Tuesday, May 22, 2018

বয়কট ফুটবল বিশ্বকাপ

বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে
কিছু ছেলেপেলের এ জন্য ঘুম আসতেছে না
কে ব্রাজিল, কে আর্জেন্টিনা এটা নিয়ে দ্বন্দ্বের শেষ নাই
ব্রাজিল সমর্থক কমিটি, আর্জেন্টিনা সমর্থক কমিটি, বাড়ির ছাদে দেয়ালে পতাকা আরো কত কিছু।
বাংলাদেশের পাঠ্যপুস্তকে পড়ানো হয়, অবসর সময়ে খেলাধূলা করবে।
আধুনিক ফুটবল আর ক্রিকেটের জনক বলা হয় ব্রিটেনকে। সেই ব্রিটেনের দস্যু রাজার নাতি হ্যারি যখন ২০০৮ সালে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি পাইলো, তখন সে গেলো আফগানিস্তানে যুদ্ধ করতে। সে কিন্তু ছুটি পাইয়া ক্রিকেট-ফুটবল খেলতে যায় নাই, আফগানিস্তানে মুসলমান মারতে গেছে। আর আজকে মুসলমানের বাচ্চারা ব্রিটেনের বানানো ক্রিকেট ফুটবল নিয়ে নর্তন-কুর্দন করে বাচে না।
সারা বিশ্বজুড়ে আজকে মুসলমানরা নির্যাতিত,
ফিলিস্তিনে মুসলমানদের মারছে,
মায়ানমার থেকে মুসলমানদের মেরে বের করে দিচ্ছে,
ইরাক, সিরিয়া, চীন, থাইল্যান্ড, ভারত কোথায় মুসলমানরা আজ নির্যাতিত নয়।
খোদ বাংলাদেশেও মুসলমানরা কম নির্যাতিত নয়।
কিন্তু এ অবস্থার পরও একজন মুসলমানের বাচ্চা কিভাবে খেলার মত একটি নিকৃষ্ট কাজ (খেলো শব্দের অর্থ: নিকৃষ্ট; হীন; নীচ) নিয়ে ব্যস্ত থাকতে পারে ?
আমার মনে হয়, এক্ষেত্রে মুসলিম আলেমদের একটা দায়বদ্ধতা আছে।
আমি মুসলমান আলেমদের অনেক কিছু নিয়ে ওয়াজ করতে দেখেছি,
কিন্তু খেলাধূলার বিরুদ্ধে তারা কখন কোন ওয়াজ করেনি।
আমার ধারণা, তারা হয়ত ভাবে, এটা করলে তরুণ প্রজন্ম তাদের থেকে দূরে সরে যাবে, সাপোর্ট করবে না।
এটা অমূলক ধারণা। একটা সময় পহেলা বৈশাখ নিয়ে অনেক মাতামাতি ছিলো। কিন্তু মসজিদে-মাহফিলে পহেলা বৈশাখের বিরুদ্ধে অনেক আলোচনার পর এখন পহেলা বৈশাখ নিয়ে তরুণ প্রজন্ম সরে আসছে।
আন্তর্জাতিক ইহুদীবাদীরা সব সময় চায় প্রতিপক্ষে সময় নষ্ট করে দিতে। মানে তার প্রতিপক্ষ যেন অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকে, আসল কাজে চিন্তা না করে। ক্রিকেট-ফুটবল দিয়ে তরুণ সমাজের মাথা একেবারে বিজি করে দিয়েছে। সারাক্ষণ চিন্তা কয়টা গোল হলো, কয়টা রান হলো। এই ‘নিকৃষ্ট খেলো’ চিন্তা করলে সে দেশ ও জাতি নিয়ে চিন্তা করবে কখন ? অমুসলিমদের জটিল জটিল সব ষড়যন্ত্র নিয়ে চিন্তা করবে কখন, কখন সেগুলোর প্যাচ খুলবে, আর কখনই বা তার জবাব দেবে।
এই ১ মাসের বিশ্বকাপ খেলা মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেবে,
প্রভাব পড়বে আগে-পারে সব মিলিয়ে ৩ মাস।
অনেক কষ্ট করে তৈরী হওয়া ন্যায় চিন্তা-ভাবনাগুলো হারিয়ে যাবে বিশ্বকাপ ফুটবলে।
দেখো
ওরা আজকে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, কাশ্মীর নিয়ে গেছে,
আগামীকাল তারা বাংলাদেশের দিকেও হাত বাড়াবে,
তুমি যদি এখন ফুটবল খেলা নিয়ে বিভোর থাকো,
তবে নিজ দেশ ও জাতির জন্য চিন্তা করবে কখন ?
রুশ গুপ্তচরকে হত্যা প্রচেষ্টাকে কেন্দ্র করে ব্রিটেন-রাশিয়ার মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে ৬টি দেশ বিশ্বকাপ ফুটবলকে বয়কট করতে প্ল্যান করেছিলো। দেশগুলো - পোল্যান্ড আইসল্যান্ড, ডেনমার্ক সুইডেন, অস্ট্রোলিয়া ও জাপান। (https://bit.ly/2s3t4up)
তারা যদি বিশ্বকাপ খেলুড়ে দেশ হয়ে নিজের স্বার্থে বিশ্বকাপ বয়কটের ডাক দিতে পারে,
তবে মুসলমানরা কি নিজের স্বার্থে ইহুদীবাদীদের তৈরী এই বিশ্বকাপকে বয়কট করতে পারে না ?
চেষ্টা করলে ঠিকই পারে এবং দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মুসলমানদের এখন তাই করা উচিত।


আমার মনে হয়, ফেসবুকে যে গুটি কয়েক মানুষ মূল বিষয়গুলো উপলব্ধি করতেছি,
তাদের প্রথম উচিত, বিষয়টি ছড়িয়ে দেয়া।
অনলাইনে হোক আর অফলাইনে হোক
মসজিদ হোক, ওয়াজ মাহফিলে হোক আর চায়ের আড্ডায় হোক
বিশ্বকাপ ফুটবলের বিরুদ্ধে বলা। বিদেশী পতাকা ওড়ানো, আর্জেন্টিনা-ব্রাজিল দলাদলি নিয়ে মাতামাতি না করতে বলা।
এক কথায় বিশ্বকাপ ফুটবল নিয়ে যাবতীয় কার্যক্রম বয়টক করতে বলা।

===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment