Thursday, June 18, 2020

বাস্তব কোভিড যোদ্ধা হচ্ছে মানুষের শরীরের ভেতর রোগ প্রতিরোধ ক্ষমতা

কোভিড-১৯ এ প্রথম ১০০ জন মৃতের বয়সের চার্ট করেছে আইইডিসিআর।

সেখানে ১০০ জন মৃতের মধ্যে ৫ জন হচ্ছে ০-৩০ বছর বয়সী।
উল্লেখ্য বাংলাদেশে ০-৩০ বছর বয়সীদের সংখ্যা মোট জনসংখ্যার ৬০%।
আবার কোভিড-১৯ (Ro- ২.২) এর ক্ষেত্রে হার্ড ইম্যুনিটি এচিভ করতে প্রয়োজন ৬০% লোকের।
তাই জেনারেশন জেড এর আধিক্যের দেশ বাংলাদেশে হার্ড ইম্যুনিটির জন্য যদি তরুণ প্রজন্ম এগিয়ে আসে, তবে তাদের মৃত্যুর হার মোট মৃত্যু হারেরও ১০০ ভাগের তুলনায় মাত্র ৫ ভাগ হবে।
আপনারা জানেন,
কোভিড-১৯ এ এখন পর্যন্ত বাংলাদেশে মিলিয়নে মৃত্যু মাত্র ১ জন।
তাহলে তরুণ প্রজন্মের ক্ষেত্রে তার হিসেব গিয়ে দাড়াবে প্রতি ১০ কোটিতে ৫ জন।

আরেকটি বিষয়-
আইডিসিআর এর হিসেবে ১০০ জন মৃত্যুর মধ্যে ৭৩% হচ্ছে পুরুষ, এবং ২৭% হচ্ছে নারী।

আচ্ছা বলুন তো পুরুষের তুলনায় নারীর মৃত্যুর হার এত কম কেন ?
আমি জানি, লকডাউনের পক্ষের লোকেরা বলবে, “নারী পুরুষের তুলনায় বাইরে কম ঘুরে তাই।”

আসলে বিষয়টি তেমন না।
মূলত নারীর দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের তুলনায় বেশি।
তাই পুরুষের তুলনায় নারীর মৃত্যুর হার অনেক কম।
যদিও নারী ফিজিকাল কন্ডিশন পুরুষের তুনলায় দৃশ্যত্ব দুর্বল।

এখানে দুটি জিনিস প্রমাণ হয়
এক, বাস্তব কোভিড যোদ্ধা হচ্ছে মানুষের শরীরের ভেতর রোগ প্রতিরোধ ক্ষমতাই।
দুই, বাহ্যিক ফিজিকাল কন্ডিশন দেখে আসলে কারো রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাই করা যায় না।

যদিও একদল কলাবিজ্ঞানী রোগ প্রতিরোধ ক্ষমতাকে ‘ভ্রম’/আলাউদ্দিনের দৈত্য এবং দৃশ্যত্ব দুর্বল-সবল দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বিচার করে ফেসবুকে প্রচার চালিয়ে থাকে।

0 comments:

Post a Comment