Thursday, June 18, 2020

ডাক্তাদের মধ্যে হঠাৎ করে করোনা বৃদ্ধি পাইছে

শুনলাম, ডাক্তাদের মধ্যে হঠাৎ করে করোনা বৃদ্ধি পাইছে,
এর পেছনে কি বাংলাদেশের করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি দায়ী, নাকি চীনের পাঠানো এই সব সেকেন্ডহ্যান্ড পিপিই দায়ী ?
হয়ত অনেকে বলবেন, সেকেন্ডহ্যান্ড তো কি হয়েছে, তারা তো Autoclave (উচ্চ তাপমাত্রায় ভাইরাসমুক্ত) করে পাঠাইছে।
হতে পারে, আবার নাও হতে পারে। সব কিছু যে কথা মত হয় তার গ্যারান্টি কি ? আপনি নিজেই কি পরীক্ষা করে দেখতে পেরেছেন ??

২৫ তারিখে প্রচুর পরিমাণে এইসব সেকেন্ডহ্যান্ড সরঞ্জামাদী চীন থেকে আসে (https://bit.ly/2K0gO7i)

এরপর খুমেকের পরিচালক এগুলো নিতে অস্বীকার করলে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয় (https://bit.ly/3ecF1VT)

এইসব সেকেন্ডহ্যান্ড জিনিস আসার পর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে গেলো, সেটা চিন্তা করা দরকার।

আমার মনে হয়, এইসব পিপিইসহ চীনের পাঠানোর বিভিন্ন সেকেন্ডহ্যান্ড জিনিসগুলোকে বেশি ভয় করা উচিত।
করোনা থেকে বাচতে যেটা গ্রহণ করছি, সেটাতেই যে করোনা হচ্ছে না, তার কি গ্যারান্টি ??

0 comments:

Post a Comment