হুজুর বলছে- কালোাজিয়ায় করোনায় সারে, “ধর শালারে, ওরে জরিমানা কর।”
সব হুজুররা হইলো গুজব রটনাকারী।
কথা হইলো- থানকুনি পাতা আর কালোজিরায় করোনা সারুক বা না সারুক,
কারো কিন্তু কোন ক্ষতি হবে না। কেউ থানকুনি পাতা খাইলে মারা যাবে না, কালোজিরা খাইলেও মারা যাবে না।
বরং শরীরের উপকার হবে।
আর যেহেতু এখনও করোনার কোন ওষুধ বের হয় নাই, তাই থানকুনি বা কালোজিরা খাওয়ার পরামর্শ দিলেও,
সেটা যে ভুল পরামর্শ সেটাও তো নিশ্চিত করে বলা যাচ্ছে না। সুতরাং সেটা গুজব বলার সুযোগ নাই। তারপরও হুজুরদের জেল-জরিমানা করতে ছাড়ছে না কেউ।
কিন্তু আমরা যাকে মেইনস্ট্রিম মিডিয়া বলি, তারা তারা এগুলো কি ছড়াচ্ছে ?
ইথালন দিয়ে নাকি করোনা সারবে, আবার কেউ বলছে ভেনটিলেটর দিয়ে সিংহভাগ করোনা রুগি সুস্থ হয়ে যাবে ? এর প্রুভ কি ???
“একাত্তর টিভিতে ইথানল দিয়ে করোনা সারবে”- (https://bit.ly/2y6Key2)
এই খবর প্রচার করার পর একজন ডাক্তার একে ভয়ঙ্কর বলে বলে উল্লেখ করেছেন। বলেছেন, ইথানলের ভাপ নিলে যে কেউ কোমায় চলে যেতে পারে, কারো ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা কোন প্রমাণিত বিষয় না বলে, তিনি এটাতে মারাত্বক মৃত্যুঝুকি রয়েছে বলে জানিয়েছেন। এবং ইরানে একই কাজ করতে গিয়ে অনেকে মৃত্যুমুখে পতিত হয়েছে, সেটাও তিনি উল্লেখ করেছেন। (https://bit.ly/2XtxGeW)
আবার সময়টিভি যে বলতেছে, ভেনটিলেটর দিয়ে শতভাগ করেনাা সারানো সম্ভব,
(https://bit.ly/2VlByMb)
অথচ যে দেশের ডাক্তাররা প্রচুর পরিমানে করোনা রোগী ফেস করছে, তাদের দাবী হলো,
করোনা রোগীকে ভেনটিলেটরে দিলে তাদের মৃত্যুঝুকি আরো বেড়ে যায়।
(https://abcn.ws/2Vg1AAn)
কথা হইলো- শুধু হুজুররা ৫ জনের বেশি জামাত করতে পারবে না,
ফাক ফাক করে দাড়াতে হবে।
কিন্তু সাংবাদিকরা ৫০ জন একত্রে ঠাসাঠাসি করে দাড়াতে পারবে তাদের দ্বারা কোন করোনা ছাড়াবে না।
এটা যেমন ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে।
ঠিক তেমনি-
আবার হুজুরা থানকুনি পাতা আর কলোজিরা খেতে বললে সেটা গুজব হবে, যদিও সেটাতে কোন মৃত্যু বা অর্থঝূকি নেই।
অথচ মিডিয়ার সাংবাদিকরা মদ দিয়ে করোনা সারবে, এমন প্রাণঘাতি গুজব রটালেও সেটাকে গুজব বলা হবে না, কিংবা ভেনটিলেটর দিয়ে সিংহভাগ করোনা সারবে, ভেনটিলেটর কোম্পানির এমন বিজ্ঞাপন প্রচার করলেও সেটা গুজব হবে না। তাদেরকে জেল-জরিমানা কোনটাই করা হবে না।
আমি তো আগেই বলেছি, করোনার ক্ষেত্রে সাইন্সের মধ্যে আর্টস ঢুকে গেছে।
এখন “যে দেখতে হুজুর, তার চলন বাকা”-- এটাই সাইন্স।
0 comments:
Post a Comment