Sunday, December 2, 2018

খ্রিস্টান ব্রাদার লুসিও বেনিনাতি এবং পথশিশুদের নিয়ে কাজ করার পেছনের উদ্দেশ্য


ব্রাদার লুসিও বেনিনাতি,
খুব ভালো মানুষ। পথশিশুদের নিয়ে তার কাজ। আমরা বাংলাদেশে থেকে যেখানে পথশিশুদের জন্য কিছু করতে পারি না, সেখানে সুদূর ইতালি থেকে লুসিও বেনিনাতি বাংলাদেশে এসেছেন পথশিশুদের টানে, তাদের ভালোবাসায়। পথশিশুদের জন্য গড়ে তুলেছেন, ‘পথশিশু সেবা সংসঠন’। এর মাধ্যমে তিনি রাস্তার শিশুদের খোজ খবর নেন, হাত-পায়ের নোখ কেটে দেন, অসুস্থ হলে চিকিৎসা দেন, ক্লাসের মাধ্যমে বিনোদন দেন, নাচ-গান শেখান। অনেক মিডিয়া তার প্রশংসা করে নিউজ করেছে। তার সাক্ষাৎকার প্রচার করেছে। তিনি সুন্দর বাংলা কথা বলতে পারেন, তিনি চান তার লাশ যেন বাংলাদেশে থাকে, এই বাংলাদেশের মাাটিতে তিনি মরতে চান। আহ ! তার মত ভালো মানুষ আর দুইটা নেই।
এই যে আপনি, একজন ভালো মানুষকে নিয়ে খারাপ চিন্তা শুরু করলেন। আপনি নিজে ভালো কাজ করতে পারেন না, তাই বলে অন্যকে ভালো কাজ করতে দিবেন না ? হিংসে হয় বুঝি ?? কখন কোন পথশিশুর খবর নিয়েছেন ? মাথায় হাত বুলিয়ে দিয়েছেন, এত বেলা ভাত খেতে দিয়েছেন ? অথচ এই লোকটা ইতালিতে কত ভালো জীবন ত্যাগ করে বাংলাদেশে এসে কত কষ্ট করছে। তাকে এপ্রিশিয়েট করুন, নিন্দা নয়।
কি বললেন, এরা মিশনারী, খ্রিস্টান বানায় ?
কোথায় সেরকম তো কিছু দেখলাম না। শুধু দেখলাম, সে মানব সেবা করছে। মানব সেবা পরম ধর্ম এটা তো সত্য। সকল ধর্মই তো তা বলে। তিনি তার ধর্মের কথা প্রচার করেছেন বলে জানি না, কিন্তু সেবা করেছেন। আপনি যখন এতটা ধার্মীক, তখন নিজ ধর্ম মেনে পথশিশুদের সেবা করুন পারলে।
------০---------
আমি জানি, লুসিও নিয়ে কথা বললে একদল মানবতাবাদী বের হবে। লুসিও’র পক্ষে ওকালতি করবে। আমাকে খারাপ বলবে। নিন্দুক বলবে, আমি ভালো জিনিসের নিন্দা করি, হিংসা করি, সবকিছুর মধ্যে খারাপ খুজি, তাও বলবে। কিন্তু সত্য কথা কি জানেন ? আমি চাই, মানুষ ধোঁকায় না পড়ুক, কোন খোলস পড়িয়ে কেউ যেন সাধারণ মানুষকে খারাপ মাল গছিয়ে না দিতে পারে।
আন্তর্জাতিক রাজনীতির ক্লাস করানোর সময় আমি আপনাদের বলেছিলাম, এ ধরনের ক্রিটিকাল প্রত্যেক বিষয় বা মানুষের দুইটি ফেস থাকে। একটা রিয়েল ফেস, অন্যটা আর্টিফিসিয়াল ফেস। ‘মানবসেবা’, পথশিশু সেবা এগুলো হলো লুসিওদের আর্টিফিসাল ফেস, এটা তাদের চাকরী, তাদের চাকুরীর স্বার্থে তারা এমন পরিচয় প্রকাশ করে। লুসিও’র রিয়েল ফেস হলো, সে মার্কিন খ্রিস্টান মিশনারী Pontifical Institute for Foreign Missions (PIME) এর সদস্য (https://bit.ly/2Q1Vnbs )। পাইমের ওয়েবসাইটে ঢুকলে পাবেন, তাদের মূল উদ্দেশ্য বিভিন্ন কাজের মাধ্যমে খ্রিষ্টান ধর্ম প্রচার করা। (https://www.pimeusa.org/about-pime)
এমনকি ব্রাদার লুসিও বেনিনাতি নিজেই বলছে, তারমূল উদ্দেশ্য কাজের মাধ্যমে বাইবেল-গসপেলের প্রচার । (https://bit.ly/2FO8J6B)
আমার কথা হলো, মানবসেবা করুন, ভালো কথা, কিন্তু সেটা ধর্ম প্রচারের শর্তে কেন হবে ? আমাদের দেশের মসজিদের হুজুররা যদি একটা খ্রিস্টান/হিন্দুকে বাসায় ডেকে এনে ভাত খাওয়ায় মুসলমান বানাতে চায় তখন তো খ্রিস্টান/হিন্দুরা চিল্লাচিল্লি শুরু করে দিবে, তাহলে খ্রিস্টানরা যখন করবে, তখন কেন সেটার প্রতিবাদ করা যাবে না ? কেন সেটাকে মানবতার তোয়ালে জড়িয়ে বৈধতার দেয়ার চেষ্টা করা হবে ? মানবতার নাম করে ধর্ম প্রচার করা কি ধোঁকাবাজি নয় ?
------০--------
১) ব্রাদার লুসিও ছোট ছোট ধর্মজ্ঞানহীন বাচ্চাদের নিয়ে খ্রিস্টীয় কায়দায় প্রার্থনা শেখায় (https://bit.ly/2Ayzcz6)
২) ব্রাদার লুসিওদের সাথে বাংলাদেশে সিআইএ’র অত্যতম এজেন্ট সুলতানা কামাল চক্রবর্তী এবং ডাক্তার জাফরুল্লাদের সম্পর্ক আছে। যেহেতু পাইম মিশন,ইউএস’র অংশ, তাই এতে সিআইএ’র আলাদা প্ল্যান থাকা স্বাভাবিক। (https://bit.ly/2P8dN55)
৩) বিশ্বজুড়ে খ্রিস্টান ফাদার-ব্রাদারদের দ্বারা শিশুদের উপর যৌন নির্যাতন খুব স্বাভাবিক বিষয়। একেক জন খ্রিস্টান পাদ্রী হাজার হাজার শিশুকে বলাৎকার করে এবং পোপের পক্ষ থেকে তার সাফাই গাওয়া হয়। এমনিক পাইম মিশনের থাইল্যান্ডে এক যাজক ছিলো নাম এন্ড্রিয়ানো পেলোসিন। সে লুসিওর মত থাই পথশিশুদের নিয়ে কাজ করতো, তাদের দেখাশোনা করতো। কিন্তু তার কাছে আশ্রিত সেই পথশিশুদের উপর সে যৌন নির্যাতন করে, এমন রিপোর্ট থাই পত্রিকায় ছাপা হয়।
৪) পথশিশুদের নিয়ে মিশনারীরা কাজ করার পেছনে আরেকটি হতে পারে, তা হলো সেসব শিশুর মা-বাবা’র টান থাকবে না, তাদের পাচার করা, বিদেশে যে সব পতিতালয়ে শিশুদের চাহিদা বেশি সেখানে তাদের বেচে দেয়া এবং তাদের অঙ্গপ্রতঙ্গ বিক্রি করা।
পথশিশুদের ভালো হোক, তারা ভালো থাকুক, এটা আমরা সবাই চাই। কিন্তু সে ভালো চাইতে গিয়ে ‘মার ছেয়ে মাসির দরদ বেশি’ টাইপের কেউ যদি হাজির হয়, তবে কেন আবেগের বশে দেশের সম্পদ কে বিদেশী শকুনের হাতে ছেড়ে দিতে হবে ? এবারে দেশের জনগণ ও সরকার-প্রশাসনের সঠিক দৃষ্টি কামনা করছি।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment