Thursday, June 18, 2020

ব্র্যাকের আড়ং, ইহুদী বহুজাতিক বাটা কিংবা এমপির এপেক্স কিন্তু বন্ধ নেই

আমি অনেক অগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম-
“তুমি বন্দি আমি মুক্ত”
মানে যারা আমাদের বন্দি হতে শিখাচ্ছে, তারা কি নিজেরা বন্দি হয়েছে ?
মিডিয়া সরকার রাজনৈতিক দল কিংবা প্রশাসন ?
না হয়নি। তারা তাদের কাজ চালিয়ে গেছে।
এবং দিন শেষে দেখবেন, আমি-আপনি বন্দি হয়েও স্বাস্থ্যগত যতটুকু ক্ষতি হয়েছি,
তারাও ঠিক ততটুকু ক্ষতি হয়েছে।
কিন্তু আমরা নিজেদের বন্দি রেখে যতটুকু অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে,
তারা কিন্তু তার থেকে বহুগুনে লাভবান হয়েছে ।

আজকে বিভিন্ন দোকান মালিক সমিতিকেও ভয় দেখিয়ে হয়ত মার্কেট বন্ধের ঘোষণা নেয়া হচ্ছে,
কিন্তু মিডিয়ার নেটওয়ার্কের
ব্র্যাকের আড়ং, ইহুদী বহুজাতিক বাটা কিংবা এমপির এপেক্স কিন্তু বন্ধ নেই।
তারা কিন্তু তাদের ঈদের ব্যবসা ঠিকই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বোকা দোকান মালিকরা ভরা মৌসমে বরং দোকান বন্ধ রাখরে তাদের বিক্রি আরো বাড়বে।

আমি আগেও বলেছি, আবারও বলছি-
আমাকে কেউ একটি পলিসি দিচ্ছে, কিন্তু সে নিজের মধ্যে সেটা বাস্তবায়ন করছে কি না, সেটা আগে দেখা উচিত। দেখা গেলো, সে আমাকে আমাকে বলছে এক রকম, কিন্তু তার বাস্তব জীবনে সে ঐ রকম করতেছে না। তারমানে তার নিজের দেয়া পলিসির মধ্যে ঘাপলা আছে, নয়ত সে নিজেই তার জীবনে সেটা পালন করতো।

বিভিন্ন শপিং কমপ্লেক্স কি উদ্দেশ্য নিয়ে দোকান বন্ধ করছে তা আমার জানা নাই, কিন্তু মিডিয়ার মত মাফিয়ার খপ্পরে পড়ে যদি করে তবে সিদ্ধান্ত ভুল হবে, সঠিক হবে না কখন।

খবরের সূত্র: https://bit.ly/3fywZr6

1 comment:

  1. The Lucky 15 Casino in Wazala - Mapyro
    Free to 광주광역 출장안마 use map of Lucky 15 Casino. 1. Jardin Island. 광명 출장안마 2. Bayview 구미 출장마사지 Casino. 3. San Diego Casino. 4. 의왕 출장마사지 Casimba Bayview. 문경 출장안마 5. Bayview Casino. 6. Harrah's

    ReplyDelete