Friday, July 6, 2018

আওয়ামীলীগ তার রাজনৈতিক জীবনে কোন কোন বড় ভুল করেছে ?

আমি বলবো সবচেয়ে বড় ভুল দু’টি।
একটি বঙ্গবন্ধুর মৃত্যুর আগে পলিসিগত ভুল, যার খেসারত দিতে হয় বঙ্গবন্ধুর জীবন দিয়ে। 
আরেকটি ভুল ‘কোটা বিরোধী আন্দোলন পিটুনী-আক্রমণ-গ্রেফতার দিয়ে দমন করার মাধ্যমে।
প্রথম ভুলে নেতা বঙ্গবন্ধুর জীবন দিয়েও ১৫ বছর পর হয়ত সম্মুখে আসতে পেরেছে আওয়ামীলীগ। কিন্তু দ্বিতীয় ভুল এমন এক ভুল, যার মাধ্যমে আওয়ামীলীগ নামক সংগঠনটিরই হয়ত অস্তিতই বিলীন হতে পারে।
কোটা বিরোধী আন্দোলনের মত একটি গণমানুষের আন্দোলনকে বিএনপি-জামায়াত ট্যাগ দিতে গিয়ে গণমানুষকেই আওয়ামীলীগ বিএনপি-জামায়াত তথা বিরোধী দল বানিয়ে দিয়েছে।
একটি রাজনৈতিক দল প্রতিপক্ষ রাজনৈতিক দলকে যতটুকু ঘৃণা করে, এখন সাধারণ মানুষগুলো আওয়ামীলীগকে ততটুকু ঘৃণা করা শুরু করেছে। এ ঘটনার পর খোদ সাধারণ আওয়ামীলীগ-ছাত্রলীগের অনেকে দলটির প্রতি নৈতিক সমর্থন হারিয়েছে। হতে পারে আওয়ামীলীগ গায়ের জোরে হয়ত আর কিছুদিন ক্ষমতায় থাকবে, ব্যস এতটুকুই। কিন্তু সেটা বেশিদিন নয়, কারণ মানুষের নৈতিক সমর্থন হারিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যাবে না। আর একবার পতন হলেই ‘আওয়ামীলীগ’ নামটা চলে যাবে ইতিহাসের যাদুঘরে, এর বাইরে তার ও তার সদস্যের কোন অস্তিত্ব থাকবে না।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment