হঠাৎ খবরে পড়লাম বিডিনিউজ২৪ সাইটি বন্ধ করতে বলেছে নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
(https://www.bbc.com/bengali/news-44519564)
(https://www.bbc.com/bengali/news-44519564)
পরে আবার খুলে দেয়া হলো।
কিন্তু কোন খবরে উল্লেখ নাই, ঠিক কি কারণে এই বন্ধ আবার পরে খোলা।
এ সম্পর্কে খবরে এসেছে-
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিআরসি নির্দেশনা দিয়েছে সরকারের উপর মহলের নির্দেশে।”
কী কারণে- জানতে চাইলে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি জহুরুল হক।
(https://bangla.bdnews24.com/bangladesh/article1507887.bdnews)
কিন্তু কোন খবরে উল্লেখ নাই, ঠিক কি কারণে এই বন্ধ আবার পরে খোলা।
এ সম্পর্কে খবরে এসেছে-
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিআরসি নির্দেশনা দিয়েছে সরকারের উপর মহলের নির্দেশে।”
কী কারণে- জানতে চাইলে সে বিষয়ে কিছু বলতে রাজি হননি জহুরুল হক।
(https://bangla.bdnews24.com/bangladesh/article1507887.bdnews)
কিন্তু কোন খবরে উল্লেখ নাই, ঠিক কি কারণে এই বন্ধ আবার পরে খোলা।
পরে ঘাটাঘাটি করে বুঝলাম, সম্ভবত একটা খবরের জন্য এমন করা হয়েছে।
খবরের শিরোনাম- “নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ”
গতকালকে এই খবরে শেষে দুটো লাইন ছিলো-
“ছোট ভাই তোফায়েল আহমেদ জোসেফের কারণে সম্প্রতি আলোচনায় এসেছিল সেনা কর্মকর্তা আজিজ আহমেদের নাম। নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোসেফ সম্প্রতি রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান।”
(সূত্র: https://archive.is/bCDQG)
কিন্তু পরে ঐ লাইন দু’টি কেটে নিউজ ইডিট করে বিডিনিউজ২৪-
তারমানে “নতুন সেনাপ্রধানের ছোট ভাই খুনি সন্ত্রাসী”, এই তথ্য প্রকাশ করার কারণে বিডিনিউজ২৪ বন্ধ করতে চেয়েছে সরকার।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment