Thursday, June 18, 2020

ডাক্তাদের মধ্যে হঠাৎ করে করোনা বৃদ্ধি পাইছে

শুনলাম, ডাক্তাদের মধ্যে হঠাৎ করে করোনা বৃদ্ধি পাইছে,
এর পেছনে কি বাংলাদেশের করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি দায়ী, নাকি চীনের পাঠানো এই সব সেকেন্ডহ্যান্ড পিপিই দায়ী ?
হয়ত অনেকে বলবেন, সেকেন্ডহ্যান্ড তো কি হয়েছে, তারা তো Autoclave (উচ্চ তাপমাত্রায় ভাইরাসমুক্ত) করে পাঠাইছে।
হতে পারে, আবার নাও হতে পারে। সব কিছু যে কথা মত হয় তার গ্যারান্টি কি ? আপনি নিজেই কি পরীক্ষা করে দেখতে পেরেছেন ??

২৫ তারিখে প্রচুর পরিমাণে এইসব সেকেন্ডহ্যান্ড সরঞ্জামাদী চীন থেকে আসে (https://bit.ly/2K0gO7i)

এরপর খুমেকের পরিচালক এগুলো নিতে অস্বীকার করলে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয় (https://bit.ly/3ecF1VT)

এইসব সেকেন্ডহ্যান্ড জিনিস আসার পর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে গেলো, সেটা চিন্তা করা দরকার।

আমার মনে হয়, এইসব পিপিইসহ চীনের পাঠানোর বিভিন্ন সেকেন্ডহ্যান্ড জিনিসগুলোকে বেশি ভয় করা উচিত।
করোনা থেকে বাচতে যেটা গ্রহণ করছি, সেটাতেই যে করোনা হচ্ছে না, তার কি গ্যারান্টি ??

Related Posts:

  • “আমি জেনে শুনে বিষ করেছি পান” রবীন্দ্রনাথ যে অর্থেই ‘বিষ’ শব্দের প্রয়োগ করুক, যারা গণতন্ত্র চর্চা করে আমার কাছে কেন জানি মনে হয় তারা জেনে শুনেই এক ধরনের বিষ পান করে। সেটা রাজনী… Read More
  • গনতন্ত্রের জুস, আওয়ামলীগের পেশীর প্রয়োগ এবং বিএনপির বাধন ছেড়ার চেষ্টা ব্যক্তিগতভাবে আমি গণতান্ত্রিক পদ্ধতিটাকে সমর্থন করি না। কারণ আমি জানি এর মধ্যে কোন রাষ্ট্র কিংবা তার জনগণ কখনই শান্তি লাভ করবে না। কিন্তু তারপর… Read More
  • ইশতেহার : ‘জেগে ওঠো বাংলাদেশ ২০১৮’ ১. সংবিধান, আইন ও বিচার ব্যবস্থা১.১) সংবিধানে আল্লাহ’র উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে।১.২) সংবিধানের রাষ্ট্রধর্ম অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড আই… Read More
  • ৩টি দাবী... গত কয়েকদিন যাবত সংবিধানে বর্ণিত রাষ্ট্রধর্ম ইসলাম বিলুপ্ত করতে দৈনিক পত্রিকাগুলো ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু মতামত প্রকাশিত হচ্ছে-১) গত ২রা … Read More
  • খবর ও মন্তব্য : ১) ভারতে স্কুলের ক্লাসে ইয়েস স্যারের পরিবর্তে ‘জয় হিন্দ’(https://bbc.in/2SvlZPt)মন্তব্য: বাংলাদেশেও ক্লাসে জয় বাংলা চালু করা হোক। (ইতিমধ্যে সাবেক… Read More

0 comments:

Post a Comment