Wednesday, May 9, 2018

সম্রাজ্যবাদীরা আমাদের অস্ত্র দিয়ে দখল করেনি, করেছে আমাদের মন মগজে তাদের বানানো চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে

গত ৭ই মে-তে  আমি এক পোস্টে বলেছিলাম, “কেউ যদি মুসলমানদের ধর্ম অবমাননা করতে আসে, তবে যেন মুসলমানরা তাদের গণপিটুনি দিয়ে মেরে ফেলে।”
কেউ কেউ আমার এমন কথায় উষ্মা প্রকাশ করেছিলেন। বলেছিলেন- এমন হলে মুসলমানদের উল্টা ক্ষতি হবে।
কিন্তু আমি বলবো, আমার তত্ত্ব মতে, মুসলমানরা যদি সত্যিই নিজ থেকে বিষয়টা করতে পারে, তবে আলটিমেটলি মুসলমানদের কোন ক্ষতি হবে না, বরং উপকার হবে। কিন্তু মুসলমানরা যদি বিষয়টি না করতে পারে, এবং অন্য কেউ যদি বিষয়টি করে দেয় তখন মুসলমানদের ক্ষতি হবে।
বিষয়টি একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। সারা বিশ্বজুড়ে মুসলমানদের জঙ্গী বানানোর সিআইএ’র যত প্রজেক্ট তার সবগুলোই হলো ‘ফলস ফ্ল্যাগ’। ‘ফলস ফ্ল্যাগ’ হলো: সিআইএ নিজেই মুসলমান বেশধারী কিছু লোক তৈরী করে, যারা বিভিন্ন স্থানে বোমা ফুটায়, কোপায়, গুলি করে মানুষ মারে, কোপানোর সময় ‘আল্লাহু আকবার’ বলে, পাসপোর্ট ফেলে যায়। এগুলো সব প্ল্যান, সিআইএ নিজে করে, অথবা তার সহযোগী কোন সংগঠন দিয়ে করায়। মূলত: এই সব ফলস ফ্ল্যাগগুলো পূজি করে মুসলমানদের জঙ্গী বানানো হয়। কিন্তু যে প্লট সিআইএ তৈরী করে না, সেই প্লটে সিআইএ হাত দেয় না বা ব্যবহার করে না। বিষয়টি বোঝার জন্য আবার বলছি- যে নাটক সিআইএ’ সাজায় না, সেই নাটক থেকে সিআইএ ইন্টারেস্ট নিতে আগ্রহী হয় না (ভাবে : আবার কোন ফাঁদ নয়ত ?)।
এ বিষয়টি বুঝার জন্য আমি একজন অ্যাডভোকেটের সাথে আলাপ করেছিলাম। যে বলেছিলো; আপনি যদি প্রতিপক্ষকে সত্যিই ফাঁসাতে চান, তবে প্লট নিজে তৈরী করুন, তবে মামলা শক্ত হবে। অর্থাৎ বানোয়াট হোক তবুও প্রতিটা প্লট-ই আপনার দখলে, আপনি যেমন চাইবেন তেমনটা হবে। প্রতিপক্ষের হাতে কোন প্লট নাই। প্রতিপক্ষের দ্বারা ঘটে যাওয়া প্লটে (যদি সে সত্যিই খুনও করে), আপনি বেশি সুবিধা নিতে পারবেন না । প্রতিপক্ষে হাতে একটা প্লট যাওয়া মানে আপনার দুর্বলতা । সে সেটার সুযোগ নিবে, দেখা যাবে মাত্র ১টা প্লট প্রতিপক্ষের হাতে থাকায় আপনার পুরো প্ল্যান নষ্ট হবে। তাই পুরো ঘটনা নিজ থেকে সাজান, প্রতিপক্ষ সহজে ঘায়েল হবে। আর এ বিষয়টি গোয়েন্দাদের কাছে পরিচিত ফলস ফ্ল্যাগ হিসেবে। অর্থাৎ পুরো ঘটনাই তারা তৈরী করে, দোষটা শুধু প্রতিপক্ষকে দেয়।
ফলস ফ্ল্যাগের অনেক সুবিধা আছে। একটা বড় সুবিধা হলো এটা মেডিকেল সাইন্সের এন্টিবডির মত। অর্থাৎ একবার শরীরে তৈরী হলে, পরবর্তীতে রোগ হওয়ার আগেই তা নিজ থেকে দমন করবে। ঠিক একইভাবে সিআইএ একটা ফলস ফ্ল্যাগ করে জঙ্গী, জঙ্গী আবহাওয়া তৈরী করে রাখবে। তখন ঐ এলাকার কোন মুসলমান যদি কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়, তবে সহজেই তাকে জঙ্গী বলে আটক করা যাবে। জঙ্গী ট্যাগ খাওয়ার ভয়ে তখন কোন মুসলমান কোন অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না।
আমি আগেও বলেছি, এখনও বলছি, সম্রাজ্যবাদীরা আমাদের অস্ত্র দিয়ে দখল করেনি, করেছে আমাদের মন মগজে তাদের বানানো চিন্তাধারা ঢুকিয়ে দিয়ে। তারা চায়- আমরা তাদের মত করে চিন্তা করি, তাদের বানিয়ে দেয়া সীমানার মধ্যে যেন আমরা ঘুরপাক খাই, কোনভাবেই তাদের সীমানার বাইরে যেন না যাই, যদি যাই, তবে কিন্তু তাদের সম্রাজ্যবাদ থাকবে না। আমরা যতদিন তাদের মত চিন্তা করবো, তাদের মত করে ভাববো, ততদিন সম্রাজ্যবাদীদের শেকল থেকে বের হতে পারবো না। এজন্য প্রয়োজন তাদের চক্র ব্রেক করা। নিজস্ব লোক দিয়ে, নিজের পলিসিতে চলতে হবে। তখনই তারা নিজেদের গুটিয়ে নেবে, এর আগে না। আলোচ্য পোস্টে মূল থিম হচ্ছে : ওরা ফলস ফ্ল্যাগ দিয়ে মুসলমানদের মানসিকভাবে পঙ্গু করে রাখছে, ভীত করে জবাবশূণ্য করছে। ওদের চিন্তাধারা খোলস থেকে বেড়িয়ে এসে উপযুক্ত জবাব দিন, তাহলেই ওরা পিছু হটতে বাধ্য।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment