Wednesday, April 25, 2018

আওয়ামীলীগের এত আল্লাহ-খোদায় বিশ্বাস আছে তো ?


“মির্জা ফকরুলের আল্লাহ-খোদায় বিশ্বাস নেই”- বলেছে সেতুমন্ত্র ওবায়দুল কাদের।
খুব ভালো কথা। কিন্তু আওয়ামীলীগের এত আল্লাহ-খোদায় বিশ্বাস আছে তো, ২০১১ সালে তারা সংবিধান সংশোধন করে আ্ল্লাহ’র উপর বিশ্বাস অংশটা কেটে দিলো কেন?
২০১৬ সালে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা বলার সময় শেখ হাসিনা বলে, “আমার উপর ভরসা রাখুন”। আওয়ামীলীগের একটা শ্লোগান হইলো- “ভরসা রাখুন নৌকায়”
তারমানে আওয়ামীলীগ শেখ হাসিনার উপর ভরসা রাখতে বলে, নৌকা মার্কায় ভরসা রাখতে বলে, কিন্তু সংবিধানে ‘আল্লাহ’র উপর আস্থা-ভরসা-বিশ্বাস’ কেটে দেয় !
আমি শেখ হাসিনা ও আওয়ামীলীগের সাথে প্রাচীন মিশরের ফারাওদের মিল পাচ্ছি। এখন কি আবার ফারাওদের যুগ শুরু হলো ?


===============================
আমার মূল পেইজ- Noyon chatterjee 5
(https://www.facebook.com/noyonchatterjee5)
পেইজ কোড- 249163178818686
------------------------------------------------------------------
আমার ব্যাকআপ পেইজ- Noyon Chatterjee 6
(https://www.facebook.com/Noyon-Chatterjee-6-202647270140320/)
------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment