Monday, March 12, 2018

ভারতীয় চিনির রাস্তা সুগম করতে অর্থমন্ত্রী বাংলাদেশের আখ চাষ বন্ধ করে দিতে বলছেন !

খবরের তারিখ দুটোর দিকে লক্ষ্য করুণ-
প্রথম খবরে, ২০শে ফেব্রুয়ারী, ২০১৮, মিডিয়ায় খবর আসলো-
বাংলাদেশে চিনি রফতানি করতে চায় ভারত।
ভারতে প্রচুর চিনি মজুদ থাকায় সেটা বাংলাদেশে রফতানি করার কথা চিন্তা করছে তারা। (http://bit.ly/2FIivpt)
দ্বিতীয় খবরের তারিখ তার ২ দিন পর, মানে ২৩শে ফেব্রুয়ারী, ২০১৮
বাংলাদেশের অর্থমন্ত্রী কৃষকদের বলছে, আখ চাষ বন্ধ করে তুলা চাষ করতে।
(http://bit.ly/2p3jFBI)
দালালির একটা সীমা থাকার উচিত, কিন্তু বাংলাদেশের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ পদ অর্থমন্ত্রনালয়ের দায়িত্বে থাকা অর্থমন্ত্রী যদি এমন দালালি টাইপের বক্তব্য দিতে পারে, তবে দেশের মানুষ যাবে কোথায় ?
ভারতীয় চিনির রাস্তা সুগম করতে অর্থমন্ত্রী বাংলাদেশের আখ চাষ বন্ধ করে দিতে বলছেন। এতে হয়ত অর্থমন্ত্রীর টু-পাইস কামাইও হবে। কিন্তু এতে দেশের কি ক্ষতি হবে ?
এ সম্পর্কে আখ চাষী ফেডারেশন বলছে-
“চিনি শিল্পের সঙ্গে দেশের প্রায় এক কোটি মানুষের জীবিকা জড়িত। চিনি নির্ভর শিশুখাদ্যসহ অনেক ভোগ্যপণ্য রয়েছে। আখ চাষ তথা চিনিকল বন্ধ হলে চিনির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে ও এর একটা বিরূপ প্রভাব পড়বে গোটা দেশের উপর। (http://bit.ly/2FIKCVM)
ভারতীয় ঘোষণার মাত্র ২দিন পর অর্থমন্ত্রী চিনি শিল্পের বিরুদ্ধে দেয়া বক্তব্য স্পষ্ট প্রমাণ করে অর্থমন্ত্রী একজন প্রকাশ্য বিশ্বাঘাতক। যে প্রকাশ্য এভাবে দেশের সাথে বিশ্বাঘাতকতা করতে পারে, কোটি কোটি মানুষকে পথে বসাতে পারে, তবে আড়ালে-আবডালে এরা কতটুকু বিশ্বাসঘাতকতা করে ? দেশকে বিক্রি করার কত ফন্দিফিকির করে ?
অন্য কোন দেশে এ বক্তব্যের পর অর্থমন্ত্রীকে গলাধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেয়া হতো, কিন্তু বাংলাদেশে সেটা হয় না। সত্যিই আশ্চর্য !

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment