শেখ হাসিনার আলাদা কি যোগ্যতা আছে ?
তার যোগ্যতা সে বঙ্গবন্ধুর মেয়ে। এখানে সে কোটাপ্রাপ্ত।
তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হয়ে কোটি টাকা বেতন নেয়ার জয়ের কি যোগ্যতা আছে ? তার থেকে আরো বড় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ আছে। কিন্তু তাকে কেন এত গুরুত্বপূর্ণ পদে দেয়া হবে ?
উত্তর : প্রধানমন্ত্রীর সন্তান কোটা।
তথ্যপ্রতিমন্ত্রী জুনায়েদ পলকের বাপ মুক্তিযোদ্ধা ছিলো। তার কি যোগ্যতা আছে প্রতিমন্ত্রী হওয়ার ? ঐ যে বাবা কোটা।
স্বাস্থ্যমন্ত্রী নাসিম ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে। সেও বাবা কোটা।
ফজলে নূর তাপস থেকেও ভালো যোগ্যতা সম্পন্ন লোক আছে। কিন্তু ফজলুল হক মনীর ছেলে হওয়ায়ও সে বাবা কোটা পেয়েছে।
কণ্ঠশিল্পী মমতাজের আগের জামাই মানিকগঞ্জের চেয়্যারম্যান রমজান আলী বলতো- মমতাজ প্রথম জীবনে বিএনপি করতো। খালেদা জিয়া-তারেক রহমানকে নিয়ে গান বাধতো। পরে রমজান আলী তাকে শেখ হাসিনার সাথে পরিচয় করিয়ে, আওয়ামীলীগে প্রবেশ করায়। এখন সে নারী কোটায় এমপি।
এভাবে খুজলে বাবা-নানা-দাদা-নানা-মামা-চাচা- নারী বহু কোটা পাওয়া যাবে আওয়ামী সরকারে। আওয়ামী সরকার নিজেই একটা কোটা ভিত্তিক জনগোষ্ঠী।
ছাত্ররা যখন শ্লোগান দেয় – “কোটা নয়, মেধাবী চাই।”
তখন আমি নিশ্চিত- ঐ শ্লোগানটা আওয়ামী সরকারের বুকের মধ্যে শেলের মত বিধে। কারণ তারা তো সবাই কোটাপ্রাপ্ত, মেধার যোগ্যতায় তারা আসেনি।
একবার শুনছিলাম, আজকালকার মসজিদগুলোতে নাকি ইমাম সাহেবরা সুদ-ঘুষের ওয়াজ করে না, দাড়ির ওয়াজ করে না। কারণ মসজিদ কমিটির অনেকে সুদ-ঘুষ খায়, অনেকের দাড়ি নাই। ঐসব ওয়াজ করলে আর ইমাম সাহেবের চাকরী থাকবে না।
একইভাবে কোটা নিয়ে যদি আন্দোলন হয়, তবে সেটা আওয়ামীলীগের উপর আঘাত হানা হয়, তাদের অস্তিত্বের উপর আঘাত হবে। তাই সব নিয়ে আন্দোলন করো, কিন্তু কোটা নিয়ে আন্দোলন করো না। আজকে যদি বিসিএস-এ কোটা বাদ দিয়ে মেধাবি আনা হয়, কালকে তো আওয়ামলীগের ভেতর এমপি-মন্ত্রী-প্র্রধানমন্ত্রী পদেও কোটা বাদ দিয়ে মেধাবীর দাবী উঠতে পারে। তখন কি হবে ?
আওয়ামীলীগ যে কোটা আন্দোলনের বিপক্ষে এত উঠে পড়ে লাগছে, এটাই তো মেইন কারণ।
===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/ noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
(https://www.facebook.com/
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/ Noyon-Chatterjee-6-20264727 0140320/)
-------------------------- -------------------------- --------------------------------------------
(https://www.facebook.com/
--------------------------
0 comments:
Post a Comment