশ-চীন সম্পর্ক যত দৃঢ় হবে, ভারত-বাংলাদেশ সম্পর্ক তত হালকা হবে।
এই কাজটি কিন্তু ভারত বাংলাদেশের সাথে বহুদিন ধরে করে যাচ্ছে। ঢাকা-কলকাতা মৈত্রি ট্রেন, ঢাকা-কলকাতা মৈত্রি বাস এবং সর্বশেষ ঈদের সময় ভারতে যেতে ই-টোকেন পদ্ধতি তুলে দেয়া হয়েছে, যেন বাংলাদেশের মানুষ খুব সহজে ভারতে যাতায়াত করতে পারে। কয়েকদিন আগে ত্রিপুরার গভর্নর বলেছিলো- আগামীতে বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসা-পাসপোর্ট দরকার নাই। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ভারত ও বাংলাদেশের জন্য অভিন্ন ভিসা ও মুদ্রা প্রবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য দিয়েছে।
ইউএস বাংলা এয়ারল্যাইন্সের মত একটি দেশী এয়ারল্যাইন্সের সরাসরি চীনে যাওয়ার ফ্লাইট তৈরী করা বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় করতো এবং ভারত-বাংলাদেশের সম্পর্কে জন্য সামান্য হলেও ডিস্ট্রাব তৈরী করেছিলো। কিন্তু আজকে কাঠমান্ডুতে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনা অবশ্যই এয়ারলাইন্সটির জন্য চরম দু:সংবাদ এবং এয়ারলাইন্সটির সুনাম ক্ষুন্ন করে পথে বসিয়ে দেয়ার জন্য যথেষ্ট।
খবর : ৬৭ যাত্রী নিয়ে নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত (http://bit.ly/2FGSJCh)
খবর : ৬৭ যাত্রী নিয়ে নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত (http://bit.ly/2FGSJCh)
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment